শারদ উৎসবে রাজশাহীর বিভিন্ন ব্র্যান্ডের আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বরঙ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড বিশ্বরঙ। দেশীয় কাপড় আর উপকরণ দিয়ে প্রতিটি উৎসবে বিশেষ সংগ্রহ নিয়ে আসে এই ব্র্যান্ড। এবার পূজায় ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক সব সংগ্রহ নিয়ে এসেছে তারা।

ছোটদের জন্য এনেছে আকর্ষণীয় পোশাক; সঙ্গে প্রাপ্তবয়স্ক ও নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। পূজার ম্যাচিং শাড়ি-পাঞ্জাবিসহ নানা ধরনের থ্রি-পিস, ওয়ান–পিস, কামিজ, শার্ট, টি-শার্ট ও গয়না আছে এই ব্র্যান্ডের সংগ্রহে।

বিশ্বরঙের রাজশাহী শোরুমের পরিচালক তুষার বলেন, ‘পূজা উপলক্ষে বেশ কিছু নতুন কালেকশন চলে এসেছে। ক্রেতারাও আসা শুরু করছেন। তবে আগামী সপ্তাহ থেকে ক্রেতাদের ভিড় বাড়বে। এ ছাড়া বিশ্বরঙের কিছু নিজস্ব গ্রাহক রয়েছে। তাঁদের জন্য আমরা অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

শিকড়

১০ বছর ধরে নারীদের পোশাক নিয়ে কাজ করছে দেশীয় ব্র্যান্ড শিকড়। দক্ষ সূচিশিল্পীদের হাতের কাজ তাদের প্রধান বৈশিষ্ট্য। মূলত অল্প দামে ভালো পোশাক ক্রেতাদের পৌঁছে দেওয়া এই ব্র্যান্ডের লক্ষ্য। এই ব্র্যান্ড শুধু নারীদের পোশাক তৈরি করে থাকে। এবার পূজা উপলক্ষে শাড়ি, থ্রি-পিস, ওয়ান-পিস, টপসসহ নারীদের সব পোশাকের বিশাল সংগ্রহ নিয়ে এসেছে তারা।

শিকড়ের কর্ণধার নাজমুল হাসান জানান, ‘আমরা দীর্ঘদিন থেকে নারীদের পোশাক নিয়ে কাজ করছি। দেশীয় সবকিছু দিয়ে যতটা কমের মধ্যে পারা যায় পণ্য তৈরি করে আসছি। এবার পূজায় অনেক ডিজাইনের সংগ্রহ সাজিয়েছি আমরা।’
এদিকে আশানুরূপ গ্রাহক আসা শুরু হয়নি জানিয়ে তিনি আশা করছেন, আগামী সপ্তাহ থেকে ক্রেতাদের ভিড় বাড়বে।

বিজ্ঞাপন

তিলোত্তমা

পূজা মানেই নানা রং আর নতুন সাজ। এদিক থেকে রাজশাহীর মানুষের অন্যতম পছন্দ তিলোত্তমা। এবার পূজার বিশেষ শাড়ি, এথনিক টপ, থ্রি-পিস স্যুট ও মেটারনিটি কালেকশন। ছেলেদের জন্য পাঞ্জাবি ও ছোটদের জন্য আছে মানানসই পূজার পোশাক।

খাঁচা

রাজশাহীর স্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো খাঁচা। দেশীয় এই ব্র্যান্ডের প্রধান পণ্য হলো শাড়ি। বাঙালির ঐতিহ্যবাহী নকশায় শাড়ি তৈরি করে এই ব্র্যান্ড। এ ছাড়া কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবিসহ বিভিন্ন অলংকার সামগ্রিকও বিক্রি করে থাকে। এবার পূজা উপলক্ষে সবকিছুরই বিশালসংখ্যক সংগ্রহ তারা নিয়ে এসেছে।
ছবি: লেখক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬: ৫৮
বিজ্ঞাপন