কটির নাম 'মহাশয়'
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের মৌসুমে পুরুষদের নজরকাড়া লুক দিতে আর শীতের ফ্যাশনে বৈচিত্র্য আনতে সুপরিচিত অনলাইন ফ্যাশন উদ্যোগ হরিতকীর পুরুষের পোশাকের সংগ্রহ মহাশয় নিয়ে এসেছে চমৎকার সব কটি।

উষ্ণতা ও ফ্যাশন দুই-ই হবে মহাশয়ের কটিতে। হরিতকীর স্বত্বাধিকারী ও ডিজাইনার অনিক কুন্ডু পুরুষদের পোশাককে বৈচিত্র্যময় ও রঙিন করতে মহাশয় চালু করেছিলেন। ফ্যাশনেবল মহাশয়দের জন্য মহাশয় এবার তাই নিয়ে এলো বর্ণিল বিয়ে ও শীত সংগ্রহ ।

বিজ্ঞাপন

বিয়ের এই মৌসুমে পাঞ্জাবির লুকে জমকালো ভাব আনতে কটির জুড়ি মেলা ভার। আবার এদিকের শীতের দাপট কম বলে তা উড়িয়ে দেওয়া যাবে না৷ শীতের হিমেল বাতাস থেকে বাঁচাতে তাই মহাশয়ের কটিগুলোতে ফেব্রিকের ডবল লেয়ারিং করা হয়েছে। ভেতরের স্তরটি গ্যাবার্ডিন ও বাইরের স্তরটি সুগার টেক্সচারড ক্র্যাফট ফেব্রিকের।

আর তাতে করা হয়েছে বিচিত্র সব ডিজিটাল প্রিন্ট। কোনোটিতে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার ছোঁয়া তো কোনটিতে ভারতীয় উপমহাদেশের। চিরায়ত এসব নকশার পাশাপাশি মহাশয় এখন কাজ করছে ইউরোপীয় শিল্পকলা নিয়েও। এই শীতের কটি সংগ্রহে আছে ভ্যানগগের বিখ্যাত পেইন্টিং আমন্ড ব্লসম-এর প্রিন্ট। রঙিন এই কটিগুলোতে নিজেকে ফ্যাশনেবল উপস্থিতি নিশ্চিত করা যাবে যেকোনো আয়োজনে।

বিজ্ঞাপন

আমন্ড ব্লোসম কটি নজর কাড়ছে বিশেষ ভাবে৷ হরিতকী ও মহাশয়ের অভিনব ফিউশনধর্মী উপস্থাপন বরাবরই নজর কাড়ে ফ্যাশনপ্রেমীদের। ডিজাইনার অনিক কুন্ডু জানান, 'এখন পর্যন্ত ক্রেতাদের মাঝে সবচেয়ে জনপ্রিয় আমন্ড ব্লসম। আমাদের ডিজাইন প্যাটার্ন এখন পরিবর্তন করছি। অনেকদিন বাংলাদেশি ও ভারতীয় ঐতিহ্য নিয়ে কাজ করেছি। এখন ইউরোপীয় শিল্পকলা নিয়ে কাজ করতে চাচ্ছি। স্টারি নাইট করার পর এখন আমন্ড ব্লসম করেও বেশ সাড়া পেয়েছি।'

পাকা রং পেতে স্ক্রিন প্রিন্টের বদলে সবগুলো কটিতেই ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। মহাশয়ের কটিগুলোর বিশেষ ব্যাপার হল এগুলোর বোতাম। প্লাস্টিকের ব্যবহার কমাতে চারকোণা বোতামগুলো বানানো হয়েছে নারকেলের খোসা দিয়ে। আমন্ড ব্লোসম কটিটি কালো, সাদা রঙের পাঞ্জাবির সঙ্গে মানাবে বেশ। তা ছাড়া বাকি কটিগুলোও যেকোনো একরঙা পাঞ্জাবির সঙ্গে বেশ ফ্যাশনেবল হবে। বিয়ে, পার্টি কিংবা নানা আয়োজনে নজর কাড়বেই এই কটি। এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। তবে এখন শীতকালীন নানা অফার চলছে।

ছবি: মহাশয়

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৬: ০৭
বিজ্ঞাপন