প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যার সম্মুখীন হয় এদেশের নিম্নাঞ্চলগুলো। তবে এবারে বন্যার প্রকোপ অকস্মাৎ হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে কয়েকগুণ। তার পূর্বের রাজনৈতিক অস্থিরতার কথা তো সবারই জানা। বন্যা কবলিত এলাকা শুধু বন্যার সময়ই নয়, বন্যা পরবর্তী সময়েও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। পানি নেমে গেলেও ভূমিতে এর ভয়াবহ প্রভাব রয়ে যায় বেশ কিছুদিন। যাদের ঘর-বাড়ি ও অর্থ আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণ প্রয়োজন হয়। আর সেই কথাটি সত্য আর্টিজানদের বেলায়ও। পানি উঠে নষ্ট হয় তাঁদের একমাত্র আয়ের উৎস তাঁত। প্রয়োজনীয় যন্ত্রপাতি ডুবে ক্ষতিগ্রস্ত হয় মৃৎশিল্পীসহ অন্যান্য প্রান্তিক পর্যায়ের শিল্পীরাও।
আশার বাণী এই যে, এই সংকট মোকাবিলায় এগিয়ে আসছেন সর্বস্তরের মানুষ। বসে নেই ফ্যাশন ইন্ডাস্ট্রির সদস্যরাও। নিজেদের এক্সক্লুসিভ কালেকশন নিলামে তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুপরিচিত ডিজাইনার আফসানা ফেরদৌসী। আফসানা ফেরদৌসী বাংলাদেশের একটি পরিবেশবান্ধব ব্র্যান্ড। দেশের কাঁচামাল দিয়ে টেকসই পোশাক তৈরি করেন। এ ছাড়াও দেশীয় ঐতিহ্যকে দেশে ও দেশের বাইরে বিভিন্ন ফ্যাশন শো এবং প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন। বন্যার এই ক্রান্তিকালে, আফসানা তাঁদের ফ্যাশন শো ও প্রদর্শনীর এক্সক্লুসিভ পণ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলামে তুলেছেন। বিড করা যাবে এই ফ্যাশন লেবেলের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজের মন্তব্য ঘরে।
নিলামে তোলা পোশাকগুলো প্রতিটি তৈরি করা হয়েছিল ফ্যাশন শো ও প্রদর্শনীর জন্য৷ অর্থাৎ এক নকশার একটি মাত্র পোশাকই হয় আফসানা ফেরদৌসী লেবেলের। আর বিশেষ আকর্ষণ হলো, সবগুলো পোশাক পরিবেশবান্ধব। প্রাকৃতিক রং দিয়ে ডাই করা কাপড়ে কাঁথা স্টিচ করে নানা গল্প ফুটিয়ে তোলেন আফসানা কখনো মাছ ও নদীর গল্প, কখনো বনের গল্প, কিংবা কখনো পশুপাখির গল্প। নিলামে তোলা প্রতিটি পোশাকের নকশাতেই এমন অভিনব কিছু গল্প থাকবে।
প্রতিদিন দুটো পোশাক নিলামে তোলার কথা ভেবেছেন আফসানা। মোট পাঁচটি এক্সক্লুসিভ পোশাক এভাবে নিলামে তোলা হবে।
সর্বোচ্চ বিড করা ব্যক্তির কাছে পোশাকটি বিক্রি করা হবে। আর প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে দেওয়া হবে তাদের গৃহ পুনর্বাসন ও কর্মসংস্থান উন্নয়নে।
'বন্যা পরবর্তী সংকট মোকাবিলাকেও আসলে গুরুত্ব দিতে হবে। অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে এই দুর্যোগে। বন্যার পর সবচেয়ে প্রয়োজন ঘর-বাড়িগুলো মেরামত করা। আর বন্যা আক্রান্ত এলাকায় অনেক আর্টিসানদের বসবাস রয়েছে। এসব এলাকার তাঁত শিল্পী, মৃৎশিল্পীদের একটি পরিবারকেও যেন আমরা আবার সাবলম্বী হতে সাহায্য করতে পারি তাই এই উদ্যোগ', জানান আফসানা ফেরদৌসী।
ছবি: আফসানা ফেরদৌসী