বহুজাতিক ব্র্যান্ড বাটায় মেয়েদের সংগ্রহে সবচেয়ে বেশি চলছে বেশ কয়েকটি ডিজাইন। এর মধ্যে আছে রেড লেভেলের পার্টি ওয়্যার, কমফিটের রেগুলার ওয়্যার, লাইট অ্যান্ড ইজির রেগুলার ওয়্যার, নর্থ স্টারের ওয়াকিং শু ইত্যাদি। এই এলাকার একাধিক আউটলেটে কথা বলে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে। এ ছাড়া নানা লেবেলে নানা ধরনের জুতাও আছে। কমফিটের দাম ১ হাজার ১৯৯ থেকে ২ হাজার ৯৯৯ টাকা। পার্টি ওয়্যারগুলোর দাম পড়বে ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ৬৯৯ টাকা। মেয়েদের জুতায় এবার বেশি চলছে অফহোয়াইট এবং কালো।
দেশের শীর্ষ ব্র্যান্ড এপেক্সের হিল জুতা সব বয়সী মেয়েদের বরাবরের পছন্দ। সাব-ব্র্যান্ড মোচিতে সবচেয়ে বেশি চাহিদা ভ্যালভেট লেদারের ব্লক হিল। লাল, নীল এবং বাদামি রঙের এই জুতাটি কিনতে হলে গুনতে হবে ২ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া যাঁরা পেনসিল হিল পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁদের জন্য এক্সক্লুসিভ কালেকশনও রয়েছে। বেশ কিছু জুতায় ভ্যালু অ্যাড করা হয়েছে এমব্রয়ডারি, নানা ধরনের পুঁথি ও স্টোনের কাজে। এসব জুতায় হিল রয়েছে দেড় থেকে সাড়ে ৪ ইঞ্চি।
ওরিয়নের ব্লক হিল এবং স্লিপারের চাহিদা তুঙ্গে। ব্লক হিলের দাম ২ হাজার ২৯০ টাকা। অন্যদিকে বের উঁচু পাম শু এবং সেমি ওয়েজ হিলই চলছে বেশ। দাম ৮৯০ থেকে ২৯৯০ টাকা।
ছেলেরা সবচেয়ে বেশি কিনছে মেনজ সামার। অর্থাৎ স্লিপার। দাম ৫৯৯ থেকে ৩ হাজার ৬৯৯ টাকা। এ ছাড়া ক্যাজুয়াল শু বেছে নিচ্ছেন অনেকেই।
এপেক্সে এবার বেশি বিক্রি হচ্ছে হাফ শু, স্যান্ডেল শু, স্লিপার এবং ক্যাজুয়াল শু। হাফ শুর দাম ২ হাজার ৪৯০ থেকে ৪ হাজার ৯৯০ টাকা। মেনস সামার স্লিপার কিনতে হলে দাম গুনতে হবে ৫৯৯ থেকে ৩ হাজার ৬৯৯ টাকা। ক্যাজুয়াল শুর রেঞ্জ ১ হাজার ৩৯৯ থেকে ৪ হাজার ৯৯৯ টাকা। রেয়ার কালেকশনে ছেলেদের জন্য হরিণের চামড়ার তৈরি লোফার রয়েছে। দাম ১৫ হাজার টাকা।
ওরিয়ন থেকে ছেলেরা বেছে নিচ্ছে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য সেমি ফরমাল শু এবং স্যান্ডেল। এ ছাড়াও রয়েছে হাইনেক বুট।
নাগরা এবং দুই ফিতার স্যান্ডেলও এবার ঈদে বেশ বিক্রি হচ্ছে বে-তে। এ ছাড়াও রয়েছে লোফার এবং কেডস কাম শু। লোফারের দাম ১ হাজার ৭৯০ থেকে ২ হাজার ৯৯০ টাকা। আর কেডস কাম শুর দাম ২ হাজার ২৯০।
ঈদে বাটার জাস্টিস লিগের ‘সুপারহিরো কালেকশনে জুতা বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি জুতার নাম হলো বাবল লাইট। জুতায় রয়েছে উন্নত প্রযুক্তির ব্যবহার। একবার চার্জ দিলে থাকবে ৭২ দিন। জুতার সামনের বেল্টে আছে এলইডি লাইট। চাইলে নিজের নামও লেখা যাবে সেখানে। মোবাইলে প্লে স্টোরে একটি অ্যাপ ডাউনলোড করে, জুতার সঙ্গে দেওয়া একটি কোড স্ক্যান করলেই এই সুবিধাগুলো পাওয়া যাবে। বাচ্চাদের এই জুতার দাম পড়বে ২ হাজার ৯৯৯ টাকা। বাচ্চাদের জুতার মধ্যে আরও আছে স্পোর্টস শু, খোলা জুতা। গোলাপি, নীল, লাল এই রংগুলোই ছোটদের পছন্দের। সেভাবেই সাজানো হয়েছে এবারের ঈদ সংগ্রহ।
এপেক্সে বেশি প্রাধান্য পাচ্ছে ছেলেদের স্যান্ডেল শু এবং মেয়েদের পাম শু। দাম ৮৯০ থেকে ২ হাজার ৭৯০ টাকা পর্যন্ত।
অন্যদিকে ওরিয়ন এবং বেতে ঘুরে দেখা গেল বাচ্চাদের জুতার কালেকশন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম।
ছবি: লেখক