বাংলাদেশের টপ মডেল নিবিড় আদনান নাহিদ সম্প্রতি নিউইয়র্ক ফ্যাশন উইক এবং এর পরপরই অনুষ্ঠিত কতুর ফ্যাশন উইকে হেঁটে বাংলাদেশকে উপস্থাপন করেছেন বিশ্বমঞ্চে।
বিশ্বের অন্যতম ফ্যাশন রাজধানীর একটি নিউইয়র্ক। এখানে অনুষ্ঠিত ফ্যাশন উইকগুলোতে মডেলরা তুলে ধরেন বিশ্বের সব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ডের নতুন সংগ্রহ। এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিবিড় আদনান নাহিদ। নিউইয়র্ক ফ্যাশন উইকের পরপরই অনুষ্ঠিত কতুর ফ্যাশন উইকেও হেঁটেছেন তিনি, হাল ফ্যাশনকে নিউইয়র্ক থেকে জানিয়েছে নিবিড়।
সম্প্রতি কথা হয় নিবিড়ের সঙ্গে। তিনি বলেন, ‘৪ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক। এই উইকে ১০ সেপ্টেম্বর একটি শোতে হেঁটেছি একানেম আর্চিবং ও ইনগা কোভালেরোভা জুটির ডিজাইন করা পোশাকে।’
১২ সেপ্টেম্বর শুরু হয় নিউইয়র্ক কতুর ফ্যাশন উইক। এবার ছিল কতুর উইকের ৪০তম আসর। এই উইকের ১৪ সেপ্টেম্বরে ডিজাইনার মজিদ লোদির ফিউশনধর্মী পোশাক পরে র্যাম্প মাতিয়েছেন নিবিড়। তিনি জানান, ঐতিহ্য ও হাই ফ্যাশনের ফিউশনে ডিজাইন করা পোশাকের মাধ্যমে দেশি সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন তিনি। দেশি সংস্কৃতির সমৃদ্ধ ও প্রাণবন্ত উপস্থাপনায় গর্বিত বাংলাদেশি এই মডেল।
নিউইয়র্কের দুটি ফ্যাশন উইকে অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘এটা একান্তই তাঁর চেষ্টা থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপগুলোতে নিউইয়র্ক ফ্যাশন উইক সম্পর্কে সব ধরনের খোঁজ রাখছিলাম। সেখান থেকেই জানতে পারি ফ্যাশন উইকের জন্য মডেল বাছাইয়ের খবর। এরপর নিউইয়র্ক ফ্যাশন উইকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী সব তথ্য মেইল করি। তারপর নির্দিষ্ট কিছু ধাপে নির্বাচিত হই ফ্যাশন উইকে অংশগ্রহণের জন্য।’
আন্তর্জাতিক মঞ্চে দেশের ঐতিহ্য ও শিল্পনৈপণ্য তুলে ধরা অনেকটা স্বপ্ন পূরণ হওয়ার মতো বলে মনে করেন নিবিড় আদনান নাহিদ। তিনি আরও বলেন, ‘কতুর ফ্যাশন উইকে হাঁটার অভিজ্ঞতা কখনো ভোলার মতো নয়। যেখানে আমি গর্বের সঙ্গে আমার দেশের সংস্কৃতিকে তুলে ধরতে পেরেছি।’
১০ সেপ্টেম্বরের নিউইয়র্ক ফ্যাশন উইকের শোটির কথা নিবিড় বিশেষভাবে উল্লেখ করেন। এদিনের টিকিট বিক্রি ও শিল্পীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ফিলিস্তিনের সাতটি পরিবারকে দেওয়া হবে। ফিলিস্তিনের পরিবার সাতটি বর্তমানে তাঁবুতে মানবেতর জীবন যাপন করছে। অপেক্ষায় আছে স্কটল্যান্ডে তাদের সন্তানদের কাছে যাওয়ার। এই মানবিক বিষয়টি তাঁর মন ছুঁয়ে যায় বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ব্রাইডাল শো ‘দুলহান এক্সপো’তেও অংশ নিয়েছেন। এই ব্রাইডাল শোতে হেঁটেছেন তিনি।
ছবি: ম্যানন্সআর্টিস্ট, সামোরি আর্চি