৪৪-এ এসেও এই লাস্যময়ী টালিউড সুন্দরী মন মাতাচ্ছেন শাড়ির যত লুকে
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় পাওলি দামের নাম থাকবেই। এভারগ্রিন বললেও ভুল হবে না তাঁকে। ৪৪-এ পা দিয়েছেন, অথচ বোঝার উপায় নেই। সাহসী চরিত্রে অভিনয় দক্ষতার পাশাপাশি এই বং ডিভার গ্ল্যামার আর স্টাইলিংও সবার নজর কাড়ে। পাওলিকে শাড়িতে বেশ মানায়, এ কথা অস্বীকার করার জো নেই। ছিপছিপে কায়া, ডাগর ডাগর চোখ আর লম্বা চুলে পাওলির সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হন অনুরাগীরা। হাল ফ্যাশনের পাঠকদের জন্য আজ রইল সুন্দরী এই অভিনেত্রীর শাড়ি পরা বেশ কিছু ভিন্ন আবেদনের লুক।

১/১২
ক্লাসি ট্রাডিশনাল ধাঁচে ড্রেপ করা, কপার গোল্ডেন সিল্ক শাড়ির সঙ্গে পাওলি বেছে নিয়েছেন স্ট্র্যাপি স্লিভের ডিপ নেকলাইন ব্লাউজ। যা তাঁর লুকের ‘এসেন্স’ ধরে রেখেছে। এর সঙ্গে তাঁর কাজল কালো চোখ আর সোনালি ফ্লোরাল গয়নাগুলোও বেশ নজর কেড়েছে
ক্লাসি ট্রাডিশনাল ধাঁচে ড্রেপ করা, কপার গোল্ডেন সিল্ক শাড়ির সঙ্গে পাওলি বেছে নিয়েছেন স্ট্র্যাপি স্লিভের ডিপ নেকলাইন ব্লাউজ। যা তাঁর লুকের ‘এসেন্স’ ধরে রেখেছে। এর সঙ্গে তাঁর কাজল কালো চোখ আর সোনালি ফ্লোরাল গয়নাগুলোও বেশ নজর কেড়েছে
বিজ্ঞাপন
২/১২
অভিনেত্রীর পরা আইভরি রঙের শাড়ির জমিনে পুরোটাই রয়েছে গোলাপি ফুল আর সবুজ পাতার মেলা। জুটি বেঁধেছে কনুইহাতা একরঙা ব্লাউজ। এর সঙ্গে মানানসই মুক্তার গয়না, ডার্ক শেডের লিপস্টিক, কাজল, টিপ আর ছেড়ে রাখা চুলে পাওলির থেকে যেন চোখ সরানোই দায়
অভিনেত্রীর পরা আইভরি রঙের শাড়ির জমিনে পুরোটাই রয়েছে গোলাপি ফুল আর সবুজ পাতার মেলা। জুটি বেঁধেছে কনুইহাতা একরঙা ব্লাউজ। এর সঙ্গে মানানসই মুক্তার গয়না, ডার্ক শেডের লিপস্টিক, কাজল, টিপ আর ছেড়ে রাখা চুলে পাওলির থেকে যেন চোখ সরানোই দায়
বিজ্ঞাপন
৩/১২
একেবারে এথনিক সাজপোশাকে ফ্রেমবন্দী হয়েছেন বং সুন্দরী। পরেছেন নানা রঙের ফুল, পাতা মোটিফের লাল কাঁথা স্টিচ শাড়ি আর একরঙা কনুই হাতা ব্লাউজ। বিনুনি স্টাইলের খোঁপায় পরেছেন গয়না, কানে ঝুমকা, কাজলে টানা চোখ, হাতে বটুয়া ব্যাগ আর পায়ে পরেছেন জুতি
একেবারে এথনিক সাজপোশাকে ফ্রেমবন্দী হয়েছেন বং সুন্দরী। পরেছেন নানা রঙের ফুল, পাতা মোটিফের লাল কাঁথা স্টিচ শাড়ি আর একরঙা কনুই হাতা ব্লাউজ। বিনুনি স্টাইলের খোঁপায় পরেছেন গয়না, কানে ঝুমকা, কাজলে টানা চোখ, হাতে বটুয়া ব্যাগ আর পায়ে পরেছেন জুতি
৪/১২
নীল ও গোলাপি প্যাস্টেল শেডের ডুয়েল টোনের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরেছেন পাওলি। মুক্তার মালা, দুল আর মাঝ সিঁথি করা চুলে বেণির খোঁপায় পাওলিকে একনজরে দেখে মনে মচ্ছে আশির দশকের কোনো হিরোইন
নীল ও গোলাপি প্যাস্টেল শেডের ডুয়েল টোনের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরেছেন পাওলি। মুক্তার মালা, দুল আর মাঝ সিঁথি করা চুলে বেণির খোঁপায় পাওলিকে একনজরে দেখে মনে মচ্ছে আশির দশকের কোনো হিরোইন
৫/১২
সাদা শাড়ির সঙ্গে নীল স্পেগেটি ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
সাদা শাড়ির সঙ্গে নীল স্পেগেটি ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
৬/১২
কালো আর সিলভার রঙের মিশেলের একটি জমকালো শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গে জুটি বেঁধেছে হাই নেক কালো টপ। তাঁর ন্যুড মেকআপে প্রাধান্য পেয়েছে সিলভার, কালো আইশ্যাডো। তবে বিশেষ নজর কেড়েছে হাতে আর গলায় পরা স্টেটমেন্ট জুয়েলারিগুলো
কালো আর সিলভার রঙের মিশেলের একটি জমকালো শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গে জুটি বেঁধেছে হাই নেক কালো টপ। তাঁর ন্যুড মেকআপে প্রাধান্য পেয়েছে সিলভার, কালো আইশ্যাডো। তবে বিশেষ নজর কেড়েছে হাতে আর গলায় পরা স্টেটমেন্ট জুয়েলারিগুলো
৭/১২
মডার্ন স্টাইলের শাড়ি পরার ক্ষেত্রেও পাওলি এগিয়ে। এখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নীল তাঁতের শাড়ি আর সাদা টপসে। আর স্টাইলিংয়ে ভিন্নতা যোগ করেছে পায়ে পরা সাদা রানিং শু
মডার্ন স্টাইলের শাড়ি পরার ক্ষেত্রেও পাওলি এগিয়ে। এখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নীল তাঁতের শাড়ি আর সাদা টপসে। আর স্টাইলিংয়ে ভিন্নতা যোগ করেছে পায়ে পরা সাদা রানিং শু
৮/১২
 ‘অল ব্ল্যাক’ লুকে পাওলির দিক থেকে যেন চোখ সরানোই মুশকিল! সোনালি পাড়ের কালো শাড়ি আর কালো ব্লাউজের সঙ্গে অভিনেত্রী সেজেছেন কাজল আর টিপে। আর গলায় পরেছেন স্টেটমেন্ট চোকার
‘অল ব্ল্যাক’ লুকে পাওলির দিক থেকে যেন চোখ সরানোই মুশকিল! সোনালি পাড়ের কালো শাড়ি আর কালো ব্লাউজের সঙ্গে অভিনেত্রী সেজেছেন কাজল আর টিপে। আর গলায় পরেছেন স্টেটমেন্ট চোকার
৯/১২
অভিনেত্রীর পরা একরঙা সবুজ শাড়ির সঙ্গে স্লিভলেস ম্যাজেন্টা রঙের ব্লাউজের কম্বিনেশন দেখার মতো
অভিনেত্রীর পরা একরঙা সবুজ শাড়ির সঙ্গে স্লিভলেস ম্যাজেন্টা রঙের ব্লাউজের কম্বিনেশন দেখার মতো
১০/১২
‘অল রেড’ লুকে পাওলি দমকে এককথায় অপূর্ব লাগছে। লাল শাড়ির জমিনে ফুটে উঠেছে সোনালি হাতি আর ঘোড়ার মোটিফ। এর সঙ্গে মিলিয়ে অভিনেত্রী কানে পরেছেন সোনালি ঝোলানো দুল
‘অল রেড’ লুকে পাওলি দমকে এককথায় অপূর্ব লাগছে। লাল শাড়ির জমিনে ফুটে উঠেছে সোনালি হাতি আর ঘোড়ার মোটিফ। এর সঙ্গে মিলিয়ে অভিনেত্রী কানে পরেছেন সোনালি ঝোলানো দুল
১১/১২
সোনালি রঙের ফ্লোরাল শাড়িতে পাওলি সেজে উঠেছেন সনাতনী সাজে
সোনালি রঙের ফ্লোরাল শাড়িতে পাওলি সেজে উঠেছেন সনাতনী সাজে
১২/১২
সাদা–কালোর আবেদন চিরন্তন। অভিনেত্রী পরেছেন সাদা-কালো চেক প্রিন্টের শাড়ি আর কালো স্লিভলেস ব্লাউজ। একদম সাদামাটা সাজের মধ্যে চোখে পরবে তাঁর গলায় পরা আকর্ষণীয় চোকার
সাদা–কালোর আবেদন চিরন্তন। অভিনেত্রী পরেছেন সাদা-কালো চেক প্রিন্টের শাড়ি আর কালো স্লিভলেস ব্লাউজ। একদম সাদামাটা সাজের মধ্যে চোখে পরবে তাঁর গলায় পরা আকর্ষণীয় চোকার

ছবি: পাওলি দামের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০২: ০৫
বিজ্ঞাপন