রোকাইয়া আহমেদ পূর্ণার এই সংগ্রহ উপস্থাপিত হয় বিনিয়োগ সম্মেলনে
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব–দরবারে নতুনভাবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন রোকাইয়া আহমেদ পূর্ণা। তিনি নিজের ব্র্যান্ড আরএপি নিয়ে হাজির ছিলেন গত মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সম্মেলন চলাকালে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবেই পূর্ণা তাঁর নতুন সিগনেচার কালেকশন উপস্থাপন করেন।

এই কালেকশনে বাংলাদেশের হস্তশিল্প ও ঐতিহ্যগত নকশার সঙ্গে আধুনিক ও টেকসই ফ্যাশনের চমৎকার মিশেল ঘটিয়েছেন। প্রতিটি পোশাকের ডিজাইনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গল্প, আর সেটা পরোক্ষে একটি সম্প্রদায়ের সংস্কৃতি ও তাদের সচেতন সৃষ্টিশীলতারই প্রকাশ।

রোকাইয়া আহমেদ পূর্ণার মতে, ফ্যাশন কেবল কোনো রঙিন মঞ্চ নয়; বরং এটা মূলত জীবনধারা। এ ছাড়া এটা সাংস্কৃতিক ও কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও। আরএপির এই প্রচেষ্টা তারই প্রতিফলন। পূর্ণার এই প্রচেষ্টার মাধ্যমে ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ লেবেলে পোশাক পৌঁছে যাবে বিশ্বমঞ্চে।

স্থানীয় কারুশিল্পীদের ক্ষমতায়ন, ঐতিহ্যগত শিল্প সংরক্ষণ ও পরিবেশবান্ধব অর্থনৈতিক মডেলকে কেন্দ্র করে আরএপির একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
আরএপি বস্তুত একটি ব্র্যান্ড নয়, এটি দেশীয় ফ্যাশন, জীবনধারা ও স্থানীয় কারিগরদের অবস্থার উন্নয়নেরই প্ল্যাটফর্ম।
ছবি: আরএপি

১/৮
বিজ্ঞাপন
২/৮
বিজ্ঞাপন
৩/৮
৪/৮
৫/৮
৬/৮
৭/৮
৮/৮
মডেলদের সঙ্গে রোকাইয়া আহমেদ পূর্ণা (বাঁ থেকে ষষ্ঠ)
মডেলদের সঙ্গে রোকাইয়া আহমেদ পূর্ণা (বাঁ থেকে ষষ্ঠ)
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৪: ৩০
বিজ্ঞাপন