ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার গৌরব গুপ্ত। তাঁর ব্রাইডাল কতুর শো যে আলাদা রকমের স্পেশাল হবে, সেটাই স্বাভাবিক। শুক্রবার, ৭ আগস্ট মুম্বাইয়ে এই বর্ণাঢ্য শোয়ের মধ্যমণি হয়ে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভারা। দিশা পাটানি, খুশি কাপুর আর মালাইকা অরোরার আবেদনময় লুকে মুগ্ধ হয়েছেন সবাই। এদিকে নতুন পরম সুন্দরী সিনেমার জুটি জাহ্নবী কাপুর আর সিদ্ধার্থ মালহোত্রার লুক কেড়ে নিয়েছে এ রাতের স্পটলাইট। চলুন এক নজরে দেখে নিই এই ব্রাইডাল কতুর শোয়ের কিছু ঝলক।
ছবি: ইন্সটাগ্রাম