ডেনিম থিমে আর্কার প্রথম দিনের যত বৈচিত্র্যময় লুক
শেয়ার করুন
ফলো করুন

শুরু হয়েছে ফ্যাশনের জমজমাট আসর আর্কা ফ্যাশন উইক। এই ফ্যাশন উইকের তৃতীয় আসরের এবারের প্রতিপাদ্য সবার জন্য ফ্যাশন। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে চার দিনের এই আয়োজন চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চার দিন চারটি ফ্যাশন থিমের ওপর ভিত্তি করে এবারের আয়োজনটি সাজানো হয়েছে । আজ প্রথম দিনের থিম ছিল ডেনিম। ফ্যাশন দুনিয়ায় কত থিম আসে যায়। কিন্তু ডেনিমের আবেদন চিরন্তন। ডেনিমের ফ্যাশন সর্বজনীন হলেও এখন তা নতুন করে ট্রেন্ডের তুঙ্গে। আর্কার প্রথম দিনে এই থিমে দেখা গেল বৈচিত্র্যময় সব লুক। নানা ধরনের আকর্ষণীয় আউটফিটে আজ ফ্রেমবন্দি হয়েছে আগত ফ্যাশনপ্রেমীরা। জেন জি থেকে আলফা আর মিলেনিয়ালরাও নিজেকে সাজিয়ে এসেছেন এখানে ডেনিম আউটফিটে। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার

১/১৫
ডেনিমের উপর টাই ডাই করা স্ট্র্যপলেস টপের সঙ্গে  হাই ওয়েস্ট স্কার্টের যুগলবন্দী।
ডেনিমের উপর টাই ডাই করা স্ট্র্যপলেস টপের সঙ্গে হাই ওয়েস্ট স্কার্টের যুগলবন্দী।
বিজ্ঞাপন
২/১৫
ডেনিমের স্লিভলেস টপ আর বটমের সঙ্গে মানানসই জুয়েলারি
ডেনিমের স্লিভলেস টপ আর বটমের সঙ্গে মানানসই জুয়েলারি
বিজ্ঞাপন
৩/১৫
কালো ডিপনেক ক্রপ টপের ওপর লেয়ার স্টাইলে যুক্ত হয়েছে ডেনিম ভেস্ট। ইন্দো ওয়েষ্টার্ন সাজপোশাকে জেন-জি সুন্দরী
কালো ডিপনেক ক্রপ টপের ওপর লেয়ার স্টাইলে যুক্ত হয়েছে ডেনিম ভেস্ট। ইন্দো ওয়েষ্টার্ন সাজপোশাকে জেন-জি সুন্দরী
৪/১৫
ডেনিম অন ডেনিম লুকে এইভাবেই ফ্রেমে ধরা দিয়েছেন এই ডেনিম লাভার। শার্টের ওপর পরেছেন স্লিভলেস ডেনিম জ্যাকেট। ডেনিমের বটমও জুটি হয়েছে। সঙ্গে ক্রসবডি ব্যাগ, সানগ্লাস আর নেকপিস
ডেনিম অন ডেনিম লুকে এইভাবেই ফ্রেমে ধরা দিয়েছেন এই ডেনিম লাভার। শার্টের ওপর পরেছেন স্লিভলেস ডেনিম জ্যাকেট। ডেনিমের বটমও জুটি হয়েছে। সঙ্গে ক্রসবডি ব্যাগ, সানগ্লাস আর নেকপিস
৫/১৫
ক্রিসক্রস হল্টার টপের সঙ্গে ডেনিমের মিডল স্লিট স্কার্টে এক ফ্যাশনিস্তা। পায়ে জুটি হয়েছে কালো থাই হাই বুট
ক্রিসক্রস হল্টার টপের সঙ্গে ডেনিমের মিডল স্লিট স্কার্টে এক ফ্যাশনিস্তা। পায়ে জুটি হয়েছে কালো থাই হাই বুট
৬/১৫
প্যাচওয়ার্ক ডেনিম প্যান্ট আর শার্টের সাথে ডেনিম জ্যাকেটের এই লুককে 'ডেনিম অন ডেনিম' লুক বলাই যায়। তবে ডেনিম শার্টে আলাদাভাবে চেকার্ড প্যাটার্নের জোড়াতালি ফিউশন নকশাও নজর এড়ায়নি। চোখে থাগ লাইফ চশমায় এসে স্ট্রিটস্টাইল আমেজ
প্যাচওয়ার্ক ডেনিম প্যান্ট আর শার্টের সাথে ডেনিম জ্যাকেটের এই লুককে 'ডেনিম অন ডেনিম' লুক বলাই যায়। তবে ডেনিম শার্টে আলাদাভাবে চেকার্ড প্যাটার্নের জোড়াতালি ফিউশন নকশাও নজর এড়ায়নি। চোখে থাগ লাইফ চশমায় এসে স্ট্রিটস্টাইল আমেজ
৭/১৫
প্রথম দিনের ডেনিম থিমের আয়োজনে এইভাবেই সবাইকে তাক লাগিয়েছে তারা চিরন্তন আবেদন 'ডেনিম জ্যাকেট'-এ
প্রথম দিনের ডেনিম থিমের আয়োজনে এইভাবেই সবাইকে তাক লাগিয়েছে তারা চিরন্তন আবেদন 'ডেনিম জ্যাকেট'-এ
৮/১৫
নজর কাড়ছে নুডল স্ট্র্যাপের ডেনিম ক্রপ টপ পরা ফ্যাশনিস্তা
নজর কাড়ছে নুডল স্ট্র্যাপের ডেনিম ক্রপ টপ পরা ফ্যাশনিস্তা
৯/১৫
ডেনিম শর্টসের সঙ্গে জ্যাকেটের এই স্টাইল সত্যিই সুন্দর। আরো বেশি আবেদন যোগ করেছে পায়ে পরা লাল কনভার্সের জুটি
ডেনিম শর্টসের সঙ্গে জ্যাকেটের এই স্টাইল সত্যিই সুন্দর। আরো বেশি আবেদন যোগ করেছে পায়ে পরা লাল কনভার্সের জুটি
১০/১৫
হল্টারনেক ডেনিম ওয়েস্টকোট আর বাটন ডাউন ডেনিম স্কার্ট
হল্টারনেক ডেনিম ওয়েস্টকোট আর বাটন ডাউন ডেনিম স্কার্ট
১১/১৫
ব্ল্যাক ডেনিমের জিপ থ্রু জাম্পস্যুট পরেছে এই স্টাইলিশ তরুনী। হেয়ারস্টাইলের সিলভার ক্লিপ আর কানে পরা স্টার দুল 
ব্ল্যাক ডেনিমের জিপ থ্রু জাম্পস্যুট পরেছে এই স্টাইলিশ তরুনী। হেয়ারস্টাইলের সিলভার ক্লিপ আর কানে পরা স্টার দুল
১২/১৫
দুজনই এসেছেন ডেনিম অন ডেনিম লুকে।
দুজনই এসেছেন ডেনিম অন ডেনিম লুকে।
১৩/১৫
ডেনিমের কালো জ্যাকেটে আবেদন যোগ করেছে বুকপকেটে রাখা গোলাপ। সঙ্গে লেয়ারড নেকপিস
ডেনিমের কালো জ্যাকেটে আবেদন যোগ করেছে বুকপকেটে রাখা গোলাপ। সঙ্গে লেয়ারড নেকপিস
১৪/১৫
এবার অনেকেই পরে এসেছে প্যাচওয়ার্ক করা ডেনিমের জ্যাকেট।  নিজের ডিজাইনকে প্রাধান্য দিয়েছে সবাই
এবার অনেকেই পরে এসেছে প্যাচওয়ার্ক করা ডেনিমের জ্যাকেট। নিজের ডিজাইনকে প্রাধান্য দিয়েছে সবাই
১৫/১৫
আবেদন ছড়ানো স্টাইলিশ টপের সাথে ডেনিম স্কার্ট
আবেদন ছড়ানো স্টাইলিশ টপের সাথে ডেনিম স্কার্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১: ৪৬
বিজ্ঞাপন