কনের প্রথম পছন্দ হলো সাজ ও লুকে নিজস্বতা। যে কারণে এ বছর বেশ কিছু পরিচিত বিয়ের সাজের ট্রেন্ড পরিবর্তন হতে দেখা গেছে।
আইভরি ও গোলাপি রং
এ বছর লালের বাইরে কনের পোশাকে দুটি রঙের রাজত্ব দেখা গেছে। তার একটি হলো হালকা গোলাপি, অন্যটি আইভরি রং। তারকাদের তো বটেই, সাধারণের মধ্যেও এই রং দুটি ছিল তুমুল জনপ্রিয়। আইভরি ও গোলাপি রঙের শাড়ি, লেহেঙ্গা, সারারা, কামিজ—সবই পরেছেন বিয়ের কনেরা।
মিনিমাল মেহেদি ডিজাইন
বছরের শুরুতে বিয়েতে হাতজুড়ে মেহেদি পরার ট্রেন্ড দেখা গেলেও বছর ঘুরে আসতে না আসতেই এই ম্যাক্সিমাল ডিজাইন ট্রেন্ড বাতিল হয়েছে। সবাই মিনিমাল ডিজাইনের দিকে ঝুঁকেছেন। তারকাদের বিয়ের মেহেদি ডিজাইনের আদলে অনেক কনেই মিনিমাল ও এলিগ্যান্ট ডিজাইনে হাত রাঙিয়েছেন। হাতের ওপরে মান্ডালা ডিজাইন হয়ে উঠেছে ট্রেন্ড।
চুলখোলা লুক
বিয়েতে খোঁপা যেমন ছিল ট্রেন্ড, তেমনি চুলখোলা লুকও শেষের দিকে এসে পেয়েছে জনপ্রিয়তা। খোঁপা করা লুক কনের চিরাচরিত লুকের একটি। অন্যদিকে হালকা ঢেউখেলানো খোলা চুলে এসেছে আধুনিক লুক। খোলা চুলে ফুল, টিকলি, টায়রা ও চুলের ব্যান্ড স্টাইলের টিকলি অনেক কনেই পরেছেন।
লাল চুড়ি
এ বছর অন্যতম ট্রেন্ড ছিল কনের হাতভরা রেশমি চুড়ি। চুড়ির দুই পাশে সোনার বালা বা মোটা চুড়িও কনেদের মধ্যে ছিল ট্রেন্ডি, যা পুরোনো হালকা রঙের পোশাকের সঙ্গেও অনেকে দিব্যি পরেছেন।
দুই ওড়না
শুধু একটি ওড়না নয়, বিয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে গায়ে ও মাথায় ওড়না পরার ফ্যাশন দেখা গেছে। মুখের সামনে বড় করে ওড়না ঝুলিয়ে ছবি তোলার ট্রেন্ড ছিল এ বছর। এ ছাড়া কনের প্রবেশের সময়ে মুখ ঢেকে রাখার ধারা দেখা গেছে। আর এ কারণে অনেকেই একই সঙ্গে দুটি ওড়না ব্যবহার করেছেন।
মনোক্রম ফ্যাশন
মিক্সড অ্যান্ড ম্যাচ ফ্যাশনের পাশাপাশি অনেক কনেই পছন্দ করেছেন মনোক্রম ফ্যাশন। বিশেষ করে যাঁরা হালকা রঙের পোশাকে বিয়ের দিনে সেজেছেন, তাঁরা একই রঙের গয়না ও জুতা পরেছেন আর ব্যাগ নিয়েছেন। সাদা, রুপালি, প্যাস্টেল, গোলাপি রঙের পাথরের গয়না অনেকেই পছন্দ করেছেন।
লাল কনে
অন্য সব ট্রেন্ডের মতো লাল কনের ট্রেন্ডও ছিল সমান তালে। লাল শাড়ি, লেহেঙ্গা, ওড়না, লাল গোলাপ ছিল এ বছরের অন্যতম ব্রাইডাল ট্রেন্ড। তারকাদেরও লাল সাজে সাজতে দেখা গেছে। চুল বেঁধে খোঁপা, লাল গোলাপ, লাল ওড়না ও সোনালি রঙের গয়না অনেক কনেই বিয়ের সাজের জন্য বেছে নিয়েছেন।
ছবি: ইন্সটাগ্রাম