কোক স্টুডিওর মঞ্চে রঙবতীর নজরকাড়া গয়না
শেয়ার করুন
ফলো করুন

আলোচিত ‘বনবিবি’ গানে জহুরা বাউলের স্বভাবসিদ্ধ সাদামাটা পোশাকের সঙ্গে পরা হাঁসুলিটি যোগ করেছে এক অন্য মাত্রা। আবার সবার মন জয় করা ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানে মিষ্টি মেয়ে সানজিদা মাহমুদ নন্দিতার মাথায় আফগানি ঘরানার হেডপিসটি না থাকলে যেন কোথায় কী বাকি রয়ে যেত। এদিকে হালে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দেওরা’ গানটিতে অংশ নেওয়া সবার পরিহিত ঝুমকাগুলো যেন গানটির মতোই সমানতালে সবার মন কাড়ছে কোক স্টুডিওর সিজন টুতে। সংগীতের সঙ্গে সঙ্গে সাজপোশাক ও সামগ্রিক অর্থে পরিবেশনার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আর ফ্যাশন-সচেতন মানুষের নজর এড়ায়নি তা।

‘বনবিবি’ গানে জহুরা বাউলের স্বভাবসিদ্ধ সাদামাটা পোশাকের সঙ্গে পরা হাঁসুলিটি যোগ করেছে এক অন্য মাত্রা
‘বনবিবি’ গানে জহুরা বাউলের স্বভাবসিদ্ধ সাদামাটা পোশাকের সঙ্গে পরা হাঁসুলিটি যোগ করেছে এক অন্য মাত্রা

কোক স্টুডিওর সাজসজ্জার পুরো দায়িত্বে রয়েছেন দেশের স্বনামধন্য রূপসদন চেইন ‘পারসোনা’-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত খান। সিজন ওয়ান থেকেই এখানে ব্যবহৃত সব গয়না রঙবতীর। ব্রাশ মেটালে ঐতিহ্যবাহী নকশা আর সৃজনশীলতার মিশেলে তৈরি প্রতিটি গয়না একেকটি গান রিলিজ হওয়ার অন্তত এক মাস আগে থেকে পরিকল্পনা করা হয়। আর গয়নাগুলোর নকশা করা হয় গানগুলোর সুর, কথা আর পরিবেশনার পুরো আমেজের বিষয় মাথায় রেখে।

বিজ্ঞাপন

কোক স্টুডিওর দ্বিতীয় সিজনে পরিবেশনার ক্ষেত্রে বাড়তি কিছু যোগ করার পরিকল্পনায় রঙবতীর গয়না বেশ ভালো সঙ্গ দিয়েছে, বলতেই হয়। বহু নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম আর সৃজনশীল ডিজাইনের বাস্তবায়নের এই আখ্যানের পেছনের গল্পটি সামনে এল রঙবতীর ডিজাইনার ও প্রতিষ্ঠাতা নাঈমা তাহসিনের সঙ্গে কথোপকথনে। বলছিলেন, তিনি ও রঙবতীর আরেক স্বত্বাধিকারী ও ডিজাইনার ফাহমিনা বিনতে ইব্রাহিম মিলে ২০১৫ সালে রঙবতী শুরু করেন। গতানুগতিক ধারার বাইরে ফিউশনধর্মী ডিজাইনের বদৌলতে ক্রেতাদের পছন্দের তালিকায় পাকাপোক্ত অবস্থান গড়ে নিয়েছেন তাঁরা।

নাঈমা তাহসিন, ডিজাইনার ও প্রতিষ্ঠাতা, রঙবতী
নাঈমা তাহসিন, ডিজাইনার ও প্রতিষ্ঠাতা, রঙবতী
ফাহমিনা বিনতে ইব্রাহিম, ডিজাইনার ও প্রতিষ্ঠাতা, রঙবতী
ফাহমিনা বিনতে ইব্রাহিম, ডিজাইনার ও প্রতিষ্ঠাতা, রঙবতী

টিমের বাকি দুই সদস্য নাদিয়া অতি ও ফারিয়া রিমু। প্রধান দুই ডিজাইনার নাঈমা ও ফাহমিনার ডিজাইনকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে এই দুজনের বিশেষ অবদান রয়েছে। কোক স্টুডিওর সব গয়নাই টিম রঙবতীর করা।

বনবিবি গানে জহুরা বাউলের সাদামাটা স্বভাবজাত সাজপোশাকের সঙ্গে গলায় ছিল এক দারুণ ডিজাইনের হাঁসুলি। গ্রামীণ সংস্কৃতির উপকরণ এ গয়নায় মাটির সুবাসের সঙ্গে সঙ্গে রয়েছে আধুনিকতার ছোঁয়া। ‘দাঁড়ালে দুয়ারে’ গানে নন্দিতার লুকটি তাঁর গানের চেয়ে কম আকর্ষণীয় নয়। আর এ ক্ষেত্রে তাঁর মাথার একদম অন্য রকম গয়নাটির ভূমিকা সবচেয়ে বেশি।

‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানে মিষ্টি মেয়ে সানজিদা মাহমুদ নন্দিতার মাথায় আফগানি ঘরানার হেডপিসটি না থাকলে যেন কোথায় কী বাকি রয়ে যেত
‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানে মিষ্টি মেয়ে সানজিদা মাহমুদ নন্দিতার মাথায় আফগানি ঘরানার হেডপিসটি না থাকলে যেন কোথায় কী বাকি রয়ে যেত

কেননা, গয়নাটির রয়েছে দুটি বিশেষত্ব। এক. গয়নাটিতে রয়েছে আমাদের দেশের সিঁথিপাটির আমেজ। দুই. আফগানি নারীদের মাথায় পরার ঐতিহ্যবাহী গয়না ‘পাকোল’-এর আদলে তৈরি। এই গয়না তৈরি করতে নাঈমা আর ফাহমিনা নিজেদের সবটুকুই দিয়েছেন। শুটিংয়ের একেবারে আগে আগে চূড়ান্ত রূপ পেয়েছে গয়নাটি। আর এখন তো তা সবার কাছে আরাধ্য হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

‘ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাঁচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল’

‘দেওরা’ গানটিতে অংশ নেওয়া সবার পরিহিত ঝুমকাগুলো যেন গানটির মতোই সমানতালে সবার মন কাড়ছে
‘দেওরা’ গানটিতে অংশ নেওয়া সবার পরিহিত ঝুমকাগুলো যেন গানটির মতোই সমানতালে সবার মন কাড়ছে

কোক স্টুডিওর সাম্প্রতিক পরিবেশনা ‘দেওরা’ যেমন ঝড় তুলেছে, তেমনি সে গানে ভাবি রূপে সাড়া জাগানো ইসলাম উদ্দীন পালাকারের সহসংগীতশিল্পীদের কানের ঝুমকাগুলো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। রঙবতীর সিগনেচার ঝুমকাগুলোতে নকশার নান্দনিকতা ও অভিনবত্ব, দুই–ই রয়েছে। আর কোক স্টুডিওর স্টাইলে মাতোয়ারা ক্রেতারাও এখন রঙবতীর এই গয়নাগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছেন বেশ।

ছবি: রঙবতী

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১৩: ৪২
বিজ্ঞাপন