কড়ির ব্লাউজ–শাড়ির কম্বো: পূজা সংগ্রহে চমক চিত্রাঙ্গদার
শেয়ার করুন
ফলো করুন

শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরার চল পুরোনো হয়েছে। এখন উল্টো ধারা। ফ্যাশনিস্তারা স্টাইলিশ ব্লাউজের সঙ্গে মিলিয়ে বেছে নেন শাড়ি। ঐতিহ্যবাহী ব্লাউজের পরিবর্তে মিলেনিয়াল ও জেন-জিরা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন ক্রপটপ, শার্ট ও টি-শার্ট দিয়ে। ব্লাউজকে সেই দৌড়ে টিকিয়ে রাখতে চাই কাট, প্যাটার্ন আর নকশায় নতুনত্ব।

চিত্রাঙ্গদার ব্লাউজ এখন স্টেটমেন্ট
চিত্রাঙ্গদার ব্লাউজ এখন স্টেটমেন্ট

চিত্রাঙ্গদা সেই চেষ্টাই করে যাচ্ছে অনেক দিন ধরেই। এবার তারা পূজাকে কেন্দ্র করে এনেছে শাড়ি ও ব্লাউজের কম্বো সেট। আর বরাবরের মতোই চমক রাখা হয়েছে ব্লাউজগুলোয়। তাদের পূজা সংগ্রহে নজর কাড়ছে ব্যাকলেস, স্লিভলেস ব্লাউজে কড়ি, বো, লেস আর ট্যাসেলের ব্যবহার।

বিজ্ঞাপন

চিত্রাঙ্গদার পূজা সংগ্রহের ব্লাউজে কাট আর প্যাটার্নে নাটকীয়তা চোখে পড়ে সবার আগে। বেনারসি কাপড়ে করা হয়েছে চিত্রাঙ্গদার নুডলস স্ট্র্যাপ ব্লাউজ। হাতাকাটা এই ব্লাউজের বডি থেকে টানা চিকন ফিতা ঘাড়ে বেঁধে পরতে হবে। ফিতার শেষ প্রান্তে জমকালো কারুকাজ করা সোনালি ট্যাসেল ব্লাউজের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ডুপিয়ানে ব্লাউজের সঙ্গে আছে দেশীয় শাড়ির যুগলবন্দী। শাড়িটি করা হয়েছে মিহি সিল্ক সুতায়। ফলে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে এই সেট। নবমীতে পরার জন্য একদম মানানসই বলা যায়।

জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে শাড়ি ও ব্লাউজের কম্বো
জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে শাড়ি ও ব্লাউজের কম্বো

‘সুমিত্রা’ শিরোনামের এই কম্বো সেটে খাদি শাড়ির সঙ্গে গর্জিয়াস স্প্যাগেটি স্ট্র্যাপড ব্লাউজ। চিত্রাঙ্গদার অন্যান্য ব্লাউজের মতো এটিতেও প্যাড আর ইনার যোগ করা। রুপালি কাতান ব্লাউজের ওপর চিকন লেইস দিয়ে নকশা করা হয়েছে। সঙ্গের শাড়ির আকাশি জমিনে রুপালি জরি সুতার হালকা কাজ ফুটে উঠেছে। এই সেটও মানিয়ে যাবে পূজার সন্ধ্যাকালীন যেকোনো আয়োজনে।

বিজ্ঞাপন

একই নকশার ক্রিম রঙের শাড়ির সঙ্গে অফহোয়াইট ডুপিয়ান ব্লাউজ দিয়ে কম্বো সেট করেছে চিত্রাঙ্গদা। ভি-নেক আর স্লিভলেস ব্লাউজে শাড়ির সঙ্গে মিলিয়ে পাইপিং করা হয়েছে। ব্লাউজের পেছনের নকশায় থাকা কয়েক ধাপের ট্যাসেল এই হালকা রঙের শাড়ি-ব্লাউজে যোগ করেছে উৎসবের আমেজ।

পূজা উপলক্ষে সব কম্বো সেটেই চলছে বিশেষ ছাড়। ব্লাউজগুলো আলাদাও কেনা যাবে। ভারী কাজের শাড়ির সঙ্গে বেশ অভিজাত লুক দেবে সিল্ক ও বেনারসির স্লিভলেস ব্লাউজগুলো।

কড়ি ও লেসের নকশা করা চিত্রাঙ্গদার লাল ব্লাউজগুলো নজর এড়ায় না। পূজায় লাল-সাদার চাহিদা সবার জানা। জ্যাকার্ড সুতি কাপড়ের ওপর কড়ি ও লেসের উপস্থাপনা আকর্ষণীয় করেছে ব্লাউজকে। একরঙা শাড়ি, কোটা শাড়ি, হ্যান্ডলুম শাড়ির সঙ্গে স্টাইলিং করা যাবে চিত্রাঙ্গদার লাল ব্লাউজগুলো দিয়ে। শুধু লাল নয়, প্রিন্টের কাপড়ে কড়ি ও ট্যাসেল দিয়ে করা ব্লাউজগুলোয় যেকোনো উৎসব–আয়োজনে ফুটে উঠবে আভিজাত্য।

কড়ি ও লেসের নকশা করা লাল ব্লাউজগুলো নজর কাড়ে
কড়ি ও লেসের নকশা করা লাল ব্লাউজগুলো নজর কাড়ে
সাড়া ফেলেছে সিল্ক ও বেনারসি কাপড়ে তৈরি ব্লাউজ
সাড়া ফেলেছে সিল্ক ও বেনারসি কাপড়ে তৈরি ব্লাউজ

সিল্ক ও বেনারসি কাপড়ে তৈরি ব্লাউজগুলো এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানান চিত্রাঙ্গদার স্বত্বাধিকারী খাদিজাতুল কুবরা। তিনি বলেন, ‘প্রতিবার নতুন ডিজাইনের ব্লাউজের সংগ্রহ আনার ক্ষেত্রে আমরা ক্রেতাদের পছন্দ, রুচি আর চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি। এবারও তাঁদের চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ছবি: চিত্রাঙ্গদা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ১৭
বিজ্ঞাপন