বিইউএফটি–ইয়েলো গাঁটছড়ায় শিক্ষার্থীদের নতুন সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন রিপোর্ট

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ব্র্যান্ডের পেশাদার পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে ফ্যাশন ডিজাইন কোলাবোরেট করে দেশের শীর্ষ সারির ব্র্যান্ড ইয়েলোর সঙ্গে।

প্রাথমিকভাবে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি আর ফ্যাশন স্টাডিজ বিভাগের দুটি ব্যাচের ১০২ জন অংশ নেন। সেখান থেকে চূড়ান্তভাবে মনোনীত হয় ১৮ জন। তাঁরা ইয়েলোর ডিজাইন স্টুডিওতে দুই মাস কাজ করে নতুন পোশাকের ডিজাইন করেছেন।

বিজ্ঞাপন

এটা ছিল একটি কোর্সের অংশ। আসলে শিক্ষার্থীদের পেশাদার পরিবেশে কাজের অভিজ্ঞতা দেওয়াই ছিল এই উদ্যোগের লক্ষ্য, জানালেন বিইউএফটির সহকারী অধ্যাপক শর্মিলী সরকার।

১৮ শিক্ষার্থীর কাজ নিয়ে সম্প্রতি বিইউএফটি আয়োজন করে ফ্যাশন ফেস্ট–২০২৩। এই অনুষ্ঠানে ফ্যাশন শোয়ে তিনটি কিউতে প্রদর্শিত হয়েছে ১৮২টি পোশাক। প্রথম কিউতে ছিল শিক্ষার্থীদের নিজস্ব কাজ। আর পরের দুইটি কিউতে ছিল ইয়েলোর জন্য করা তাঁদের ডিজাইন। তিনটি কিউতে প্রদর্শিত সব পোশাকই ছিল এথনিক আর ক্যাজুয়াল।

ছবি: সাইফুল ইসলাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১৩: ১০
বিজ্ঞাপন