ফিউশন থিমে আগলভাঙা ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

এখন সময়টাই ফিউশনের। আর আগলভাঙা ফিউশন থিমের ফ্ল্যাশ রানওয়েসহ সবার সাজপোশাক এবারের আর্কা ফ্যাশন উইকে বিশেষ আকর্ষণ ছিল। প্রতিদিনের থিমের সঙ্গে মিল রেখে বৈচিত্র্যময় সাজপোশাকে নিজেদের সাজিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে থেকেই নির্বাচন করা হয় ফ্ল্যাশ রানওয়ের মডেলদেরকে। আর এমনিতেও সবাই থিমের সঙ্গে মিল রেখেই লুক বেছে নিয়েছেন আর্কায় আসতে। চলুন তবে, ফিউশন থিমের স্টাইলিশ লুকের কিছু ঝলক দেখে নিই। ছবি তুলেছেন অনিক মজুমদার

১/১৭
নানা ধরনের ব্রোচ আর স্টোনে সাজানো ব্লেজারের সঙ্গে বটমের স্টাইল সত্যিই চোখে লাগার মতো। সেফটিপিনে আটকানো স্কার্টের স্টাইল, অ্যাকসেসরিজ আর জুয়েলারিও নজড় কাড়ছে।
নানা ধরনের ব্রোচ আর স্টোনে সাজানো ব্লেজারের সঙ্গে বটমের স্টাইল সত্যিই চোখে লাগার মতো। সেফটিপিনে আটকানো স্কার্টের স্টাইল, অ্যাকসেসরিজ আর জুয়েলারিও নজড় কাড়ছে।
বিজ্ঞাপন
২/১৭
ইন্দো ওয়েস্টার্ন ফিউশন লুকে এসেছিলেন এই স্টাইলিশ ফ্যাশনিস্তা। ডেনিম অন ডেনিমের সঙ্গে ক্রপ টপ, ঝোলা ব্যাগ, হাতভর্তি অক্সিডাইসের আংটি, ঝুমকা, বোহো স্টাইলের হেয়ারস্টাইল আর কপালে স্টার নকশার টিপ। ফিউশন তো বলাই যায়।
ইন্দো ওয়েস্টার্ন ফিউশন লুকে এসেছিলেন এই স্টাইলিশ ফ্যাশনিস্তা। ডেনিম অন ডেনিমের সঙ্গে ক্রপ টপ, ঝোলা ব্যাগ, হাতভর্তি অক্সিডাইসের আংটি, ঝুমকা, বোহো স্টাইলের হেয়ারস্টাইল আর কপালে স্টার নকশার টিপ। ফিউশন তো বলাই যায়।
বিজ্ঞাপন
৩/১৭
ফিউশন থিমের পাঙ্ক ড্রেস আর অ্যাকসেসরিজে আলাদাভাবে নজর কেড়েছেন এই দুই ফ্যাশনিস্তা।
ফিউশন থিমের পাঙ্ক ড্রেস আর অ্যাকসেসরিজে আলাদাভাবে নজর কেড়েছেন এই দুই ফ্যাশনিস্তা।
৪/১৭
টাই-ডাই করা সাদা-নীল ফিউশন ড্রেসে কড়ি দিয়ে সাজানো নিরীক্ষাধর্মী টপ আর ধুতি স্টাইলের বটমটা বেশ সুন্দর।
টাই-ডাই করা সাদা-নীল ফিউশন ড্রেসে কড়ি দিয়ে সাজানো নিরীক্ষাধর্মী টপ আর ধুতি স্টাইলের বটমটা বেশ সুন্দর।
৫/১৭
আদিবাসী থিমের পোশাকে আবেদন ছড়াচ্ছেন এই তরুণ। ফিউশন করেছেন জিনসের সঙ্গে। মাথায় ফেদার হেডব্যান্ড।
আদিবাসী থিমের পোশাকে আবেদন ছড়াচ্ছেন এই তরুণ। ফিউশন করেছেন জিনসের সঙ্গে। মাথায় ফেদার হেডব্যান্ড।
৬/১৭
সাদা শার্ট, কালো ক্রপ জ্যাকেটের সঙ্গে কালো বটম পরেছেন এই তরুণ। ফিউশন স্টাইলে নজর কাড়ছে কোমড়ে বাঁধা গামছা আর গলায় পরা কড়ির নেকপিস।
সাদা শার্ট, কালো ক্রপ জ্যাকেটের সঙ্গে কালো বটম পরেছেন এই তরুণ। ফিউশন স্টাইলে নজর কাড়ছে কোমড়ে বাঁধা গামছা আর গলায় পরা কড়ির নেকপিস।
৭/১৭
ম্যান্ডেলিন কলার শার্টের ওপর টাক ইন কর্মা ব্লেজার। জুটি হয়েছে সাদা হাই ওয়েস্ট বটম। হাতে পরেছেন স্টাইলিশ চাংকি ব্রেসলেট আর ঘড়ি।
ম্যান্ডেলিন কলার শার্টের ওপর টাক ইন কর্মা ব্লেজার। জুটি হয়েছে সাদা হাই ওয়েস্ট বটম। হাতে পরেছেন স্টাইলিশ চাংকি ব্রেসলেট আর ঘড়ি।
৮/১৭
ফ্ল্যাশ রানওয়েতে ডেনিম কোরসেটের সঙ্গে শাড়ির বটমে নজর কেড়েছেন এই তরুণী। ফিউশন স্টাইলে আরও যোগ হয়েছে দুই হাতে পরা ডেনিমের স্লিভ। সঙ্গে জুয়েলারি তো আছেই।
ফ্ল্যাশ রানওয়েতে ডেনিম কোরসেটের সঙ্গে শাড়ির বটমে নজর কেড়েছেন এই তরুণী। ফিউশন স্টাইলে আরও যোগ হয়েছে দুই হাতে পরা ডেনিমের স্লিভ। সঙ্গে জুয়েলারি তো আছেই।
৯/১৭
ছেলেটির পরনে কালো টারটেল নেক সোয়েটার। লেয়ার করেছেন চেকার্ড শার্টের সঙ্গে। অন্যদিকে মেয়েটি পরেছেন কোরসেট ড্রেস।
ছেলেটির পরনে কালো টারটেল নেক সোয়েটার। লেয়ার করেছেন চেকার্ড শার্টের সঙ্গে। অন্যদিকে মেয়েটি পরেছেন কোরসেট ড্রেস।
১০/১৭
কালো টপের সঙ্গে খোঁপায় সাদা ক্রাঞ্চি ব্যান্ড পরেছেন। গোল্ডেন অক্সিডাইস জুয়েলারি আর এথনিক সাজে ফিউশন আমেজ এসেছে তাঁর লুকে।
কালো টপের সঙ্গে খোঁপায় সাদা ক্রাঞ্চি ব্যান্ড পরেছেন। গোল্ডেন অক্সিডাইস জুয়েলারি আর এথনিক সাজে ফিউশন আমেজ এসেছে তাঁর লুকে।
১১/১৭
ইন্দো ওয়েস্টার্ন ফিউশন লুকে আবেদন বাড়িয়েছে তাঁর সাজ ও জুয়েলারি।
ইন্দো ওয়েস্টার্ন ফিউশন লুকে আবেদন বাড়িয়েছে তাঁর সাজ ও জুয়েলারি।
১২/১৭
অল হোয়াইট লুকে স্টাইলিশ ছেলেটি পরেছেন টারটেল নেক টপ, ওয়েস্ট কোট আর সাদা বটম। অ্যাকসেসরিজে আবেদন কাড়ছে সাদা বিডেড নেকপিস, কোমরের একপাশে ঝোলানো ফেদার জুয়েলারি আর হাতে নেওয়া ভিনটেজ রেডিও ব্যাগ।
অল হোয়াইট লুকে স্টাইলিশ ছেলেটি পরেছেন টারটেল নেক টপ, ওয়েস্ট কোট আর সাদা বটম। অ্যাকসেসরিজে আবেদন কাড়ছে সাদা বিডেড নেকপিস, কোমরের একপাশে ঝোলানো ফেদার জুয়েলারি আর হাতে নেওয়া ভিনটেজ রেডিও ব্যাগ।
১৩/১৭
ক্রপ টপের ওপর ওভারসাইজড ব্লেজার আর বাটন ডাউন স্কার্টের স্টাইলে এক ফ্যাশনিস্তা। তাঁর লুকে নজর কাড়ছে জমকালো আমেজের ভারী চোকার, নাকে পরা সেপ্টাম রিং আর টিপ।
ক্রপ টপের ওপর ওভারসাইজড ব্লেজার আর বাটন ডাউন স্কার্টের স্টাইলে এক ফ্যাশনিস্তা। তাঁর লুকে নজর কাড়ছে জমকালো আমেজের ভারী চোকার, নাকে পরা সেপ্টাম রিং আর টিপ।
১৪/১৭
সাদা স্কার্ট ও টপের সঙ্গে কালারফুল বেল স্লিভ টপে তরুণী। কোমরে পরা স্টাইলিশ বিছা আবেদন বাড়িয়েছে লুকে। অন্যদিকে ছেলেটির পরনে কালো টি–শার্ট আর লেদারের জ্যাকেট। বটমে বেল্টের সঙ্গে লুঙ্গি ফিউশন করেছেন তিনি।
সাদা স্কার্ট ও টপের সঙ্গে কালারফুল বেল স্লিভ টপে তরুণী। কোমরে পরা স্টাইলিশ বিছা আবেদন বাড়িয়েছে লুকে। অন্যদিকে ছেলেটির পরনে কালো টি–শার্ট আর লেদারের জ্যাকেট। বটমে বেল্টের সঙ্গে লুঙ্গি ফিউশন করেছেন তিনি।
১৫/১৭
লেদার জ্যাকেট আর কার্টেল মোলেট হেয়ারস্টাইলের সঙ্গে নজর কাড়ছে এক কানে পরা স্টাইলিশ দুল।
লেদার জ্যাকেট আর কার্টেল মোলেট হেয়ারস্টাইলের সঙ্গে নজর কাড়ছে এক কানে পরা স্টাইলিশ দুল।
১৬/১৭
ফিউশন লুকে এক ফ্যাশনিস্তা দর্শনার্থী।
ফিউশন লুকে এক ফ্যাশনিস্তা দর্শনার্থী।
১৭/১৭
ফিউশন লুকে একঝাঁক জেন-জি ফ্যাশনিস্তা।
ফিউশন লুকে একঝাঁক জেন-জি ফ্যাশনিস্তা।
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০: ০০
বিজ্ঞাপন