৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকার লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের নতুন কালেকশনের প্রদর্শনী। এই বিশেষ ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটবেন বলিউড হার্টথ্রব অর্জুন রামপাল। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন তিনি। এর আগে অর্জুন রামপাল ২০১০ সালে একটি কনসার্টে অংশগ্রহণ করতে এসেছিলেন।
জুরহেম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জুন রামপালের একটি ভিডিও পোস্ট করে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে অর্জুন রামপাল বলেছেন, ‘হাই ঢাকা। আমি অর্জুন রামপাল। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামনে অনুষ্ঠিত বিএইচএন এক্সপেরিয়েন্সেস ব্লু ড্রপস বাই জুরহেমে অংশ নিতে আসছি। ৭ জুন একটি দুর্দান্ত ইভেন্ট হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের সবাইকে দেখার জন্য অপেক্ষা করছি।’
জুরহেম প্রায় প্রতিবছরই তাদের নতুন কালেকশন প্রদর্শনীর জন্য এক্সক্লুসিভ ফ্যাশন শোর আয়োজন করে। এতে র্যাম্পে হাঁটেন দেশের প্রথম সারির জনপ্রিয় সব মডেল। এবারই প্রথম তাদের রানওয়েতে দেশের বাইরের কোনো তারকাকে হাঁটতে দেখা যাবে। এক্সক্লুসিভ এই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন কেবল জুরহেমের লয়্যাল কাস্টমাররা।
বলিউড তারকা অর্জুন রামপালের ক্যারিয়ারের শুরু হয়েছিলো মডেলিং দিয়ে। এরপর মডেলিং ছেড়ে অভিনয়ে মন দেন। দীর্ঘ অভিনয়জীবনে অনেক খ্যাতি ও পুরস্কার অর্জন করেছেন তিনি। এই ফ্যাশন শোর মধ্য দিয়ে বহু বছর পর র্যাম্পে ফিরছেন অর্জুন রামপাল।
ছবি: ইনস্টাগ্রাম