কানের লালগালিচায় ভারতীয় ইনফ্লুয়েন্সারদের সাজপোশাক
শেয়ার করুন
ফলো করুন

নীহারিকা এন এম

ভারতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নীহারিকা এন এম বেশ পরিচিত। কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অভিষেকে তিনি বেছে নিয়েছেন, ভারতীয় ডিজাইনার শান্তুনু ও নিখিল যুগলের তৈরি লাল গাউন। গাউন বললেও এই পোশাকের আকর্ষণীয় দিক হলো হাতাবিহীন টপ ও নিচের অংশের নজরকারা স্কার্ট।

এর সঙ্গে জুড়ে দেওয়া ওড়নার মতো সুদীর্ঘ কেপ গাউনে যোগ করেছে আলাদা আবেদন। একপলকে দেখে মনে হবে লাল গোলাপ ভাব ছড়িয়ে রয়েছে তাঁর গাউনে। এর সঙ্গে নীহারিকা পরেছেন লাল পাথরের ঝোলানো কানের দুল, হাতে স্টেটমেন্ট আংটি আর চুল এক পাশে ঢেউখেলানো সিঁথি করে রেখেছেন। আর সাজে ছিমছাম আমেজ রেখেছেন।

বিজ্ঞাপন

রুহি দোসানি

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর রুহি তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য সুপরিচিত। লিঙ্গ নিরেপেক্ষ পোশাকেই তাঁকে বেশি দেখা যায়। লালগালিচায় রুহি বেছে নিয়েছেন ভারতীয় ডিজাইনার অমিত আগারওয়ালের কালো থিডি স্ট্রাকচারড জ্যাকেট—প্যান্ট স্টাইলের পোশাক।

কালো বোতাম লাগানো শার্টের ওপরে চাপিয়ে নিয়েছেন এমব্রয়ডারি ও সিকুইনের ফুলেল মোটিফের জ্যাকেট। বটমের প্যান্টটাও ঢিলেঢালা ও নজরকাড়া। এর সঙ্গে রুহি পরেছেন কালো ফরমাল জুতা। চোখে কালো চশমা আর গয়না বলতে শুধু কানে টপ দুল, গলায় এক স্তরের নেকলেস ও হাতে আংটি। চুলে করেছেন অনেকগুলো আঁটসাঁট ফ্রেঞ্চ বেণি।

বিজ্ঞাপন

মাসুম মিনাওয়ালা

ভারতের বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ব্লগার মাসুম মিনাওয়ালা। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতিতে অনেক অনুরাগীরাই ফ্যাশন, স্টাইলিং ও ভ্রমণ টিপস পেয়ে থাকেন। কান চলচ্চিত্র উৎসবে তাঁর বেশ কয়েকটি লুকই ফ্যাশনপ্রেমীদের কাছে বেশ চর্চিত হয়েছে। প্রথম দিনের বেছে নেওয়া, পালক দেওয়া ডেনিমের আকর্ষণীয় পোশাকটি সবার নজর কেড়েছে ।

এ ছাড়া আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইনের পাথরসজ্জিত সোনালি-সবুজ পোশাকটিও ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ভারতের স্বনামধন্য ডিজাইনার যুগল ফাল্গুনি-শেন পিককের ডিজাইনের প্যাস্টেল-আকাশি স্লিভলেস গাউন।

গাউনে সংযুক্ত রাফেলসজ্জিত ১৩ ফুট লম্বা কেপ ট্রেইলই মূল আকর্ষণ। গাউনটিতে স্বরোভস্কি পাথর আর পুঁতির সূক্ষ্ম কাজ রয়েছে। এর সঙ্গে মাসুম চুলে উঁচু খোঁপা করে কানে পরেছেন ঝোলানো পাথরের দুল।

রাহি চাড্ডা

মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাহি চাড্ডা পরিচিত তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য। ইউনিসেক্স পোশাকে এ বছর কানের লালগালিচা মাত করেছেন তিনি। ফরাসি ক্লদিং ব্র্যান্ড হোমোলোগ প্যারিস থেকে বেছে নিয়েছেন ম্যাজেন্টা প্যান্টস্যুট। স্যুটের নিচের অংশই মূলত সবার নজর কেড়েছে।

মুক্তা, পাথর ও সিকুইনের নকশার নিচেই টুইল ফেব্রিকের সংযুক্ত আকর্ষণীয় স্তর আর এর নিচে বটম হিসেবে ম্যাচিং প্যান্ট। সঙ্গে পরেছেন কালো ফরমাল জুতা। পোশাকের সঙ্গে বেছে নিয়েছেন ফ্রেড জুয়েলারি থেকে হীরা ও রুবি নেকলেস। চুলের স্টাইলটাও ছিল দেখার মতো। সব মিলিয়ে লালগালিচায় রাহি ফ্যাশনবোদ্ধাদের মন জয় করে নিয়েছেন।

ডলি সিং

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী ডলি সিং লালগালিচার জন্য বেছে নিয়েছেন ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার পোশাক। মুক্তাসজ্জিত হাতাকাটা গভীর ও সাহসী গলার ক্ল্যাসিক ব্লাউজ আর বটমে পরেছেন সারং-স্কার্ট।

ব্লাউজ হ্যান্ড এমব্রয়ডারি করা, তৈরি হয়েছে ১৯৮০ সালের অনুপ্রেরণায়। সারং-স্কার্টের সঙ্গে একটি ৩ দশমিক ৫ মিটারের দীর্ঘ রাফল এনেছে নাটকীয়তা। মিনিমাল মেকআপের সঙ্গে চুল খুলে রেখেছেন তিনি। আর পায়ে পরেছেন স্বচ্ছ হিল।

অহনা মেহতা মেহরোত্রা

উদ্যোক্তা, ফ্যাশন ও লাইফস্টাইল আইকন ছাড়াও প্যারেন্টিংয়ের ক্ষেত্রে একজন সুপরিচিত প্রভাবশালী মা অহনা মেহতা মেহরোত্রা। লালগালিচায় এবারই তাঁর অভিষেক। অহনার দুটি লুক বিশেষ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের কাছে। প্রথম লুকে অহনা বেছে নেন একটি আকর্ষণীয় লাল গাউন। বডি হাগিং ফ্লোর ছোঁয়া গাউনের সামনের অংশে লাল পালকের নকশাই সবার নজর কেড়েছে।

অহনা তাঁর দ্বিতীয় লুকের জন্য বেছে নেন রাফেলসজ্জিত ম্যাজেন্টা রঙের ছোট পোশাক। এই পোশাকের সঙ্গে ভিন্ন আবেদন যোগ করেছে চোখে পরা অদ্ভুত আকৃতির সানগ্লাস।

দুই লুকের জন্যই অহনা ভরসা রেখেছেন প্যারিসভিত্তিক ডিজাইনার লেনা এরজিয়াকের তৈরি পোশাকে।

কুশা কপিলা

জনপ্রিয় কমেডি কনটেন্টের প্রভাবক হিসেবে কুশা কপিলার নাম আসবে সবার আগে। কানের লালগালিচায় তিনি বেছে নিয়েছেন ডিজাইনার রাহুল মিশ্রর কালো-সোনালি সিকুইনের গাউন। এর সঙ্গে তিনি গ্লসি ন্যুড মেকআপ করেছেন।

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৯: ২১
বিজ্ঞাপন