জাহ্নবী, মালাইকা, দিশা, খুশির আবেদনময় লুকে গৌরব গুপ্তের ঝলমলে ব্রাইডাল কতুর শো
শেয়ার করুন
ফলো করুন

ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার গৌরব গুপ্ত। তাঁর ব্রাইডাল কতুর শো যে আলাদা রকমের স্পেশাল হবে, সেটাই স্বাভাবিক। শুক্রবার, ৭ আগস্ট মুম্বাইয়ে এই বর্ণাঢ্য শোয়ের মধ্যমণি হয়ে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভারা। দিশা পাটানি, খুশি কাপুর আর মালাইকা অরোরার আবেদনময় লুকে মুগ্ধ হয়েছেন সবাই। এদিকে নতুন পরম সুন্দরী সিনেমার জুটি জাহ্নবী কাপুর আর সিদ্ধার্থ মালহোত্রার লুক কেড়ে নিয়েছে এ রাতের স্পটলাইট। চলুন এক নজরে দেখে নিই এই ব্রাইডাল কতুর শোয়ের কিছু ঝলক।

১/৭
মালাইকা অরোরার আপডু হেয়ারস্টাইল আর ডিপনেক, এক্সট্রিম কাট আউট, হাই থাই স্লিট সাদা সিকুইনের গাউন থেকে চোখ ফেরানো দায়
মালাইকা অরোরার আপডু হেয়ারস্টাইল আর ডিপনেক, এক্সট্রিম কাট আউট, হাই থাই স্লিট সাদা সিকুইনের গাউন থেকে চোখ ফেরানো দায়
বিজ্ঞাপন
২/৭
খুশি কাপুর পরেছেন অফ হোয়াইট হাইনেক বডিকন ঘরানার স্লিভলেস কলাম গাউন। ছেড়ে রাখা স্ট্রেট চুলে নজর কাড়ছেন তিনি
খুশি কাপুর পরেছেন অফ হোয়াইট হাইনেক বডিকন ঘরানার স্লিভলেস কলাম গাউন। ছেড়ে রাখা স্ট্রেট চুলে নজর কাড়ছেন তিনি
বিজ্ঞাপন
৩/৭
দিশা পাটানির উজ্জ্বল নীল সিকুইনের স্ট্র্যাপলেস গাউনের বডিকন প্যাটার্ন আর ডিপ ড্রেপড হার্ট নেকলাইন আবেদন ছড়াচ্ছে। নজর কাড়ছে হীরা-স্যাফায়ারের নেকলেস।
দিশা পাটানির উজ্জ্বল নীল সিকুইনের স্ট্র্যাপলেস গাউনের বডিকন প্যাটার্ন আর ডিপ ড্রেপড হার্ট নেকলাইন আবেদন ছড়াচ্ছে। নজর কাড়ছে হীরা-স্যাফায়ারের নেকলেস।
৪/৭
এল ম্যাগাজিন তো কভারই করে ফেলেছে  জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা জুটির এ রাতের ব্রাইডাল লুক নিয়ে।
এল ম্যাগাজিন তো কভারই করে ফেলেছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা জুটির এ রাতের ব্রাইডাল লুক নিয়ে।
৫/৭
অফ দ্য শোল্ডার টপ আর  ম্যাচিং ঝলমলে হোয়াইট গোল্ড জরীর লেহেঙ্গায় জাহ্নবী নিয়ে নিয়েছেন লাইমলাইট। ভেইলড লুকে ব্রাইডাল আমেজ। গয়না মিনিমাল।
অফ দ্য শোল্ডার টপ আর ম্যাচিং ঝলমলে হোয়াইট গোল্ড জরীর লেহেঙ্গায় জাহ্নবী নিয়ে নিয়েছেন লাইমলাইট। ভেইলড লুকে ব্রাইডাল আমেজ। গয়না মিনিমাল।
৬/৭
ডিজাইনার গৌরব গুপ্তের সঙ্গে জাহ্নবী
ডিজাইনার গৌরব গুপ্তের সঙ্গে জাহ্নবী
৭/৭
রাজকীয় আমেজের অফ হোয়াইট শেরওয়ানি, পাজামা, নাগরা আর উত্তরীয় মিলিয়ে সিদ্ধার্থকেও কম কিছু লাগছে না
রাজকীয় আমেজের অফ হোয়াইট শেরওয়ানি, পাজামা, নাগরা আর উত্তরীয় মিলিয়ে সিদ্ধার্থকেও কম কিছু লাগছে না

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪: ৪৬
বিজ্ঞাপন