ঈদ মানেই নতুন পোশাক, হাসি-খুশি আর আনন্দের মেলা। ছোটরাও অপেক্ষায় থাকে ঈদের নতুন জামার জন্য। এবার শিশুদের জন্য ঈদ ফ্যাশনে কী থাকছে? কোন রং ও ডিজাইন বেশি জনপ্রিয়? শিশুদের জন্য আরামদায়ক ও ট্রেন্ডি পোশাকই বেশি চাইছেন ক্রেতারা।
এবারের ট্রেন্ড
শিশুদের পোশাকের ক্ষেত্রে আরামই প্রথম শর্ত। গরমের কথা মাথায় রেখে এবার ঈদে থাকছে সুতি, মসলিন, লিনেন, সিল্ক ও হালকা আরামদায়ক পোশাক। ঘাগরা-চোলি, লেহেঙ্গা, নেট বা কটনের ফ্রক, কুর্তি-পালাজ্জো, গাউন জামদানি ও কাঁথাস্টিচের ডিজাইন করা পোশাক।
ছেলেদের জন্য আছে আরামদায়ক সুতি পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট।
শিশুদের পোশাকে এবার প্রাধান্য পাচ্ছে উজ্জ্বল ও হালকা রঙের সংমিশ্রণ। মেয়েদের পোশাকে বেশি দেখা যাচ্ছে প্যাস্টেল শেড, গোলাপি, মেরুন, নীল ও সবুজ। অন্যদিকে ছেলেদের পোশাকের সাদা, অফহোয়াইট, নীল, সবুজ ও মেটে রংই প্রধান।
ফ্যাশন ব্র্যান্ড
বিভিন্ন দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনারের দোকানে এখন ঈদের বিশেষ কালেকশন পাওয়া যাচ্ছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আড়ং, বিশ্বরঙ, শৈলী, টিনক্রাফ্ট, রঙ বাংলাদেশ, খাজানা, অনামিকা ফ্যাশন ইত্যাদি।
পরিপূর্ণ ঈদ লুক
শিশুদের ফ্যাশনে শুধু পোশাকই নয়, সাথে চাই মানানসই এক্সেসরিজও। তাই ম্যাচিং ব্যাগ, হালকা গয়না, জুতা কিংবা পাঞ্জাবির সাথে মানানসই টুপি বা কটি যোগ করলেই ঈদের সাজ হবে আরও জমকালো! এই ঈদে ছোটদের জন্য ফ্যাশন যেন আনন্দময় ও আরামদায়ক হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের হাসিমুখই তো ঈদের সবচেয়ে বড় আনন্দ!
ফ্যাশন ডিরেকশন: আলমগীর হোসেন আলো
ছবি: তানভীর