নকশাবিহীন জমিনের শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

হালের মিনিমালিস্টিক ভাবনার কারণে পাড় আর আঁচলে কাজের ধারণাই প্রাধান্য পাচ্ছে শাড়ির নকশায়। ফলে কারুকাজহীন এক রঙা জমিনের শাড়ি রয়েছে হালের ট্রেন্ডে। এই শাড়িকে অনন্যতা দিচ্ছে নানা কাজ ও সাইজের পাড় আর আঁচল। তবে পাড়ের তুলনায় আঁচলে নিরীক্ষা বেশি, সেটি বলতেই হয়।

এবারের শারদ উৎসবের শাড়িতে দুই ধরনের ট্রেন্ড নজরে পড়ছে। হালকা নকশা আর একেবারেই নকশাবিহীন জমিনের শাড়ি। তবে পাড় ও আঁচলের নকশাই এই শাড়ির বিশেষ আকর্ষণ। ফ্যাশন ব্র্যান্ড ‘যাত্রা’, ‘ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরস’ ও ‘খুঁত’–এর শারদীয় সংগ্রহে স্থান পেয়েছে এমন কিছু শাড়ি।

বিজ্ঞাপন

নরম ও আরামদায়ক সুতি, খাদি, হাফসিল্ক, বলাকা সিল্ক, পিওর সিল্ক, এন্ডি সিল্ক ও মসলিনের শাড়ির সাদামাটা জমিনই কাড়বে মনোযোগ। তবে শাড়ির পাড় ও আঁচলের নকশায় পাওয়া যাবে অনেক ধরনের বৈচিত্র্য। নানা মাধ্যমে এগুলো করা হয়েছে। ঐতিহ্যবাহী সুচিশিল্প, প্যাচওয়ার্ক, হাতে সেলাই করা রঙিন কাপড়ের লেস, মেশিন এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক, ব্লক প্রিন্টেই হয়েছে বাজিমাত; যা শাড়ির আভিজাত্য বাড়িয়েছে। পাড় আর আঁচলের ছিমছাম নকশা করা শাড়িতে আটপৌরে ও উৎসব দুই ধরনের আমেজই এনেছে সমানভাবে।

joy

শারদীয় সংগ্রহ বলে রঙের ব্যবহার শুধু লাল আর সাদায় আটকে থাকেনি। তবে সাদা-লালের প্রাধান্য তুলনামূলক বেশি।

হালকা আকাশি, হালকা বেগুনি, অলিভ, পিচ, কালো, নীল ও ফিরোজার মতো রঙেও শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মাধ্যমের নকশা। শুধু নকশা করা আঁচল ও পাড়ের যুগলবন্দীই ধরে রেখেছে শাড়ির আকর্ষণ।

বিজ্ঞাপন

টেকসই ফ্যাশন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরস। তাঁদের ডিজাইন করা শাড়িতে বরাবরই পরিমিত নকশার গুরুত্ব চোখে পড়ে।

ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরসের সহকারী মহাব্যবস্থাপক (উৎপাদন) শাহ মোহাম্মদ জব্বার বলেন, শাড়ির পাড় ও আঁচলই শাড়িতে এনেছে ভিন্নমাত্রা। পরিমিত নকশার শাড়ি বিশেষ ক্রেতামহলের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে সবার কাছে আদৃত।

ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরসের সুতি ও পিওর সিল্ক শাড়িতে ব্যবহার করা হয়েছে ভেলভেট পাড় আর আঁচলে বুটি কাজ, এমব্রয়ডারি, ভেজিটেবল ডাই ও কাঁথা সেলাই তো রয়েছেই। এ ছাড়া ট্যাসেলের ব্যবহারও লক্ষণীয়। কোমল ও উজ্জ্বল দুই ধরনের রঙেই ডিজাইন করা হয়েছে শাড়ি।

খুঁতের শাড়ির পাড় ও আঁচলজুড়ে হাতের সেলাই, ব্লক প্রিন্ট ও প্যাচওয়ার্কের মিশেলে নকশা ফুটিয়ে তোলা হয়েছে। খুঁতের উদ্যোক্তা ঊর্মিলা শুক্লা বলেন, নকশাহীন জমিনের শাড়িতে পাড় ও আঁচলই বাড়িয়েছে শাড়ির সৌন্দর্য। এক রঙের জমিনে ফুটে উঠেছে নানান রঙের রূপ।

সুতির শাড়িতে একই সঙ্গে হাতের সেলাই ও প্যাচওয়ার্ক করা হয়েছে ভিন্নতা আনতে। এ ছাড়া এন্ডি সিল্কের নকশা ছাড়া জমিনের সঙ্গে মসলিনের আঁচলে ডিজাইন করা হয়েছে শাড়ি। শাড়ির পাড়জুড়ে ব্লক প্রিন্ট, হাতের সেলাই আর মিররওয়ার্কে ফুটিয়ে তোলা হয়েছে নকশা। আর আঁচলে করা হয়েছে পরিমিত মানডালা নকশা।

ছবি: যাত্রা ও খুঁত

এবারের পূজায় লাল ও সাদাকে উপজীব্য করেই ফ্যাশন ব্র্যান্ড যাত্রা বেশির ভাগ শাড়ির ডিজাইন করেছে। শাড়ির জমিনে নেই নকশা। পাড়ে চিকন ব্লক প্রিন্ট ও কাঁথা সেলাই চোখে পড়ে। আর আঁচলে রয়েছে কাঁথাসেলাই।

এ ছাড়া কেবল আঁচলকে প্রাধান্য দিয়েও একবারে পাড়বিহীন শাড়ি ডিজাইন করা হয়েছে। কাঁথাসেলাই কাপড়ের চিকন পাড় আঁচলে বসানো হয়েছে লেসের মতো করে। আর আঁচলকে আকর্ষণীয় করা হয়েছে প্যাচওয়ার্কে।

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩: ০০
বিজ্ঞাপন