হাল ফ্যাশন ডেস্ক
চলতি বছরের অন্যতম ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক জাম্পস্যুট। নতুন বছরেও জাম্পস্যুটের ফ্যাশনে ভাটা পড়ার আভাস নেই। ফ্যাশনের এ সময় পোশাকে আরাম পেতে জাম্পস্যুট একেবারেই উপযোগী পোশাক।

অফিসে যাওয়ার উপযোগী পোশাক হতে পারে আরামদায়ক জাম্পস্যুট, টপ, প্যান্ট ও মাঝারি জ্যাকেটের থ্রি-পিস স্যুট। এ ধরনের বেশ কিছু পোশাক এনেছে ওয়্যারহাউস।
হালকা শীতের জন্য সুতির জাম্পস্যুটে সেমিকোয়ার্টার স্লিভ দেওয়া হয়েছে। জিলাপি নকশার জাম্পস্যুটে আছে আরামদায়ক পকেট। এ ছাড়া বেল্টের ব্যবহারে এসেছে বৈচিত্র্য।
ওয়্যারহাউসের এ সংগ্রহে আরও আছে ক্যাজুয়াল স্লিভলেস টপ, ঘের দেওয়া প্যান্ট, কোয়ার্টার স্লিভের কোটি।

ডিএফক্লোর স্টাইলিশ জাম্পস্যুটগুলো লেয়ারিং করেও পরা যাবে। ওয়ান শোল্ডার জাম্পস্যুট, ক্রসব্যাক স্টাইলের জাম্পস্যুট, বোটনেক জাম্পস্যুট, টি জাম্পস্যুটে সাজানো হয়েছে এই কালেকশন।
ছবি: ডিএফক্লো ও ওয়্যারহাউজ