প্যাস্টেল শেডের পোশাকের স্টাইলিং
শেয়ার করুন
ফলো করুন

আধুনিক মিনিমাল ফ্যাশনে অনেক বেশি প্রাধান্য পায় প্যাস্টাল শেড। কোমল এই রংগুলোতে যেহেতু প্রাকৃতিক আমেজ পাওয়া যায়, তাই স্টাইলিংয়ের সুযোগও বেশি। ফেমিনিন, ক্যাজুয়াল যেকোনো ফ্যাশনেই দিব্যি মানিয়ে যায় প্যাস্টাল শেড।

প্যাস্টাল শেড

প্যাস্টাল শেডের থাকে কম স্যাচুরেশন; যা রংগুলো করে আরও প্রশান্তিদায়ক ও ম্যাট। হালকা হলুদ, বেবি পিঙ্ক, বাদামি, নুড, আকাশি, পেস্ট, মভ, মিন্ট গ্রিন, বেবি ব্লু, পিচ, ল্যাভেন্ডার, হালকা কোরাল, বেবি ফিরোজা, হালকা ধূসর ধরনের প্যাস্টাল শেডগুলো খুব পরিচিত।

ফ্যাশনে প্যাস্টাল শেড

চিত্রকর্মে প্যাস্টাল রঙের ব্যবহার শুরু হয়েছে প্রায় ২৫০ বছর আগে। পপ কালচারে এই শেড জনপ্রিয়তা পায় ৪০ থেকে ৫০ দশকের মধ্যে। যদিও তখন ইন্টেরিয়র ডিজাইনে বেশি ব্যবহার করা হতো। তবে ফ্যাশন জগতে এই রং জনপ্রিয়তা পেয়েছে খুব বেশি আগে নয়। ৮০ থেকে ৯০ দশকে পোশাকে প্যাস্টাল শেডগুলো ব্যবহার হতে শুরু করে। যদিও ৮০-এর দশকে পুরুষদের ফ্যাশনে বেশি ব্যবহৃত হতো প্যাস্টাল শেড। বিশেষ করে জনপ্রিয় টিভি শো মিয়ামি ভাইসে প্যাস্টাল শেডের স্যুট পরতে দেখা গিয়েছিল চরিত্রদের। নরম, কোমল রংগুলোতে ‘রোমান্টিসিজম’ আমেজ থাকায় বর্তমানে তরুণদের মধ্যে জনপ্রিয়তা বেড়েছে প্যাস্টাল শেডের।

বিজ্ঞাপন

পোশাকের স্টাইলিং

কাট ও ফেব্রিক

প্যাস্টাল পোশাক স্টাইলিংয়ের আগে কাট ও ফেব্রিককে দিতে হবে বিশেষ গুরুত্ব। প্যাস্টাল রঙের পোশাকে লেইস, ফ্লোরাল ডিজাইন, ফ্রিল না থাকাই ভালো। এতে ফেব্রিকের সৌন্দর্য কম ফুটবে। তবে নিরীক্ষা পছন্দ করলে ফেব্রিক বুঝে ব্যবহার করা যায়। এ ছাড়া মনোক্রমিক স্যুট বা ডেনিমের সঙ্গে প্যাস্টাল শেডের কোরসেট পরা যায়।

মনোক্রম

প্যাস্টাল শেডের পোশাক স্টাইলিংয়ের ক্ষেত্রে মনোক্রম ফ্যাশন অনুসরণ করা যায়। যেকোনো একটি রং বাছাই করে প্রতিটি পোশাকই সেই রঙে পরতে হবে; যা হতে পারে স্প্রিং ট্রেন্ড। সিকুইনের লাইট গোলাপি ক্রপ টপ ও প্যান্ট দেবে ফ্রেশ লুক। এ ছাড়া বেবি ব্লু ওভারসাইজ শার্ট ও হাই ওয়েস্ট প্যান্ট ক্যাজুয়াল লুকের জন্য দারুণ।

প্রাকৃতিক রং ও প্যাস্টাল শেড

প্রাকৃতিক রং, যেমন সাদা ও বেজ রং প্যাস্টাল শেডের সঙ্গে দারুণ জুটি হতে পারে। প্যাস্টাল শেডের টপের সঙ্গে সাদা বা বেজ রঙের বটম স্টাইলিং করা যায়। বিশেষ করে প্যাস্টাল শেড নতুন পরা শুরু করলে এবং বেশি নিরীক্ষা না চাইলে এই রঙের মিশেল বেশ নিরাপদ। এ ছাড়া সাদা রঙের শিয়ার ফুল স্লিভ টপ ও র‌্যাফেল দেওয়া প্যাস্টাল পিঙ্ক স্কার্টের সঙ্গে গ্লাম ও ক্যাজুয়াল দুই ধরনের লুকই তৈরি করা যাবে।

বিজ্ঞাপন

দুই ধরনের প্যাস্টাল শেড

গাঢ় বা ভিন্ন রঙের মিশেল পছন্দ না করলে বেছে নেওয়া যায় দুই ধরনের প্যাস্টাল রং। কোমল ও ট্রেন্ডি লুক তৈরিতে এভাবেও স্টাইলিং করা যায়। গোলাপি ও বেগুনির প্যাস্টাল শেড মিলিয়ে পোশাক নির্বাচন করা যায়। গোলাপি স্লিভলেস টপের সঙ্গে ল্যাভেন্ডার শিফন জ্যাকেট ও প্যান্ট পরা যায়। পায়ে পরতে পারেন গোলাপি জুতা।

উজ্জ্বল রঙের সঙ্গে

ফ্যাশন নিয়ে নিরীক্ষা পছন্দ করে যারা, তাদের জন্য এই মিশেল। গাঢ় উজ্জ্বল রঙের সঙ্গে কোমল প্যাস্টাল রং মিলিয়ে অনায়াসেই তৈরি করা যায় ভিন্নধর্মী স্টাইল। গ্রিন মিন্ট ফ্রিল দেওয়া শার্টের সঙ্গে ডিপ রোজ স্কার্ট বা প্যান্ট বিপরীত রঙের দারুণ মিশেল।

ওয়ান পিস

কয়েকটি পোশাকে স্টাইলিং পছন্দ না হলে ওয়ান পিস বা একটি প্যাস্টাল রঙের পোশাকেও হবে দারুণ স্টাইলিং। গরমে তরুণীদের জন্য বেশ আরামদায়ক পোশাক হলো মিডি ড্রেস। যেকোনো অনুষ্ঠানে বা অফিসেও হালকা হলুদ, পেস্ট, কোরাল, মভ রঙের মিডি ড্রেস পরা  যায়। এতে আসবে সফট ফেমিনিন লুক। আরামের জন্য পায়ে পরে নিতে পারে প্যাস্টাল শেডের স্নিকার্স।

সূত্র: ইন স্টাইল, আর্ট শো, অ্যামিওয়াক্স, কসমোপলিটান, মিস মালিনি

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১৪: ৩৬
বিজ্ঞাপন