অনলাইন ভিত্তিক ফ্যাশন উদ্যোগ গথিয়া। ব্র্যান্ডটি মূলত আরামদায়ক পোশাক তৈরি করে থাকে। চোখে ও পরনে স্বস্তি দেয় এমন রং, নকশা ও কাটছাঁটের জন্য ফ্যাশনিস্তাদের কাছে পরিচিত তারা। এবার পূজা সংগ্রহেও মিলছে তার প্রমাণ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গথিয়া তাঁদের সংগ্রহে রেখেছে মিক্সড সিল্কে ডাই ও ব্লক প্রিন্ট করা শাড়ি। সাদা, লাল ও কালোতে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে তাঁদের পূজা সংগ্রহ। গথিয়ার শাড়িতে নজর কাড়ছে লতাপাতা ও ফুলেল মোটিফ। পূজার হুল্লোড়, হৈচৈ ও মণ্ডপে ঘুরে বেরানোর জন্য চাই আরামদায়ক শাড়ি। এক্ষেত্রে বেছে নেওয়া যায় গথিয়ার শাড়ি। সিল্ক আর সুতির মিশেলের এই শাড়িগুলো সহজেই সারাদিন পরে থাকা যাবে। কিশোরীদের কথা ভেবে ডিজাইন করা গথিয়ার শাড়ি ষোড়শী। এই বয়সী মেয়েরা সাধারণত নতুন শাড়ি পরা শেখে। তাই তারা হালকা ও আরামদায়ক শাড়ি পছন্দ করে।
এই শাড়ি সেই ধারারই। ওজনে হালকা হওয়ায় সুতি কাপড়ের মত ক্যারি করাও সহজ। তাই গথিয়ার স্বত্বাধিকারী ইশরাত জাহান অন্তরা এই সংগ্রহের শাড়ির নাম দিয়েছেন ষোড়শী শাড়ি। নামে ষোড়শী হলেও পরতে পারবেন সবাই। স্টাইলিং করা যাবে কোমরবন্ধনী দিয়ে। মিনিমাল নকশার হওয়ায় নানা কায়দায় ড্রেপিংও করা যাবে ইচ্ছেমতো। মানিয়ে যাবে অষ্টমী, নবমী ও দশমীর সাজে।
গথিয়ার এই লাল পাড়ের শুভ্র শাড়িটি দেখেই বুঝায় যায় এটি একদমই পূজার কথা ভেবে করা। সাদা জমিনের দু পাড় ডাই করা হয়েছে লালে। সেই পাড় ঘেঁষে সাদার ওপর লাল ও ধূসর ব্লকে ফুটে উঠেছে জ্যামিতিক নকশা। জমিনে বিমূর্ত ফুলেল মোটিফ নজর কাড়ছে। পাড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা করা হয়েছে আঁচল। বিজয়া দশমীতে মিনিমাল ও পরিপাটি লুক পেতে জড়িয়ে নেওয়া যায় গথিয়ার এই শাড়ি।
জবা ফুল থেকে প্রাণিত নকশার শাড়িও আছে ব্র্যান্ডটির এবারের সংগ্রহে। কালো জমিনে মোম ডাই করে আঁচলে ও পাড়ে ফুটিয়ে তোলা হয়েছে জবা। শাড়িটির নামও তাই রাখা হয়েছে 'রক্তজবা'।
যারা মোটিফ ছাড়া মিনিমাল নকশার শাড়ি খুঁজছেন, তাঁদের সঙ্গী হতে পারে গথিয়ার পূজা সংগ্রহের 'মসরোজ' শাড়ি। ইটলাল এই শাড়িটির পাড় ও আঁচলে সাদা মোমবাটিক নকশা করে হয়েছে। নানা রঙে পাওয়া যায় এই শাড়িটি। ইশরাত জাহান জানান, যারা একদম মিনিমাল নকশা কিংবা সলিড রং পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখে এই শাড়ির নকশা করা হয়েছে।
ছবি: গথিয়া