জর্জিও আরমানির প্রেমে যেভাবে মজে আছেন কয়েক প্রজন্মের হলিউড-বলিউড ডিভারা
শেয়ার করুন
ফলো করুন

কিংবদন্তি ইতালিয়ান ডিজাইনার জর্জিও আরমানি মারা গিয়েছেন এই ৪ সেপ্টেম্বর। আসলে কিংবদন্তির কি আর মৃত্যু হয়? ৫ দশকের কর্মযজ্ঞে তিনি রেখে গিয়েছেন অসংখ্য সৃজন। আর তাঁর অনবদ্য সৃষ্টিশীলতায় মজে আছেন কয়েক প্রজন্মের হলিউড-বলিউড ডিভারা। তাঁদের রেড কার্পেট লুকে সবসময় এক অনন্য স্থান পেয়েছে সদ্যপ্রয়াত কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানির ডিজাইন করা ধ্রুপদী সব গাউন আর যুগ বদলে দেওয়া স্যুট। চলুন তবে দেখে নিই আরমানির ধ্রুপদী সব গাউন আর যুগ বদলে দেওয়া স্যুটে হলিউড-বলিউড ডিভাদের যত লুক।

১/১৪
স্ট্র্যাপলেস, সিকুইন আর পাথরখচিত বডিকন কালো গাউনে কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট
স্ট্র্যাপলেস, সিকুইন আর পাথরখচিত বডিকন কালো গাউনে কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট
বিজ্ঞাপন
২/১৪
নব্বই সালের গোল্ডেন গ্লোবসে জুলিয়া রবার্টসের এই আরমানি স্যুটের লুক কে ভুলতে পারে?
নব্বই সালের গোল্ডেন গ্লোবসে জুলিয়া রবার্টসের এই আরমানি স্যুটের লুক কে ভুলতে পারে?
বিজ্ঞাপন
৩/১৪
এদিকে ২০২৫ সালে গোল্ডেন গ্লোবসে আরমানি স্ট্রাকচার্ড বডিসের মেটালিক সোনালি গাউনে দ্যুতি ছড়িয়েছেন ডেমি মুর
এদিকে ২০২৫ সালে গোল্ডেন গ্লোবসে আরমানি স্ট্রাকচার্ড বডিসের মেটালিক সোনালি গাউনে দ্যুতি ছড়িয়েছেন ডেমি মুর
৪/১৪
আলোচিত-সমালোচিত সাইন্টোলজি ওয়েডিং লুকে টম ক্রুজ আর কেটি হোমসকে আরমানিতেই দেখা গিয়েছে
আলোচিত-সমালোচিত সাইন্টোলজি ওয়েডিং লুকে টম ক্রুজ আর কেটি হোমসকে আরমানিতেই দেখা গিয়েছে
৫/১৪
বুলগারি কন্যা প্রিয়াঙ্কা চোপড়া আস্থা রেখেছেন বোল্ড ডিপনেক সিকুইনের কালো আরমানি গাউনে
বুলগারি কন্যা প্রিয়াঙ্কা চোপড়া আস্থা রেখেছেন বোল্ড ডিপনেক সিকুইনের কালো আরমানি গাউনে
৬/১৪
অ্যাডেলের আলাদা গ্ল্যামারে সবসময় অন্য মাত্রা আনে আরমানির কঞ্জারভেটিভ ঘরানার ড্রেস ও গাউন। এখানে তিনি পরেছেন সিকুইনের কালো ফ্লোর টাচ ফুলস্লিভ গাউন
অ্যাডেলের আলাদা গ্ল্যামারে সবসময় অন্য মাত্রা আনে আরমানির কঞ্জারভেটিভ ঘরানার ড্রেস ও গাউন। এখানে তিনি পরেছেন সিকুইনের কালো ফ্লোর টাচ ফুলস্লিভ গাউন
৭/১৪
লেডি গাগার খেয়ালিপনার সঙ্গে সমান ভাবে তাল মেলাতে পারে আরমানির সৃজন। এই ল্যাভেন্ডার অনসম্বলটি সে কথাই বলছে
লেডি গাগার খেয়ালিপনার সঙ্গে সমান ভাবে তাল মেলাতে পারে আরমানির সৃজন। এই ল্যাভেন্ডার অনসম্বলটি সে কথাই বলছে
৮/১৪
এই প্রজন্মের হার্টথ্রব জেন্ডায়ার আরমানি গাউনগুলো একেকটির থেকে আরেকটি  বেশি আবেদনময়।
এই প্রজন্মের হার্টথ্রব জেন্ডায়ার আরমানি গাউনগুলো একেকটির থেকে আরেকটি বেশি আবেদনময়।
৯/১৪
আরমানির সবচেয়ে প্রিয় মিউজ কেট ব্ল্যানশেট। এখানে তাঁর ন্যুড গাউনে আভিজাত্য ছড়াচ্ছেন তিনি
আরমানির সবচেয়ে প্রিয় মিউজ কেট ব্ল্যানশেট। এখানে তাঁর ন্যুড গাউনে আভিজাত্য ছড়াচ্ছেন তিনি
১০/১৪
৯২ সালে আরমানির এই স্মরণীয় স্যুটের লুকে অস্কারে গিয়েছিলেন জোডি ফস্টার
৯২ সালে আরমানির এই স্মরণীয় স্যুটের লুকে অস্কারে গিয়েছিলেন জোডি ফস্টার
১১/১৪
সেলেনা গোমেজের এই  কালো আর লাল গাউন ও ড্রেস তাঁর সেরা আরমানি লুকগুলোর মধ্যে আছে
সেলেনা গোমেজের এই কালো আর লাল গাউন ও ড্রেস তাঁর সেরা আরমানি লুকগুলোর মধ্যে আছে
১২/১৪
অ্যান হ্যাথাওয়ের স্ট্র্যাপ;লেস ঝিলিমিলি আরমানি গাউনে এলিগ্যান্স ঝরে পড়ছে
অ্যান হ্যাথাওয়ের স্ট্র্যাপ;লেস ঝিলিমিলি আরমানি গাউনে এলিগ্যান্স ঝরে পড়ছে
১৩/১৪
স্কার্লেট জোহানসন পরেছেন ডিপনেক বডিকন টিল স্যাটিন আরমানি গাউন
স্কার্লেট জোহানসন পরেছেন ডিপনেক বডিকন টিল স্যাটিন আরমানি গাউন
১৪/১৪
সোনাম কাপুর নিজেই এই ছবিটি শেয়ার করেছেন জর্জিও আরমানি চলে যাওয়ার পর। পরেছেন এই কিংবদন্তি ডিজাইনারের সোনালি হল্টারনেক গাউন
সোনাম কাপুর নিজেই এই ছবিটি শেয়ার করেছেন জর্জিও আরমানি চলে যাওয়ার পর। পরেছেন এই কিংবদন্তি ডিজাইনারের সোনালি হল্টারনেক গাউন

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ০৭
বিজ্ঞাপন