গ্লোবাল ইন্ডিয়ান কতুর উইকে হেঁটেছেন বাংলাদেশের স্নিগ্ধা
শেয়ার করুন
ফলো করুন

ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব তারকা ও মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে বেশ উচ্ছ্বসিত স্নিগ্ধা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত কতুর ফ্যাশন উইকে অংশ নেন তিনি।

অভিজ্ঞতা ভাগ করে নিয়ে স্নিগ্ধা জানান, ‘ফ্যাশন উইকের শেষ দিনে ছিল আমার শো। এখানে অঞ্জু মোদী থেকে শুরু করে অনেক জনপ্রিয় ডিজাইনাররা ছিলেন। এ ছাড়া র‍্যাম্পে কারিশমা কাপুর, জিনাত আমানের মতো তারকারাও হেঁটেছেন।’

স্নিগ্ধা আরও বলেন, ‘আমি বাংলাদেশের ডিজাইনার আশিকুর রহমান পনির আউটফিটে হেঁটেছিলাম। এই কিউতে অন্য মডেলরাও হাঁটেন। এই শোতে আমিই ছিলাম শোস্টপার।’

বিজ্ঞাপন

‘শ্বেত শ্যাম’ থিমের ওপর ভিত্তি করে পুরো কালেকশনটি সাজিয়েছেন পনি। বেনারসি, মসলিন ও খাদি দিয়ে তৈরি তাঁর সংগ্রহ। তবে শোস্টপারের আইভরি লেহেঙ্গাটি তৈরি করেন বেনারসি শাড়ি দিয়ে। প্রথমে শাড়ি বানিয়ে তারপর লেহেঙ্গায় রূপ দিতে সময় লাগে ৪৫ দিন। বাংলাদেশের আবহ প্রকাশ করতে ক্যাটওয়াকে বাংলাদেশি গান ব্যবহার করা হয়। সব মিলিয়ে স্নিগ্ধা বেশ উপভোগ করেছেন এই পুরো সময়।

স্নিগ্ধা আরও জানান, ‘ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ফ্যাশনে ভারত অনেক এগিয়ে আছে। তারা প্যারিস, মিলানের সঙ্গে পাল্লা দিতে পারবে। কারণ, তারা মডেলদের সন্তানের মতো গাইড করে। আমরা এখনো ওদের মতো পেশাদার হয়ে উঠতে পারিনি। বিদেশি বলে ওরা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। ওদের আতিথেয়তায় আমি মুগ্ধ। সত্যি কথা বলতে, এই ফ্যাশন উইক থেকে আমি অনেক কিছু শিখেছি। ফ্যাশনের সঙ্গে জড়িত কিংবা মডেলদের একবার হলেও আন্তর্জাতিক ফ্যাশনের কোনো আসরে অংশ নেওয়া উচিত। এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে।’

বিজ্ঞাপন

কীভাবে এই ফ্যাশন উইকে যাওয়ার সুযোগ হয়েছে, জানতে চাইলে পুরো অভিজ্ঞতা শেয়ার করেন স্নিগ্ধা। তিনি বলেন, ‘ডিজাইনার আশিকুর রহমান পনির ইন্ডিয়ান কালেকশন অনেক ভালো। এর আগে উনি দেশটিতে অনেকগুলো শো করেছেন। তিনিই আমার কথা বলেছেন সেখানে। তারপর পোর্টফোলিও পাঠালে তারা আমাকে সিলেক্ট করে।’

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চার বছর ধরে কাজ করছেন স্নিগ্ধা চৌধুরী। পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে। পড়াশোনার পাশাপাশি মডেলিং করাটা বেশ কঠিন ছিল তাঁর জন্য। এমনও হয়েছে যে শুটিং শেষ করে এসে মেকআপ নিয়েই অঙ্ক করতে বসে গেছেন। পরিবার থেকেও প্রথমে একদম সাপোর্ট ছিল না।

স্নিগ্ধা জানান, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেক কঠিন বিষয়। তাই পরিবারের কাছে আমাকে প্রমাণ করতে হয়েছে ধীরে ধীরে। এরপর বাংলাদেশে আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি। শীর্ষ সারির কিছু ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছি।’
র‍্যাম্প মডেলিং দিয়ে শুরু স্নিগ্ধার ক্যারিয়ার। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি সিনেমায়ও সই করেছেন তিনি। ভবিষ্যতে প্যারিস বা মিলানের ফ্যাশন ইভেন্টে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

ছবি: স্নিগ্ধা চৌধুরীর সৌজন্যে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৫
বিজ্ঞাপন