মনীষ মালহোত্রার নতুন ব্রাইডাল কতুর কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বর-কনের সাজসজ্জা। তবে এ ক্ষেত্রে একেকজনের পছন্দ একেক রকম। কেউ ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজাতে চান, আবার কেউ একদম ফিউশনধর্মী প্রথাছুট পোশাক বেছে নেন। কারও পছন্দ গর্জিয়াস বিয়ের সাজ, আবার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তেও কেউ কেউ থাকতে চান একদম সাদামাটা সাজে। এসব কিছু চিন্তা করে বিখ্যাত ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা নিজের নতুন ব্রাইডাল কতুর কালেকশন সাজিয়েছেন।

নতুন সংগ্রহ নিয়ে কিছু বলতে গেলে সবার আগে আসবে রঙের কথা। ব্রাইডাল কালেকশনের কালার প্যালেট নিয়ে বেশ ভালোই নিরীক্ষা করেন মনীষ মালহোত্রা। প্রতিবছর একটা বিশেষ রংকে প্রাধান্য দিয়ে এই সংগ্রহ সাজান তিনি। এবার অবশ্য তেমনটা করেননি। চিরাচরিত বিয়ের পোশাকের লাল, গোলাপি, সবুজ রংকে পাশ কাটিয়ে গেছেন। কালেকশন রাঙিয়েছেন আইভরি, রোজ, গানমেটাল গ্রে, নেভি ব্লু, ওয়েস্টার, ক্যারামেল রং দিয়ে।

বিজ্ঞাপন

ঐতিহ্য ও সমসাময়িক স্টাইলের নিখুঁত সাদৃশ্য ফুটে উঠেছে এই সংগ্রহে। এটি সাজানো হয়েছে শাড়ি, লেহেঙ্গা ও শেরওয়ানি দিয়ে। প্রতিটা পোশাকে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় বুননকৌশল, যেমন জারদৌজি, আড়ি, কাশ্মীরি, তাবান। এই সূচিকর্ম, ক্রিস্টাল ও মুক্তার এমবেলিশমেন্টে পোশাকের জমিনে ফুলেল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে।

এই কালেকশনের সবচেয়ে চমকপ্রদ পোশাক হলো মুক্তা ও ক্রিস্টালখচিত ব্লাউজ বা চোলি। শাড়ি ও লেহেঙ্গা উভয়ের সঙ্গেই খুব দারুণভাবে মানিয়ে যায় এই ব্লাউজগুলো। এ ছাড়া প্রথাছুট কনেদের জন্য রাখা হয়েছে মুক্তার এমবেলিশমেন্টের প্যান্টস্যুট। পোশাক আধুনিক হলেও জারদৌজি সূচিকর্মের মধ্য দিয়ে তা পেয়েছে ঐতিহ্যের ছোঁয়া।

হিরো ইমেজ: মনীষ মালহোত্রার ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৬: ০৫
বিজ্ঞাপন