গ্রীষ্মের ফলের প্রেরণায় মাতানো পোশাক
শেয়ার করুন
ফলো করুন

রবীন্দ্রনাথের প্রশ্ন ছিল, ‘বসন্ত কি শুধু ফোটা ফুলের মেলা?’ তাঁর মতো করে ভাবলে, গ্রীষ্মও তো কেবল দহন দিন নয়, বরং চোখজুড়ানো ফুলের অনিন্দ্য সমারোহ আর হৃদয় ও রসাল ফলের সাড়ম্বর উপস্থিতি আমাদের প্রাণমন উদ্বেল করে। নানা ফলের স্বাদ, নানা রঙের বৈচিত্র্য এই দারুণ দহনবেলাতেও মন ভরিয়ে দেয়। বৈশাখের শুরুতে ‘সমস্ত গগন পূর্ণ করি, পুঞ্জ পুঞ্জ রূপে’ যে ‘নূতন’ আসে সে কেবল সঙ্গে করে দারুণ অগ্নিবাণ নিয়ে আসে না, নিয়ে আসে দৃষ্টিসুখের আনন্দ–রসদ, রসনাসম্ভার। এসবই প্রকৃতির অনাবিল উপহার; প্রতিটি একাধারে ফল তাপহরা, তৃষাহরা, রোগহরা ও চিত্তহরা। গরমে এসব ফল আমাদের শরীর ও মনের জন্য প্রয়োজনীয়। ভিটামিন আর মিনারেলসমৃদ্ধ। উপাদেয়, স্বাস্থ্যকর ও রোগ প্রতিরোধক। আসলে এসব মানুষের জন্য বর্ম হিসেবে কাজ করে।

গ্রীষ্মে শ্রান্তি দেয় লেবু। সেই লেবুর রং তুলে আনা হয়েছে পোশাকে
গ্রীষ্মে শ্রান্তি দেয় লেবু। সেই লেবুর রং তুলে আনা হয়েছে পোশাকে

এসব ফল আর ফুল আমাদের উদ্বুদ্ধও করে নানাভাবে। উসকে দেয় আমাদের সৃজন ভাবনা। ফুল নিয়ে অনেক কথা হয়। কাজও হয়। ফল নিয়ে ততটা হয় না। এখানে ফলকেই না–হয় প্রাধান্য দেওয়া যাক।

অবশ্য আমরা জানি, বিদেশের ডিজাইনাররা গ্রীষ্মের ফল থেকে প্রাণিত হয়েছেন। নানা প্রিন্ট ব্যবহার করেছেন। আমাদের এখানকার ডিজাইনাররাও তাঁদের অনুসরণ করেছেন। এবারের গ্রীষ্মেও সে উদাহরণ আমরা দেখেছি।

বিজ্ঞাপন

আমরা কয়েক বছর আগে আম নিয়ে একটা চমৎকার কাজ করেছিলাম। সেটা ছিল আম নিয়ে। একটু বিশদে বললে গুটি আম থেকে পাকা আম—প্রতিটি পর্বে আমের যে রং খোলতাই হয়, সেটাকেই কাপড়ে তুলে আনা। আর প্রশংসনীয় এই সৃষ্টির নেপথ্যে ছিলেন আমার খুব প্রিয় ডিজাইনার বিপ্লব সাহা। নানা কিছু তাঁর মাথায় খেলে। এবারও তেমন কিছুই তিনি করেছেন। গ্রীষ্মের সঙ্গসুধা, অর্থাৎ নানা ফল হয়েছে তাঁর সৃজন প্রেরণা। এসব ফলের বেশির ভাগই গ্রীষ্মের। মাল্টা তো সারা বছরই পাওয়া যায়। আর কমলা শীতের হলেও এখনো আছে বাজারে। ফলে গ্রীষ্মের ফলের সঙ্গে এই দুটি ফল যোগ হয়েছে। তাতে রঙের প্যালেট হয়েছে বৈচিত্র্যময়।

কমলা হয়েছে প্রেরণা
কমলা হয়েছে প্রেরণা

আবার ফটোশুটও তিনি করেছেন অকুস্থলে। মানে প্রতিটি ফলের সমাহারকে তিনি বেছে নিয়েছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এতে পোশাকের রং আর ফলের রং এবং আবহ এক চমৎকার দ্যোতনার সৃষ্টির করেছে। দিন কয়েক আগে তাঁর সঙ্গে এ বিষয় নিয়ে কথা হচ্ছিল। তিনি জানালেন ফলের রঙে উদ্বুদ্ধ হয়ে নতুন সংগ্রহ তৈরির বিষয়টি। তাঁর এমন কাজের সঙ্গে পূর্বসম্পৃক্ততার কারণে বুঝে নিতে অসুবিধা হয়নি কী হতে পারে। তিনি অবশ্য ছবিগুলো শেয়ার করেন।

বিজ্ঞাপন

এরপর বিস্তারিত কথা হয়। বিপ্লব সাহা জানান তাঁর এই সংগ্রহ তৈরির নেপথ্য ভাবনা ও আনুষঙ্গিক সব বিষয়। আসলে চিত্রশিল্পী হিসেবে তাঁর প্রকৃতি–অনুরাগ সহজাত। তাঁর সৃষ্টিতেও সেটা বারবার দেখা গেছে। এটাও ব্যতিক্রম নয়, বরং উপরন্তু বাংলার ঋতুবৈচিত্র্য তাঁকে সৃষ্টির প্রেরণা দেয়। এই সংগ্রহ সৃষ্টিতেও প্রকৃতির অনাবিল বর্ণবৈচিত্র্য তাঁকে উদ্দীপ্ত করেছে।

মাল্টার রঙে প্রাণিত পোশাক
মাল্টার রঙে প্রাণিত পোশাক

এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘আমরা কিন্তু কোনো রঙের প্রসঙ্গ এলে প্রকৃতির কোনো না কোনো ফল, ফুল বা পাতার রঙের তুলনা করি। এটাই প্রমাণ করে, প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে। এ জন্যই একটা ভালো কাজে প্রকৃতির এই সময়ের ফলের রঙে আস্থা রাখি।’

কথায় কথায় বিপ্লব সাহা জানান শুটের পরিকল্পনাও। সেটা যে খুব সহজ ছিল, তা নয়। তবু তিনি ঠিকই সামলে নিয়েছেন। প্রচণ্ড গরমের কারণে এই সংগ্রহ তৈরিতে কিছুটা বিলম্ব হলেও গরম উপেক্ষা করে বাইরেই শুট করেছেন। যেটা যেখানে পেয়েছেন, সেখানেই গেছেন।

কাঁচা আমের সবুজ টি–শার্টে অন্যরকম লাগে
কাঁচা আমের সবুজ টি–শার্টে অন্যরকম লাগে

‘ইনডোরে হয়তো করা যেত, গ্রাফিকসের সাহায্যও নেওয়া যেত; কিন্তু আমি সেটা চাইনি। তাই গরম সত্ত্বেও বাইরে গিয়ে শুট করেছি। মডেল সিয়াম আর ফটোগ্রাফার সুজনকে নিয়ে ঘুরে ঘুরে শুট করি,’ যোগ করেছেন বিপ্লব সাহা। খুব আরামদায়ক আর আকর্ষণীয় এই সংগ্রহে রয়েছে কেবল ছেলেদের পোশাক। মেয়েরা একটু হতাশ হতেই পারেন। তবে ভবিষ্যতে তাঁদের জন্য নিশ্চয়ই নতুন কিছু সংগ্রহ করবেন বিপ্লব সাহা।

গরমে ওষ্ঠাগত এখন সবাই। বর্ষার অপেক্ষায় দিন গুনছেন। এই সময়ে এমন পোশাক সংগ্রহ ফ্যাশনপ্রেমীদের আন্দোলিত করতেই পারে। দৃষ্টিনন্দন সব রং আর আরামদায়ক কাপড় পরার আনন্দ নিশ্চিতের পাশাপাশি গরমের ক্লেশ থেকেও মুক্তি দেবে, কোনো সন্দেহ নেই। এই সংগ্রহ পাওয়া যাবে বিশ্বরঙের সব আউটলেটে। বিশ্বরঙের সাব–ব্র্যান্ড বিআর কোড বাই বিপ্লব সাহার অধীনে বাজারজাত করা হয়েছে এই সংগ্রহের সব পোশাক।

ভাবনা, পরিকল্পনা ও বাস্তবায়ন: বিপ্লব সাহা
মডেল: সিয়াম সোবহান
ছবি: জি এম সুজন
মেকআপ: জয়ন্ত রায়
সৌজন্য: বিআর কোড

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন