আগামী ৫ মে নিউইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। ফ্যাশন অনুরাগীদের কাছে প্রতিবছর মে মাসের এই প্রথম সোমবার যেন বিশেষ কিছু। এই ইভেন্টের জন্য বিশ্বের ফ্যাশন অনুরাগীরা সারা বছর অপেক্ষায় থাকেন। প্রতিবছরই অসাধারণ সব থিমভিত্তিক সাজপোশাকে উপস্থিত হন নামী তারকা ও ফ্যাশন আইকনরা। আয়োজনে কে কোন পোশাক পরলেন, তা নিয়ে ফ্যাশনবোদ্ধাদের মধ্যেও সারা বছর; এমনকি বছরের পর বছর চলতে থাকে আলোচনা। তবে আজকের আয়োজন মেট গালার সর্বকালের সেরা কিছু লুক নিয়ে। চলুন ছবির গল্পে লুকের আদ্যোপান্ত দেখে আসি।
ছবি: ইন্সটাগ্রাম