টাইমস স্কয়ার-এর বিলবোর্ডে ফারনাজ আলম
শেয়ার করুন
ফলো করুন

সদ্য শেষ হয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইকের স্প্রিং–সামার ২০২৩। এখানে নিজের ব্র্যান্ড কণা বাই ফারনাজ আলম নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার ফারনাজ আলম। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে আরেকটি খুশির খবর জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার-এর বিলবোর্ডে শোভা পাচ্ছে ফারনাজ আলমের ছবি।

১/৪
ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে হাস্যোজ্জ্বল ফারনাজ আলম।
ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে হাস্যোজ্জ্বল ফারনাজ আলম।
বিজ্ঞাপন
২/৪
বিলবোর্ডে ফারনাজ আলমকে দেখা যাচ্ছে গোলাপি আউটফিট আর সাদা ফ্রেমের রেট্রো সানগ্লাসে। হাতে শোভা পাচ্ছে নিজের ব্র্যান্ড কণা বাই ফারনাজ আলম-এর মেকআপ পণ্য।
বিলবোর্ডে ফারনাজ আলমকে দেখা যাচ্ছে গোলাপি আউটফিট আর সাদা ফ্রেমের রেট্রো সানগ্লাসে। হাতে শোভা পাচ্ছে নিজের ব্র্যান্ড কণা বাই ফারনাজ আলম-এর মেকআপ পণ্য।
বিজ্ঞাপন
৩/৪
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খুশির খবর জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ও নিজ পরিবারের সবাইকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খুশির খবর জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ও নিজ পরিবারের সবাইকে।
৪/৪
ফারনাজ আলম ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন, কণা বাই ফারনাজ আলম এখন টাইমস স্কয়ার বিলবোর্ডে। নিউইয়র্ক ফ্যাশন উইক থেকে টাইমস স্কয়ার বিলবোর্ড পর্যন্ত এই অসাধারণ যাত্রায় যাঁরা নিঃশর্ত সমর্থন করেছেন, তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞ তিনি। টাইমস স্কয়ার বিলবোর্ড এবং ফ্যাশন সপ্তাহ ছাড়া এটা সম্ভব হতো না।
ফারনাজ আলম ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন, কণা বাই ফারনাজ আলম এখন টাইমস স্কয়ার বিলবোর্ডে। নিউইয়র্ক ফ্যাশন উইক থেকে টাইমস স্কয়ার বিলবোর্ড পর্যন্ত এই অসাধারণ যাত্রায় যাঁরা নিঃশর্ত সমর্থন করেছেন, তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞ তিনি। টাইমস স্কয়ার বিলবোর্ড এবং ফ্যাশন সপ্তাহ ছাড়া এটা সম্ভব হতো না।
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১: ২২
বিজ্ঞাপন