নীল জিন্স আর সাদা শার্টে নিমেষেই স্মার্ট লুক
শেয়ার করুন
ফলো করুন

বলা হয়ে থাকে ব্লু জিন্স। আদি এবং অকৃত্রিম। এর জনপ্রিয়তা আজও অমলিন। এর সঙ্গে সাদা শার্ট বা টি-শার্ট যোগ হয়ে তেরি হয়েছে এক অবিচ্ছেদ্য জুটি। ফ্যাশনে এই কম্বো সব সময়েই সমকালীন।

জিন্সের সঙ্গে হোয়াইট টি-শার্ট কিংবা শার্টের স্টাইলটিও সমান জনপ্রিয়
জিন্সের সঙ্গে হোয়াইট টি-শার্ট কিংবা শার্টের স্টাইলটিও সমান জনপ্রিয়
মডেল: মাহেলিকা ও প্রিন্স; ছবি: সাইফুল ইসলাম

হালের সেরা স্টাইলিশ খেতাবপ্রাপ্ত মডেল থেকে অভিনয়শিল্পী, ফুটবলার থেকে কণ্ঠশিল্পী সবাই পরেছেন এই ব্লু জিন্স এবং হোয়াইট শার্ট। বর্তমান বিশ্বের সব দেশের তরুণ-তরুণীর নিত্যদিনের পছন্দের তালিকায় জিন্স আছে সবার ঊর্ধ্বে। আর এই জনপ্রিয়তা জিন্স ধরে রেখেছে প্রায় ছয় দশকের বেশি সময়। জিন্সের সঙ্গে হোয়াইট টি-শার্ট কিংবা শার্টের স্টাইলটিও সমান জনপ্রিয় হলিউড থেকে টলিউডে।

বিজ্ঞাপন

কেন এই জনপ্রিয়তা এবং কোথায় এর সূত্রপাত সেটা জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে পঞ্চাশের দশকে। মার্কিন অভিনেতা জেমস ডিন ১৯৫০ সালে তার রেবেল ‘উইদাউট আ কজ’ সিনেমাতে প্রথম ব্লু জিন্স এবং হোয়াইট টি-শার্ট পরেছিলেন। রাতারাতি পোশাকটি তখন বিশ্বুজড়ে তারুণ্যের প্রতীক হয়ে দাঁড়ায়। ঠিক তার পরের দশকে ১৯৬১ সনে মেরিলিন মনরোকে ‘মিসফিটস’ সিনেমাতে দেখা যায় হাই ওয়েস্ট ব্লু জিন্সের সঙ্গে সাদা শার্টে এবং নারীদের মধ্যেও তখন থেকে তুমুল জনপ্রিয়তা পায় কম্বিনেশনটি। আমেরিকান ফ্যাশন পত্রিকা হারপার’স বাজারের মতে, ব্লু জিন্স এবং হোয়াইট শার্ট কম্বিনেশন সব সময়ই হালের ফ্যাশনে থাকবে।

সহজলভ্যতা এবং সহজে পরার সুবিধার জন্যও কম্বিনেশনটি পুরো বিশ্বে ব্যাপক প্রসার পেয়েছে
সহজলভ্যতা এবং সহজে পরার সুবিধার জন্যও কম্বিনেশনটি পুরো বিশ্বে ব্যাপক প্রসার পেয়েছে
মডেল: মাহেলিকা ; ছবি: সাইফুল ইসলাম

এটা একদিক থেকে যেমন ক্লাসিক, অন্যদিকে সৌন্দর্যময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। তবে সহজলভ্যতা এবং সহজে পরার সুবিধার জন্যও কম্বিনেশনটি পুরো বিশ্বে ব্যাপক প্রসার পেয়েছে। বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন স্টাইলিস্ট মাহমুদুল হাসান মুকুল বলেন, ‘এই কম্বিনেশনের সঙ্গে ছেলেদের ফর্মাল শু, স্নিকারস থেকে বুটস এবং মেয়েদের হিলস থেকে ফ্ল্যাটস সব রকমের জুতা অনায়াসে পরা যায়, কোনোভাবেই তা বেমামান লাগবে না।’

বিজ্ঞাপন

রক গানের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম বব মার্লিকেও প্রায়শই দেখা যেত ব্লু জিন্স এবং হোয়াইট টি-শার্টে। তাঁর অনুসারী তো বটেই তথা সমগ্র পৃথিবীতেই তারুণ্য ও বিদ্রোহের প্রতীক দ্রুত হয়ে ওঠে পোশাকটি। এ ছাড়া ২০১২ সালে বিখ্যাত আমেরিকান সংগীতশিল্পী লানা ডেল রে ‘ব্লু জিন্স হোয়াইট শার্ট’ শিরোনামের গানটিও তুমুল শ্রোতাপ্রিয় হয়েছিল।

একদিক থেকে যেমন ক্লাসিক, অন্যদিকে সৌন্দর্যময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়
একদিক থেকে যেমন ক্লাসিক, অন্যদিকে সৌন্দর্যময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়
মডেল: প্রিন্স; ছবি: সাইফুল ইসলাম

আন্তর্জাতিক ফ্যাশন জগতে জিন্স তথা ব্লু জিন্স, হোয়াইট শার্টের জন্য রালফ লরেনের নাম সবার আগে থাকবে নিঃসন্দেহে। তবে শুধু জিন্সের জন্য লিভাইস, ডিজেল, র‍্যাংলারের জনপ্রিয়তা সবার শীর্ষে। দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে তানজিম, এক্সট্যাসি, ইয়োলো, সেইলর, লা রিভ, জেন্টল পার্ক, ফ্রিল্যান্ডের জিন্সকে প্রাধান্য দেয় ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা। এ ছাড়া একটু বাজেটের মধ্যে অনন্যা সুপার মার্কেট কিংবা নিউমার্কেটেও পেয়ে যাবেন আপনার পছন্দের জিন্স এবং হোয়াইট শার্ট।
তবে হ্যাঁ দেখার চোখ আর ভাগ্য এক হলে রাস্তার ধারের ভ্যান থেকে পেলেও পেতে পারেন যে কোন নামি ব্র্যান্ডের জিন্স।

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৩: ৩০
বিজ্ঞাপন