লা রিভের ঈদ ও নার্গিসাস কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

জাহিদুল হক

ঈদ শব্দটি কানে ভেসে এলেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে মন। ধর্মীয় অনুভূতির পাশাপাশি নতুন পোশাক ও সুস্বাদু খাবার ঈদের আনন্দকে বাড়িয়ে তোলে বহু গুণ। এই আনন্দ–খুশিকে পূর্ণতা দিতে দেশি লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ তৈরি করেছে ঈদ ও এক্সক্লুসিভ-নার্গিসাস কালেকশন। বৃহস্পতিবার জমকালো ফ্যাশন শো ও ডিসপ্লের মাধ্যমে এর ফার্স্ট লুক সবার সামনে উন্মোচন করা হয়।

১/২১

অনুষ্ঠানে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস কালেকশনটি নিয়ে বলেন, ‘প্রতিটি ফ্যাশন সিজনে আমরা নতুন নতুন থিম নিয়ে কাজ করি। একটি দীর্ঘ অতিমারি শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি। এই আনন্দ আমরা প্রকাশ করছি আমাদের পোশাকের রঙের মাধ্যমে। তাই ঈদ কালেকশনের কালার প্যালেট বাছাই করা হয়েছে বিশেষভাবে। উজ্জ্বল কমলা বা জুসি অরেঞ্জকে মূল রং ধরে অন্য শেডগুলো বাছাই করেছি আমরা। উজ্জ্বল সবুজ আকাশি ও গাড় নীল, লাল, বাদামি, কমলা, হলুদ, কালো, মেরুন, অলিভ গ্রিন, পার্পল, টিল, অনিয়ন ও ব্লাশ পিংক ও প্যাস্টেল শেড দেখা যাবে এবার। কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে প্রাধান্য দিয়েছে লা রিভ। সিল্ক, হাফ সিল্ক, মসলিন, অরগাঞ্জা, ক্রেপ, সাটিন, জ্যাকার্ড, মার্সেরাইজড কটন, ভিসকোস ও ইন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটি কটন দিয়ে বোনা হয়েছে ঈদ ২০২৩ কালেকশন।

ছবি: সাইফুল ইসলাম

বিজ্ঞাপন
২/২১
আন্তর্জাতিক ফ্যাশন এবং ঈদের সব ট্রেন্ডি প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে লা রিভ ঈদ ২০২৩ কালেকশন।
আন্তর্জাতিক ফ্যাশন এবং ঈদের সব ট্রেন্ডি প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে লা রিভ ঈদ ২০২৩ কালেকশন।
বিজ্ঞাপন
৩/২১
বেশ কয়েকটি থিম ও প্রিন্টস্টোরিতে ঈদের স্টাইলগুলো সাজানো হয়েছে।
বেশ কয়েকটি থিম ও প্রিন্টস্টোরিতে ঈদের স্টাইলগুলো সাজানো হয়েছে।
৪/২১
ভারী কারচুপি, এমব্রয়ডারি ও হাতের কাজ করা স্টাইলগুলো সংকলিত হয়েছে ক্রাফটেড কিচ শিরোনামের থিমে।
ভারী কারচুপি, এমব্রয়ডারি ও হাতের কাজ করা স্টাইলগুলো সংকলিত হয়েছে ক্রাফটেড কিচ শিরোনামের থিমে।
৫/২১
উজ্জ্বল রঙের পেইন্টারলি গ্রাফিকস, লতাপাতা-ফুলের স্কুল, ব্রুস-স্টিচ ইত্যাদির প্রিন্টগুলোকে স্ক্রলিং গ্রাফিক স্টোরিতে সাজানো হয়েছে।
উজ্জ্বল রঙের পেইন্টারলি গ্রাফিকস, লতাপাতা-ফুলের স্কুল, ব্রুস-স্টিচ ইত্যাদির প্রিন্টগুলোকে স্ক্রলিং গ্রাফিক স্টোরিতে সাজানো হয়েছে।
৬/২১
অ্যানিমেল প্রিন্ট ও জিওমেট্রিক স্পটপ্রিন্ট দেখা যাবে স্পেকল ব্লাস্ট প্রিন্টস্টোরিতে।
অ্যানিমেল প্রিন্ট ও জিওমেট্রিক স্পটপ্রিন্ট দেখা যাবে স্পেকল ব্লাস্ট প্রিন্টস্টোরিতে।
৭/২১
মেয়েদের জন্য ঈদ কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ শাড়ি
মেয়েদের জন্য ঈদ কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ শাড়ি
৮/২১
জরি-কাতান, কাসাভু-কোটা, প্রিন্টেড হাফ সিল্ক ও মসলিনে তৈরি শাড়ির কালেকশন থাকছে লা রিভের ঈদের কালেকশনে
জরি-কাতান, কাসাভু-কোটা, প্রিন্টেড হাফ সিল্ক ও মসলিনে তৈরি শাড়ির কালেকশন থাকছে লা রিভের ঈদের কালেকশনে
৯/২১
থাকছে সালোয়ার–কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং ও মিডি টিউনিক, গাউন, টপস, শার্ট, ও আবায়া সেট
থাকছে সালোয়ার–কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং ও মিডি টিউনিক, গাউন, টপস, শার্ট, ও আবায়া সেট
১০/২১
বটমস কালেকশনে থাকছে ম্যাচিং পালাজ্জো, কুলোটস প্যান্টস, লেগিংস, স্কার্ট ও প্যান্টস স্টাইলস
বটমস কালেকশনে থাকছে ম্যাচিং পালাজ্জো, কুলোটস প্যান্টস, লেগিংস, স্কার্ট ও প্যান্টস স্টাইলস
১১/২১
লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাসে অভিজাত এবং মনোমুগ্ধকর সব ডিজাইন যোগ হয়েছে ঈদ উপলক্ষে
লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাসে অভিজাত এবং মনোমুগ্ধকর সব ডিজাইন যোগ হয়েছে ঈদ উপলক্ষে
১২/২১
নার্গিসাস কালেকশনের মূল বিষয় শিয়ার লেয়ারিং।
নার্গিসাস কালেকশনের মূল বিষয় শিয়ার লেয়ারিং।
১৩/২১
ঐতিহ্যবাহী মসলিনের মতো স্বচ্ছ কাপড়ে নিখুঁত হাতের কাজ নার্গিসাসের পোশাকগুলতে ভিন্ন ধরনের আবেদন তৈরি করেছে
ঐতিহ্যবাহী মসলিনের মতো স্বচ্ছ কাপড়ে নিখুঁত হাতের কাজ নার্গিসাসের পোশাকগুলতে ভিন্ন ধরনের আবেদন তৈরি করেছে
১৪/২১
পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট
পুরুষের ঈদ কালেকশনে থাকছে রুচিশীল কাজ করা ফিটেড, সেমি ফিট ও রেগুলার ফিট পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, কমফোর্ট শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট
১৫/২১
বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পাজামা, ডেনিম ও চিনোস প্যান্টস
বটমস কালেকশনে নানা ফিটের প্যান্ট পাজামা, ডেনিম ও চিনোস প্যান্টস
১৬/২১
শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের ঈদ কালেকশনে
শিশুদের ঈদের আনন্দ সম্পূর্ণ করতে সব ধরনের পোশাক থাকছে লা রিভের ঈদ কালেকশনে
১৭/২১
১৮/২১
মেয়েশিশুদের জন্য টিউনিক, ফ্রক ওভেন সেট, সালোয়ার–কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস রয়েছে কালেকশনে
মেয়েশিশুদের জন্য টিউনিক, ফ্রক ওভেন সেট, সালোয়ার–কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস রয়েছে কালেকশনে
১৯/২১
ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, পোলো, টি–শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টস ও পাজামা ডিজাইন করা হয়েছে
ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, পোলো, টি–শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং প্যান্টস ও পাজামা ডিজাইন করা হয়েছে
২০/২১
বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ঈদ পোশাক পাওয়া যাবে মিনি-মি কালেকশনে
বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং ঈদ পোশাক পাওয়া যাবে মিনি-মি কালেকশনে
২১/২১
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১৩: ১০
বিজ্ঞাপন