তেইশে আমার প্রিয় ৫ ডিজাইন: তানহা শেখ
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতিই আমার নকশা–প্রেরণা; এখানে আছে তারই প্রতিফলন
প্রকৃতিই আমার নকশা–প্রেরণা; এখানে আছে তারই প্রতিফলন

একজন ডিজাইনার হিসেবে, সব পোশাকের নকশাই আমার জন্য শিল্প। কাপড় আসলে আমার কাছে ক্যানভাস। আমি প্রকৃতির কাছ থেকে বার্তা নিয়ে, প্রেরণা নিয়ে পোশাকের ডিজাইন করি। উদাহরণ হিসেবে বলতে পারি, এই মিন্ট প্যাচওয়ার্ক জ্যাকেট আর শিথ ড্রেস সেটটি পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের অনুপ্রেরণাময় সৌন্দর্যের চিহ্ন। পাহাড়চূড়ার তীক্ষ্ণতা ড্রেসটিতে প্রতিফলিত করতে আমার দক্ষ কারিগরেরা দেশি বলাকা সিল্কে জরি দিয়ে সূক্ষ্ম সেলাইয়ের মাধ্যমে সবুজ প্যাচওয়ার্কের শেডগুলো করেছেন। সেটিকে আরও  নিখুঁত করার জন্য দিনের পর দিন তাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। ড্রেসটি যেমন পাহাড়ের শিখরের প্রতিকৃতি, তেমনি শান্তির বার্তাবহও।

বিজ্ঞাপন

এই পোশাকে মিলবে ফ্যাশনের সঙ্গে আরামের যুগলবন্দি
এই পোশাকে মিলবে ফ্যাশনের সঙ্গে আরামের যুগলবন্দি

আমি ফ্যাশনের সঙ্গে আরামের যুগলবন্দি পছন্দ করি। তাই আমার আরেকটি পছন্দের ড্রেস হচ্ছে আমার গেল বছরের সর্বশেষ সংগ্রহ ‘সামিট সেরেনিটি’র এই লং সবুজ ড্রেস। আমি পোশাকটি তৈরির অনুপ্রেরণা নিয়েছি মৌমাছি ও মৌচাক থেকে, যা আমাদের পৃথিবীর ইকো-সিস্টেমের রক্ষাকবচ। আমি পুরো ড্রেসটিতে পিন্টাক টেকনিকের মাধ্যমে এই মৌচাকের অবয়ব তুলে ধরেছি। দেশি এন্ডি-অর্গানজা সিল্কে তৈরি ড্রেসটি স্বচ্ছ, মোলায়েম ও আরামদায়ক। এই ড্রেসের যে দিক আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তা হলো এর ইউনিক স্টাইল। এই পোশাক পরিধানকারীর উজ্জ্বল ও প্রাণবন্ত ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।

বিজ্ঞাপন

ফেব্রিক কর্ডিং টেকনিক আমার ডিজাইনের সিগনেচার স্টাইল
ফেব্রিক কর্ডিং টেকনিক আমার ডিজাইনের সিগনেচার স্টাইল

আমি যদি পোশাক ডিজাইন করার ক্ষেত্রে আমার সিগনেচার স্টাইল চিন্তা করি, তাহলে সেটি হবে ফেব্রিক কর্ডিং টেকনিক; এবং এই যুগল লং ফ্রক আর মেনস ড্রপ শোল্ডার কুর্তাটি হতে পারে এর পারফেক্ট উদাহরণ। এই কর্ডগুলো খাদি কাপড় দিয়ে তৈরি করে অর্গানজা কাপড়ে সাবধানে সেলাই করা হয়েছে। কর্ডের লম্বা লাইনগুলো তৈরি করেছি দিগন্তে দাঁড়িয়ে থাকা লম্বা গাছের আলোকে। এই ভিন্ন ধরনের পোশাকের স্টাইলিং ধার করেছি প্রকৃতি থেকে যা সময় পরিবর্তনের স্বাক্ষর বহন করে।

৪  

সমুদ্রের গল্প করে এই করসেট টপ ও স্কার্ট সেট
সমুদ্রের গল্প করে এই করসেট টপ ও স্কার্ট সেট

বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩–এ আমি উপস্থাপন করি রিসোর্ট কালেকশন ‘রাইডিং দ্য ওয়েভস অব লাইফ’। এই সংগ্রহের একটি করসেট টপ ও স্কার্ট সেট পছন্দের তালিকায় রাখতে চাই এর তৈরির গল্পের জন্য। করসেট টপটি তৈরি করতে সুতি কাপড়ের ওপরে টাইডাই করা চিকন কর্ড পাতলা বলাকা সিল্কে স্টিচ করে সমুদ্রতীরের চিকচিক করা বালুর টেকশ্চার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং স্কার্টটির কনটেম্পরারি ঢিলেঢালা প্যাটার্ন তৈরি করার সময় তীরের বুকে আছড়ে পরা ঢেউ আমাকে প্রলুব্ধ করেছে।

এই পোশাকে আছে নৈতিক ফ্যাশনের চেতনা
এই পোশাকে আছে নৈতিক ফ্যাশনের চেতনা

এই ফিউশন হাই-লো টপ আর প্যাডেল পুশার ট্রাউজার্স সেটটি আমার  প্রথম কালেকশন ‘উইংস অব উইভিং’–এর একটি আউটফিট যা বয়নশিল্পীদের ওয়েস্টেজ সুতা ব্যবহার করে জামদানি কাপড় দিয়ে বানানো। আমি এই ড্রেসটির ডিটেইল অলংকরণের জন্য আমার কাছে খুবই প্রিয়। কাপড় দিয়ে বুনন তৈরি করেছি আমি নিজ হাতে এবং কড়ি, পুঁতি, ট্যাসেলস দিয়ে সাজিয়েছি। এই ড্রেসে হাই-লো অ্যাসিমেট্রিক হেমলাইন ড্রেসটিকে স্বতন্ত্র সৌন্দর্য দিয়েছে। আমার এই ড্রেসটি তৈরির লক্ষ্য ছিল প্রকৃতির সঙ্গে একটা সুরেলা সম্পর্কের যোগসূত্র স্থাপন করা নৈতিক ফ্যাশন প্রচারের মাধ্যমে।

ছবি: ডিজাইনার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন