এখন সময়টাই ফিউশনের। আর আগলভাঙা ফিউশন থিমের ফ্ল্যাশ রানওয়েসহ সবার সাজপোশাক এবারের আর্কা ফ্যাশন উইকে বিশেষ আকর্ষণ ছিল। প্রতিদিনের থিমের সঙ্গে মিল রেখে বৈচিত্র্যময় সাজপোশাকে নিজেদের সাজিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে থেকেই নির্বাচন করা হয় ফ্ল্যাশ রানওয়ের মডেলদেরকে। আর এমনিতেও সবাই থিমের সঙ্গে মিল রেখেই লুক বেছে নিয়েছেন আর্কায় আসতে। চলুন তবে, ফিউশন থিমের স্টাইলিশ লুকের কিছু ঝলক দেখে নিই। ছবি তুলেছেন অনিক মজুমদার ।