শুরু হয়েছে ফ্যাশনের জমজমাট আসর আর্কা ফ্যাশন উইক। এই ফ্যাশন উইকের তৃতীয় আসরের এবারের প্রতিপাদ্য সবার জন্য ফ্যাশন। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে চার দিনের এই আয়োজন চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চার দিন চারটি ফ্যাশন থিমের ওপর ভিত্তি করে এবারের আয়োজনটি সাজানো হয়েছে । আজ প্রথম দিনের থিম ছিল ডেনিম। ফ্যাশন দুনিয়ায় কত থিম আসে যায়। কিন্তু ডেনিমের আবেদন চিরন্তন। ডেনিমের ফ্যাশন সর্বজনীন হলেও এখন তা নতুন করে ট্রেন্ডের তুঙ্গে। আর্কার প্রথম দিনে এই থিমে দেখা গেল বৈচিত্র্যময় সব লুক। নানা ধরনের আকর্ষণীয় আউটফিটে আজ ফ্রেমবন্দি হয়েছে আগত ফ্যাশনপ্রেমীরা। জেন জি থেকে আলফা আর মিলেনিয়ালরাও নিজেকে সাজিয়ে এসেছেন এখানে ডেনিম আউটফিটে। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার।