বারবেরিকে শেষ উপহার টিশির
শেয়ার করুন
ফলো করুন

ফাহমিদা শিকদার

লন্ডন টাওয়ার ব্রিজের কাছে অবস্থিত ঐতিহাসিক বারমান্ডজি। বলা হয়ে থাকে, লন্ডনের সবচেয়ে ফ্যাশনেবল এলাকা এটি। এখানকার একটি খালি ওয়্যারহাউসে গত সোমবার অনুষ্ঠিত হয় ব্রিটিশ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড বারবেরির স্প্রিং-সামার ২০২৩ ফ্যাশন শো।

বারবেরির নতুন বসন্তের সংগ্রহ সমুদ্রসৈকত–অনুপ্রাণিত। ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর রিকার্দো টিশি এ কালেকশন নিয়ে বলেন, ‘সৈকত এমন একটি জায়গা, যেখানে মানবতা মিলিত হয়। গ্রীষ্মকালে ব্রিটেনের সৈকতগুলো গণতন্ত্রের বিশেষ স্থান হয়ে ওঠে। এখানে সব সংস্কৃতির মানুষ সহজে আনন্দ করতে পারে। আমি সেই আদর্শ ও আবেগকে একটি সম্পূর্ণ সংগ্রহে অনুবাদ করতে চেয়েছি। আমি সেই একতা ও আনন্দের চেতনাকে প্রকাশ করতে চেয়েছি।’

বিজ্ঞাপন

মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় এই রেডি টু ওয়্যার কালেকশনে ছিল হাই-ওয়েস্টেড ম্যাক্সি স্কার্ট, জ্যাকেট, লং–স্লিভ টার্টলনেক টপ, নানা ডিজাইনের কাটআউট গাউন, প্যান্ট-স্যুট, সোয়েট শার্ট, টি-শার্ট, ওয়াইড প্যান্ট, ক্রিস্টাল এমবেলিশড ক্রপ টপ।

কালেকশনে বারবেরির সিগনেচার ট্রেঞ্চ কোট তো ছিলই। ডেনিমের অনেক আইটেম ছিল এতে। যেমন স্লিভলেস শার্ট, হাই-ওয়েস্টেড ম্যাক্সি স্কার্ট, অ্যাসেমিট্রিক্যাল ওয়াইড প্যান্ট, কোমরের কাছে বিশাল বড় পকেট দেওয়া শার্ট। কালেকশনে থাকা কিছু কোয়ার্কি ডিজাইনার আইটেম; যেমন ক্যাটস্যুট ও ক্রিস্টাল এমবেলিশড টপের বাহুতে বাঁধা ইউটিলিটারিয়ান ক্লাচ ব্যাগ, স্বচ্ছ পিভিসি পিথ হ্যাট, ফিশনেট লেয়ারড গাউন বেশ নজর কেড়েছে।

এতে ফরমাল ইভেন্টে মেয়েদের পরার জন্য সুন্দর ভেলভেটের কালো অফ-শোল্ডার গাউন ও ছেলেদের জন্য কালো ও নিয়ন শেডের স্যুট ছিল। তবে অনেক ফ্যাশন-সমালোচকের মতে, এই সংগ্রহের সবচেয়ে ‘স্ট্যান্ডআউট পিস’ বলা হচ্ছে গথিক ধাঁচের টি-শার্টগুলোকে। এতে লেখা ছিল ‘ট্রান্সসেন্ড’ ও ‘ফ্রম অ্যাবিস উইথ লাভ’।  

বিজ্ঞাপন

এই আয়োজনে খুব বেশি অতিথির অংশগ্রহণের কথা না থাকলেও শেষমেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু ফ্যাশন-সমালোচক ও সেলিব্রেটিকে সামনের সারিতে দেখা গিয়েছে। এর মধ্যে ছিলেন আনা উইন্টর, কেনিয়ে ওয়েস্ট, সিমন অ্যাশলে, মিলি অ্যালকক, ডেনিয়েল কালুইয়া, স্টর্মজি, ব্রাইট ভাশিরাউইট, গিলিয়ান অ্যান্ডারসন, গ্রিফ, এডওয়ার্ড এনিনফুলসহ আরও অনেকে। এ ছাড়া রানওয়েতে হেঁটেছেন সাবেক ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল ও বেলা হাদিদ। নাওমি পরেছিলেন বারবেরির সিগনেচার খাকি হাই-ওয়েস্টেড স্কার্ট ও জ্যাকেট আর বেলা পরেন পাউডার ব্লু মাইয়ো স্টাইলড (ওয়ান পিস সুইমস্যুট) ব্যাক-ফ্লেয়ারড গাউন।

ক্রিয়েটিভ ডিরেক্টর রিকার্দো টিশির জন্য এবারের আয়োজন ছিল বিশেষ। কারণ, এটিই বারবেরির হয়ে ডিজাইন করা তাঁর শেষ সংগ্রহ। প্রায় পাঁচ বছর পর এ মাসের শেষেই তিনি এ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর জায়গায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন বোটেগা ভেনেটার সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টর ৩৬ বছর বয়সী ব্রিটিশ ডিজাইনার ড্যানিয়েল লি। বর্তমান ফ্যাশন বিশ্বের অন্যতম মেধাবী ডিজাইনার টিশি বারবেরির হয়ে তাঁর শেষ সংগ্রহ এমনভাবে মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন, যেন সবাই আগামী কয়েক বছর মনে রাখে।

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯: ১৪
বিজ্ঞাপন