এই তো কয়েকমাস আগে প্যারিস ফ্যাশন উইকে বেলা হাদিদের গায়ে স্প্রে-পেইন্ট করে বানানো হলো পলিমার দিয়ে তৈরি সাদা ধবধবে স্লিপ-অন ড্রেস। আবার সেই প্যারিসেই বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কোপার্নি এবার করল হাই-টেক বাজিমাত। হলদে-কালো ডোরাকাটা ‘স্পট’ নামের পাঁচটি চিত্তাকর্ষক রোবটিক কুকুর মঞ্চ মাতিয়েছে তাদের সাম্প্রতিক ফ্যাশন শোতে।
দুষ্টু-মিষ্টি আর সবুজ চোখের এ রোবটগুলোর একটিকে দেখা গেল এক মডেলের সঙ্গে ভাব বিনিময় শেষে টানাটানি করে তাঁর জ্যাকেট খুলে ফেলতে। রোবটিক কুকুর আর পাঁচটা সত্যিকারের কৌতূহলী ও চঞ্চল কুকুরদের মতোই সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছিল মডেলদের হাঁটার সময়। আমেরিকার বোস্টন ডায়নামিকস কোম্পানির বানানো এ রোবটগুলো একটি বিখ্যাত গল্পের বইয়ের ছবির কুকুরের আদলে তৈরি।
কোপার্নির তরফ থেকে বলা হয়, এই শোয়ের মূলমন্ত্র হচ্ছে মানুষ ও যন্ত্রের শান্তিপূর্ণ সহাবস্থান। এই যে শোনা যাচ্ছে চ্যাটবট প্রেম নিবেদন করছে, হিউম্যানয়েড রোবটের মানুষের মতো অভিব্যক্তি আর আচরণ দেখা যাচ্ছে—কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অনেক এগিয়ে। এ রকম একসময়ে দাঁড়িয়ে মূলধারার ফ্যাশন শোতে এভাবে প্রযুক্তিগত উৎকর্ষকে উদ্যাপন করে কোপার্নি ফ্যাশন দুনিয়ায় একধাপ এগিয়ে গেল, বলতেই হয়।