টালিউডের লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় পাওলি দামের নাম থাকবেই। এভারগ্রিন বললেও ভুল হবে না তাঁকে। ৪৪-এ পা দিয়েছেন, অথচ বোঝার উপায় নেই। সাহসী চরিত্রে অভিনয় দক্ষতার পাশাপাশি এই বং ডিভার গ্ল্যামার আর স্টাইলিংও সবার নজর কাড়ে। পাওলিকে শাড়িতে বেশ মানায়, এ কথা অস্বীকার করার জো নেই। ছিপছিপে কায়া, ডাগর ডাগর চোখ আর লম্বা চুলে পাওলির সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হন অনুরাগীরা। হাল ফ্যাশনের পাঠকদের জন্য আজ রইল সুন্দরী এই অভিনেত্রীর শাড়ি পরা বেশ কিছু ভিন্ন আবেদনের লুক।
ছবি: পাওলি দামের ইন্সটাগ্রাম