কিংবদন্তি ইতালিয়ান ডিজাইনার জর্জিও আরমানি মারা গিয়েছেন এই ৪ সেপ্টেম্বর। আসলে কিংবদন্তির কি আর মৃত্যু হয়? ৫ দশকের কর্মযজ্ঞে তিনি রেখে গিয়েছেন অসংখ্য সৃজন। আর তাঁর অনবদ্য সৃষ্টিশীলতায় মজে আছেন কয়েক প্রজন্মের হলিউড-বলিউড ডিভারা। তাঁদের রেড কার্পেট লুকে সবসময় এক অনন্য স্থান পেয়েছে সদ্যপ্রয়াত কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানির ডিজাইন করা ধ্রুপদী সব গাউন আর যুগ বদলে দেওয়া স্যুট। চলুন তবে দেখে নিই আরমানির ধ্রুপদী সব গাউন আর যুগ বদলে দেওয়া স্যুটে হলিউড-বলিউড ডিভাদের যত লুক।
ছবি: ইন্সটাগ্রাম