নাদিমা জাহান
এবারের মেট গালার আসরে কার্ল লাগারফেল্ডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের থিম ঠিক করা হয়েছে আগেই। সুবিখ্যাত আর সবচেয়ে পুরোনো ফ্রেঞ্চ ফ্যাশন হাউস শ্যানেলের প্রাণপুরুষ ছিলেন এই জার্মান ফ্যাশনগুরু ১৯৮৩ সাল থেকে। আর শ্যানেল যাঁর হাত ধরে শুরু, সেই কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের সবচেয়ে প্রিয় ছিল এই ক্যামেলিয়া ফুল।
দিওরের গোলাপের মতো শ্যানেলের ক্যামেলিয়া এখন এই ফ্যাশন হাউসের প্রতীকরূপে বিবেচিত হয়। আর কার্ল লাগারফেল্ড যেন কোকো শ্যানেলের এই প্রিয় ফুলকে নিজের ডিজাইনের অনুপ্রেরণা বানিয়ে নিয়েছিলেন একপর্যায়ে। কাজের শুরুতেই শ্যানেলের ১৯৮৪ সালের কতুর কালেকশনে তিনি হ্যাট আর মাথার অন্যান্য অনুষঙ্গে ক্যামেলিয়া ফুলের নকশা ব্যবহার করেছেন।
কৃত্রিম ফুলের এমবেলিশমেন্টও ছিল সেখানে। এখনো শ্যানেলের লাক্সারি গয়নার সংগ্রহে ক্যামেলিয়া প্যাটার্ন থাকে। শ্যানেলের সুগন্ধিতেও প্রায়ই মেলে বিভিন্ন টোনের ক্যামেলিয়ার সৌরভ। শ্যানেল আর কার্ল লাগারফেল্ডের প্রিয় এ ফুলের নকশা তাই অনেকেই বেছে নিয়েছেন এবার মেট গালার সাজপোশাকে।
রিয়ানার করসেট ধাঁচের বৈচিত্র্যময় পোশাকটি যেন একেবারেই বাগান থেকে তুলে আনা সদ্য ফোটা ক্যামেলিয়া। ভ্যালেন্তিনো অত কতুর সংগ্রহের এই বিশেষ পোশাকে ক্যাপ প্যাটার্নে পুরো ফুলটির রূপ ফুটে উঠেছে। অ্যান হ্যাথওয়ের ভারসাচ্চি গাউনের বুকের অংশেও ক্যামেলিয়া ফুটেছে যেন। আরও অন্য অনেক তারকার পোশাকে বা অনুষঙ্গে ক্যামেলিয়ার রূপ দেখা গেল এই বর্ণাঢ্য সন্ধ্যায়।
ছবি: রয়টার্স, এএফপি ও ইন্সটাগ্রাম