মহালয়া, পাখ-পাখালি আর ফুলেল থিমে সরলা-র বৈচিত্র্যময় শারদসমগ্র
শেয়ার করুন
ফলো করুন

যেকোনো উৎসবের মতো এবারও দুর্গোৎসব উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ড সরলা নান্দনিক পোশাকের সম্ভার সাজিয়েছে উৎসবপ্রিয় ফ্যাশনিস্তাদের জন্য। অনলাইনভিত্তিক এই দেশীয় ফ্যাশন উদ্যোগে শারদসমগ্রে গুরুত্ব পেয়েছে পূজার থিমের সঙ্গে সর্বজনীন নকশাও।

শাড়ি ছাড়া্‌ও  আছে কুর্তি
শাড়ি ছাড়া্‌ও আছে কুর্তি

পোশাকে রঙের ব্যবহারকেও বেশ গুরুত্ব দিয়েছে সরলা। এই আবহাওয়ায় দিনে হালকা রং আরামদায়ক। আর পূজার পাঁচ দিন রাতেই প্যান্ডেলে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা ও খাওয়াদাওয়া জমে। তখন জমকালো আর গাঢ় রঙের পোশাকই মানানসই। দিন-রাতে রঙের এই চাহিদার কথা ভেবে সাজানো হয়েছে সরলার শারদের সংগ্রহ, বলেছেন সরলার স্বত্বাধিকারী মানসুরা স্পৃহা।

বিজ্ঞাপন

মহালয়ার ভোরে দেবীর ‘স্তোত্র’ বা মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি। অল ইন্ডিয়া রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর’ শুনেই বাঙালির পূজার আয়োজন শুরু হয়। এরপরই শোনা যায় ‘বাজলো তোমার আলোর বেণু’, যা আজও আপামর বাঙালির কাছে নস্টালজিয়া। ইউটিউব আর অনলাইন মিউজিক অ্যাপের আধিপত্যের এ সময়ে মহালয়ার দিনে রেডিওর সঙ্গে সেই স্মৃতিকে তুলে ধরতেই এই শাড়িতে উঠে এসেছে রেডিও আর

রেডিওতে মহালয়ার নস্টালজিয়া ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজের শাড়িতে
রেডিওতে মহালয়ার নস্টালজিয়া ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজের শাড়িতে

শরতের কাশফুল ও শিউলি ফুল। সঙ্গে ‘বাজলো তোমার আলোর বেণু’ গানের লাইন। মহালয়া থিমের একটি শাড়ি করা হয়েছে হালকা হলদে জমিন ও লাল আঁচলে; অন্যটি পুরোটাই লাল। এই থিমের কুর্তিও পাওয়া যাচ্ছে সরলার শারদসমগ্রে।
সরলার এই সম্ভারে আরও আছে লাল-সাদায় দেবী থিমের শাড়ি। জমিন ও পাড়জুড়ে আলপনা মোটিফ আর আঁচলে দশভূজা দেবী স্থান পেয়েছে। নজর কাড়ছে আঁচলের ট্যাসেলগুলো।

বিজ্ঞাপন

এই সংগ্রহে আছে প্রকৃতিপ্রাণিত কিছু মোটিফ। লিলি শাড়ির আঁচলে সোনালি জরির কাজ ও পাড়ে এমব্রয়ডারি দিয়ে অলংকরণ করা হয়েছে। লাইম গ্রিন ও আকাশি—দুই রঙে পাওয়া যাচ্ছে এই শাড়ি।

আকর্ষণীয় টিউলিপ থিমের শাড়ি
আকর্ষণীয় টিউলিপ থিমের শাড়ি

রং আর এমব্রয়ডারি মিলিয়ে টিউলিপ থিমের শাড়িও হয়েছে বেশ আকর্ষণীয়। ক্রিম ও কালো উভয় রঙে পাওয়া যাবে। সরলার শারদসমগ্রে আছে অর্কিড, জংলি ফুল আর গোলাপ থিমের শাড়িও।

প্রজাপতি ও ময়ূর থিমের শাড়ি দুটিতেও ফুটে উঠেছে উৎসবের আমেজ। এ ছাড়া সরলার মোগল আর্ট–প্রাণিত শাড়িগুলো বরাবরই জনপ্রিয়তা পেয়ে আসছে। রানি নামে মোগল আর্ট–প্রাণিত এটি তাদের তৃতীয় শাড়ি।

মোগল আর্ট–প্রাণিত শাড়িতে ময়ূর মোটিফ
মোগল আর্ট–প্রাণিত শাড়িতে ময়ূর মোটিফ

হ্যান্ডলুম সুতি, মুন সিল্ক ও র সিল্কে করা সব কটি শাড়ি মানিয়ে যাবে পূজার যেকোনো দিন।

ছবি: সরলা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন