শীতে সোয়েটার ট্রেন্ড
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক ফ্যাশনে প্রতিবছরই সোয়েটারের ট্রেন্ডে পরিবর্তন আসে। এ বছর আন্তর্জাতিক ট্রেন্ড ও আমাদের দেশের ট্রেন্ডের ভেতর কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। যেমন পশ্চিমে এমবেলিশড ও ট্যাকটাইল টেক্সচারড সোয়েটার খুব চলছে। সেই সঙ্গে এতে যোগ হয়েছে স্কিন-ফ্ল্যাশিং।

মডেল: প্রেমা; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম
মডেল: প্রেমা; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম

অন্যদিকে আমাদের দেশে ক্ল্যাসিক স্টাইলের সোয়েটারই বেশি চলছে। এর মধ্যে আছে ক্রুনেক, পুলওভার, টার্টলনেক, মকনেক, সোয়েটার ভেস্ট। ছেলেমেয়ে সবাই শীতের স্টাইলিংয়ের জন্য এ ধরনের সোয়েটার বেছে নিচ্ছে। তবে এবার মেয়েদের ফ্যাশনে কার্ডিগান তেমন একটা দেখা যাচ্ছে না।

মডেল: আসিফ; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম
মডেল: আসিফ; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম

কয়েক বছর ধরে একরঙা সোয়েটার জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে আছে। বর্তমানে তরুণ-তরুণী উভয়ের পছন্দের তালিকায় সবার আগে আছে উজ্জ্বল রং-ব্লকিং সোয়েটার। এতে ফ্লোরাল ও জ্যামিতিক, অ্যাবস্ট্রাক্ট মোটিফ খুব চলছে। পাশাপাশি আছে নানা রকমের স্লোগান লেখা সোয়েটারও।

বিজ্ঞাপন

ছেলেদের ট্রেন্ডে ফিটেড সোয়েটার বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছে। তবে মেয়েদের ফ্যাশনে জনপ্রিয়তা পেয়েছে ওভারসাইজড, ক্রপড সোয়েটার ও ভেস্ট। যেকোনো পোশাকের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে এ ধরনের সোয়েটার। যেমন ওভারসাইজড সোয়েটার পরা যাবে টি-শার্ট বা শার্টের ওপর। নিচে বটম হিসেবে থাকতে পারে জিনস, গ্যাবার্ডিন বা লেদারের প্যান্ট বা স্কার্ট।

মডেল: জয়; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম
মডেল: জয়; পোশাক: রাইজ; মেকআপ: হাসান খান; কোরিওগ্রাফি ও স্টাইলিং: শ্রাবনী; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ; ছবি: সাইফুল ইসলাম

ক্রপ সোয়েটার চাপানো যাবে শাড়ি, কামিজ, কুর্তির ওপর। এ ছাড়া এই মৌসুমে যে দিনগুলোতে শীতের প্রকোপ একটু কম থাকবে, তখন দিনের বেলার আউটিংয়ে বাটন ডাউন ফুল স্লিভ শার্টের ওপর পরতে পারেন ক্রপ বা মিডিয়াম সাইজের ভেস্ট। এটি এখন টিকটক ও ইন্সটা ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের সোয়েটার ভেস্ট স্টাইলিং করার প্রিয় পদ্ধতি।

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৪: ৩০
বিজ্ঞাপন