গ্রীন লেডি এলিজাবেথ
শেয়ার করুন
ফলো করুন

ফ্লোরিডা শুভ্রা রোজারিও

তার নাম এলিজাবেথ ইটন রোজেনথাল। পেশা ও নেশায় একজন চিত্রশিল্পী ও ফ্যাব্রিক ডিজাইনার। এলিজাবেথ সুইটহার্ট নামেও পরিচিত তিনি। কানাডায় জন্মগ্রহণ করলেও সেখানে উপযুক্ত কাজ খুঁজে না পেয়ে এলিজাবেথ চলে গিয়েছিলেন নিউইয়র্ক সিটিতে।

কানাডায় যেখানে বেড়ে উঠেছিলেন, সেখানকার চারপাশে সবুজ আর সবুজ ছিল। কিন্তু নিউইয়র্কে আসার পর ফেলে আসা প্রকৃতিকে মিস করতে শুরু করেন তিনি। তখন নিজের হাতের নখে সবুজ রঙের নেইলপলিশ পরা শুরু করেন। আর এই রঙের প্রভাব আস্তে আস্তে এলিজাবেথের যাপিত জীবনের প্রতিটি কোনায় ছড়িয়ে যায়।

বিজ্ঞাপন

ছোটবেলায় এলিজাবেথকে তাঁর দাদি ছবি আঁকা এবং পোশাক তৈরি করতে শিখিয়েছিলেন। সবুজ রঙের প্রতি বিশেষ ভালোবাসার জন্য ‘গ্রিন লেডি’ নামেও সুপরিচিত এই বৃদ্ধা।

২০০০ সাল থেকে তিনি সবুজ রংকে লাইফস্টাইলের সঙ্গে জড়িয়ে নেন। ২৩ বছর ধরে তাঁর মাথা থেকে পা পর্যন্ত সবকিছুতেই রয়েছে সবুজের আধিক্য। তিনি বিশ্বাস করেন, সবুজ একটি ইতিবাচক রং, যেটা তাঁকে খুশি রাখে।

বিজ্ঞাপন

এলিজাবেথের বাড়ির দরজা, অলংকরণ, সিঁড়ি সবকিছুতেই এই রঙের ছোঁয়া চোখে পড়বে। এমনকি রান্নাঘরটাও সবুজরঙা। ক্যাবিনেট থেকে শুরু করে সবুজ আবর্জনা ফেলার ডাস্টবিন, থালাবাসন, কাটিং বোর্ড, সসপ্যান, কফির কাপ, সিঙ্কে রাখা স্পঞ্জগুলোও সবুজ রঙের।

তিনি এতটাই সবুজ পাগল যে পোষ্য কুকুরের চুলের রংও সবুজ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ছেলে সেটা করতে দেয়নি। এলিজাবেথের কথায়, সবুজ থিমটি কেবল মজা বা কোনো খেলার জন্য নয়, এই রং তাঁকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে সহায়তা করে।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১১: ২৬
বিজ্ঞাপন