ফিরে দেখা মেট গালা : যেসব আইকনিক লুকে চোখ ধাঁধিয়েছিলেন লেডি ডায়ানা, নাওমি ক্যাম্পবেল, বেলা হাদিদ
শেয়ার করুন
ফলো করুন

আগামী ৫ মে নিউইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। ফ্যাশন অনুরাগীদের কাছে প্রতিবছর মে মাসের এই প্রথম সোমবার যেন বিশেষ কিছু। এই ইভেন্টের জন্য বিশ্বের ফ্যাশন অনুরাগীরা সারা বছর অপেক্ষায় থাকেন। প্রতিবছরই অসাধারণ সব থিমভিত্তিক সাজপোশাকে উপস্থিত হন নামী তারকা ও ফ্যাশন আইকনরা। আয়োজনে কে কোন পোশাক পরলেন, তা নিয়ে ফ্যাশনবোদ্ধাদের মধ্যেও সারা বছর; এমনকি বছরের পর বছর চলতে থাকে আলোচনা। তবে আজকের আয়োজন মেট গালার সর্বকালের সেরা কিছু লুক নিয়ে। চলুন ছবির গল্পে লুকের আদ্যোপান্ত দেখে আসি।

১/১৩
মেট গালা ২০২৩–এর আয়োজনে অন্যতম কো-চেয়ার ছিলেন পপ তারকা ডুয়া লিপা। তিনি বেছে নিয়েছিলেন কার্ল লাগারফেল্ডের ডিজাইন করা গর্জিয়াস বল গাউন। ভিনটেজ গাউনটি শ্যানেলের শরৎ/শীত ১৯৯২ সংগ্রহ থেকে নেওয়া। সঙ্গে পরেছেন টিফানি অ্যান্ড কোংয়ের ২০০ ক্যারেট ওজনের হীরার নেকলেস।
মেট গালা ২০২৩–এর আয়োজনে অন্যতম কো-চেয়ার ছিলেন পপ তারকা ডুয়া লিপা। তিনি বেছে নিয়েছিলেন কার্ল লাগারফেল্ডের ডিজাইন করা গর্জিয়াস বল গাউন। ভিনটেজ গাউনটি শ্যানেলের শরৎ/শীত ১৯৯২ সংগ্রহ থেকে নেওয়া। সঙ্গে পরেছেন টিফানি অ্যান্ড কোংয়ের ২০০ ক্যারেট ওজনের হীরার নেকলেস।
বিজ্ঞাপন
২/১৩
প্রিন্সেস ডায়ানাও একবার এসেছিলেন মেট গালায়। ১৯৯৬ সালে। সে সময় ফ্যাশন ট্রেন্ডে স্লিপ ড্রেসের রাজত্ব চলছিল বেশ দাপটের সঙ্গে। তিনি কালো লেসের নেভি ব্লু স্লিপ ড্রেসে হাজির হয়েছিলেন। সঙ্গে পরেছিলেন স্যাফায়ার ও মুক্তার চোকার ও কানের দুল। তাঁর এই আইকনিক পোশাক ডিজাইন করেছিলেন সে সময়ের ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জন গালিয়ানো।
প্রিন্সেস ডায়ানাও একবার এসেছিলেন মেট গালায়। ১৯৯৬ সালে। সে সময় ফ্যাশন ট্রেন্ডে স্লিপ ড্রেসের রাজত্ব চলছিল বেশ দাপটের সঙ্গে। তিনি কালো লেসের নেভি ব্লু স্লিপ ড্রেসে হাজির হয়েছিলেন। সঙ্গে পরেছিলেন স্যাফায়ার ও মুক্তার চোকার ও কানের দুল। তাঁর এই আইকনিক পোশাক ডিজাইন করেছিলেন সে সময়ের ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জন গালিয়ানো।
বিজ্ঞাপন
৩/১৩
মিউজিক, ফ্যাশন ও বিউটি মোগল রিয়ানা। ২০১৫ সালে তিনি যে গাউন পরেছিলেন, ফ্যাশন সমালোচকদের মতে, সেটি নাকি মেট গালার ইতিহাসের অন্যতম সুন্দর পোশাক। সে সময় মেট গালার থিম ছিল ‘চায়না: থ্রু দ্য লুকিং গ্লাস’। রিয়ানা ইন্টারনেট ঘেঁটে গুয়োঁ পেই নামের এক চাইনিজ ফ্যাশন ডিজাইনারের খোঁজ পান। পরে সেই ডিজাইনারের তৈরি হলুদ লম্বা ট্রেনের পোশাক পরেন তিনি। রোব স্টাইলের পোশাকের আনাচকানাচে ঐতিহ্যবাহী চৈনিক সুচকর্ম দিয়ে ভরা।
মিউজিক, ফ্যাশন ও বিউটি মোগল রিয়ানা। ২০১৫ সালে তিনি যে গাউন পরেছিলেন, ফ্যাশন সমালোচকদের মতে, সেটি নাকি মেট গালার ইতিহাসের অন্যতম সুন্দর পোশাক। সে সময় মেট গালার থিম ছিল ‘চায়না: থ্রু দ্য লুকিং গ্লাস’। রিয়ানা ইন্টারনেট ঘেঁটে গুয়োঁ পেই নামের এক চাইনিজ ফ্যাশন ডিজাইনারের খোঁজ পান। পরে সেই ডিজাইনারের তৈরি হলুদ লম্বা ট্রেনের পোশাক পরেন তিনি। রোব স্টাইলের পোশাকের আনাচকানাচে ঐতিহ্যবাহী চৈনিক সুচকর্ম দিয়ে ভরা।
৪/১৩
স্টাইলিশ তারকা অ্যান ২০২৩ সালের মেট গালায় পরেছিলেন আটেলিয়ের ভারসাচের টুইড গাউন। এই গাউনের মাধ্যমে ডিজাইনার দোনাতেলা ভারসাচে একই সঙ্গে শ্যানেল ও ভারসাচেকে একসুতায় গেঁথেছেন। দুটি ফ্যাশন হাউসের চারটি সিগনেচার ডিজাইন তুলে ধরা হয়েছে পোশাকটিতে। শ্যানেলের টুইড, মুক্তা, ক্যামেলিয়া এবং অপরটি ভারসাচের সেফটিপিন। হ্যাথওয়ে অনুষঙ্গ হিসেবে পরেছেন টুইডের ম্যাচিং কেপ, গ্লাভস, সাদা প্ল্যাটফর্ম পাম্প ও বুলগারির হীরের চোকার। ফ্যাশন সমালোচকদের মতে, এটিই হ্যাথওয়ের সেরা রেড কার্পেট লুক।
স্টাইলিশ তারকা অ্যান ২০২৩ সালের মেট গালায় পরেছিলেন আটেলিয়ের ভারসাচের টুইড গাউন। এই গাউনের মাধ্যমে ডিজাইনার দোনাতেলা ভারসাচে একই সঙ্গে শ্যানেল ও ভারসাচেকে একসুতায় গেঁথেছেন। দুটি ফ্যাশন হাউসের চারটি সিগনেচার ডিজাইন তুলে ধরা হয়েছে পোশাকটিতে। শ্যানেলের টুইড, মুক্তা, ক্যামেলিয়া এবং অপরটি ভারসাচের সেফটিপিন। হ্যাথওয়ে অনুষঙ্গ হিসেবে পরেছেন টুইডের ম্যাচিং কেপ, গ্লাভস, সাদা প্ল্যাটফর্ম পাম্প ও বুলগারির হীরের চোকার। ফ্যাশন সমালোচকদের মতে, এটিই হ্যাথওয়ের সেরা রেড কার্পেট লুক।
৫/১৩
২০০৬ সালের মেট গালায় ভিক্টোরিয়া বেকহ্যাম। সে সময় তিনি পরেছিলেন সুইটহার্ট নেকলাইনের স্ট্র্যাপলেস লাল গাউন।
২০০৬ সালের মেট গালায় ভিক্টোরিয়া বেকহ্যাম। সে সময় তিনি পরেছিলেন সুইটহার্ট নেকলাইনের স্ট্র্যাপলেস লাল গাউন।
৬/১৩
নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা গাউনে ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। আইভরি রঙের টুইল আর সাটিন কাপড়ের স্লিভলেস বল গাউনটিতে রয়েছে হাতে বসানো এক লাখ মুক্তার কারুকাজ। ২০২৩ সালের মেট গালায় আলিয়ার এই আউটফিট বেশ জনপ্রিয়তা পায়।
নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা গাউনে ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। আইভরি রঙের টুইল আর সাটিন কাপড়ের স্লিভলেস বল গাউনটিতে রয়েছে হাতে বসানো এক লাখ মুক্তার কারুকাজ। ২০২৩ সালের মেট গালায় আলিয়ার এই আউটফিট বেশ জনপ্রিয়তা পায়।
৭/১৩
সুপার মডেল বেলা হাদিদ ২০২২ সালের মেট গালার রেড কার্পেট মাতিয়েছিলেন অল ব্ল্যাক লুকে। কোরসেট স্টাইলের ফিউশন ড্রেসের সঙ্গে গ্লাভস পরেছেন তিনি।
সুপার মডেল বেলা হাদিদ ২০২২ সালের মেট গালার রেড কার্পেট মাতিয়েছিলেন অল ব্ল্যাক লুকে। কোরসেট স্টাইলের ফিউশন ড্রেসের সঙ্গে গ্লাভস পরেছেন তিনি।
৮/১৩
সুপারমডেল নাওমি ক্যাম্পবেল লাগারফেল্ডের সময় শ্যানেলের মডেল হয়ে অনেক কাজ করেছেন। তিনি ছিলেন লাগারফেল্ডের অন্যতম প্রিয় মিউজ। ২০২৩ সালের মেট গালায় তিনি পরেছিলেন শাড়িপ্রাণিত গোলাপি গাউন। পুরো গাউনে রুপালি চুমকির এমবেলিশমেন্ট করা। গাউনের সঙ্গে মিলিয়ে পরেছিলেন স্পার্কিং কাফ ব্রেসলেট, কানের দুল ও হিল।
সুপারমডেল নাওমি ক্যাম্পবেল লাগারফেল্ডের সময় শ্যানেলের মডেল হয়ে অনেক কাজ করেছেন। তিনি ছিলেন লাগারফেল্ডের অন্যতম প্রিয় মিউজ। ২০২৩ সালের মেট গালায় তিনি পরেছিলেন শাড়িপ্রাণিত গোলাপি গাউন। পুরো গাউনে রুপালি চুমকির এমবেলিশমেন্ট করা। গাউনের সঙ্গে মিলিয়ে পরেছিলেন স্পার্কিং কাফ ব্রেসলেট, কানের দুল ও হিল।
৯/১৩
২০২৪ সালের মেট গালায় দ্বিতীয়বারের মতো আলিয়া ভাট আরেকটি নজরকাড়া পোশাকে হাজির হয়েছিলেন। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা প্যাস্টেল শেডের মিন্ট গ্রিন শাড়ি পরেছেন আলিয়া। এতে এমবেলিশমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন। আর এর সঙ্গে থাকা ব্লাউজ তৈরি হয়েছে পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়িটির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ২৩ ফুট লম্বা ট্রেন।
২০২৪ সালের মেট গালায় দ্বিতীয়বারের মতো আলিয়া ভাট আরেকটি নজরকাড়া পোশাকে হাজির হয়েছিলেন। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা প্যাস্টেল শেডের মিন্ট গ্রিন শাড়ি পরেছেন আলিয়া। এতে এমবেলিশমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন। আর এর সঙ্গে থাকা ব্লাউজ তৈরি হয়েছে পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়িটির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ২৩ ফুট লম্বা ট্রেন।
১০/১৩
২০১৯ সালের মেট গালায় জেনিফার লোপেজের এই লুক সবার নজর কাড়ে। তিনি পরেছিলেন ভারসাচের পোশাক।
২০১৯ সালের মেট গালায় জেনিফার লোপেজের এই লুক সবার নজর কাড়ে। তিনি পরেছিলেন ভারসাচের পোশাক।
১১/১৩
জেন্ডায়ার স্ট্রাকচার্ড মারজিয়ালা গাউন, গাঢ় লিপকালার আর চোখের সাজে আরও নাটকীয়তা যোগ করেছে মাথার বনেত ক্যাপ। ২০২৪ সালের মেট গালা লুক এটা তাঁর।
জেন্ডায়ার স্ট্রাকচার্ড মারজিয়ালা গাউন, গাঢ় লিপকালার আর চোখের সাজে আরও নাটকীয়তা যোগ করেছে মাথার বনেত ক্যাপ। ২০২৪ সালের মেট গালা লুক এটা তাঁর।
১২/১৩
হীরার মতো চকচকে প্রায় ছয় হাজারের বেশি রাইনস্টোন-খচিত শিয়ার গাউন পরেছেন কিম কার্ডাশিয়ান। বডি হাগিং নেকেড ড্রেসটি আসলে মেরিলিন মনরোর। ২০২২ মেট গালার জন্য রিপলিস মিউজিয়াম থেকে গাউনটি সংগ্রহ করেন কিম। মনরোর পর তিনিই একমাত্র, যিনি এই পোশাক পরেছেন। শুধু তা–ই নয়, কিম তাঁর মেট গালা লুকের অংশ হিসেবে নিজের চুল ব্লন্ড ডাই করেন।
হীরার মতো চকচকে প্রায় ছয় হাজারের বেশি রাইনস্টোন-খচিত শিয়ার গাউন পরেছেন কিম কার্ডাশিয়ান। বডি হাগিং নেকেড ড্রেসটি আসলে মেরিলিন মনরোর। ২০২২ মেট গালার জন্য রিপলিস মিউজিয়াম থেকে গাউনটি সংগ্রহ করেন কিম। মনরোর পর তিনিই একমাত্র, যিনি এই পোশাক পরেছেন। শুধু তা–ই নয়, কিম তাঁর মেট গালা লুকের অংশ হিসেবে নিজের চুল ব্লন্ড ডাই করেন।
১৩/১৩
গেল বছর মেট গালায় জনপ্রিয় মডেল কেন্ডল জেনার পরেছিলেন ২৫-২৬ বছর আগে তৈরি করা পোশাক। কালো ও ন্যুড বডি হাগিং ড্রেসটির পুরোটাজুড়ে পুঁতি ও চুমকির কাজ করা। কোমরের কাছে আছে ভি-আকারের কাট আউট। স্পার্কলি স্পাইক কলার কারুকার্য ড্রেসটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে এমবেলিশমেন্ট হিসেবে আছে গোল্ড ফ্রিঞ্জ।
গেল বছর মেট গালায় জনপ্রিয় মডেল কেন্ডল জেনার পরেছিলেন ২৫-২৬ বছর আগে তৈরি করা পোশাক। কালো ও ন্যুড বডি হাগিং ড্রেসটির পুরোটাজুড়ে পুঁতি ও চুমকির কাজ করা। কোমরের কাছে আছে ভি-আকারের কাট আউট। স্পার্কলি স্পাইক কলার কারুকার্য ড্রেসটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে এমবেলিশমেন্ট হিসেবে আছে গোল্ড ফ্রিঞ্জ।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন