হাল ফ্যাশন শপিং গাইড : চকবাজারের বাহারি গয়না
শেয়ার করুন
ফলো করুন

মাস না পেরোতেই ঈদ। চারদিকে ঈদের প্রস্তুতি নিয়ে বেশ তোড়জোড় চলছে। শাড়ি আর জামার সঙ্গেই জুড়ে থাকে গয়নার ভাবনা। সুলভে নয়নমনোহর গয়নার দেখা মেলা ভার। আবার ঈদে বোন কিংবা সখীদের সঙ্গে মিলিয়ে গয়না পরার একটা চিরাচরিত শখ তো লালন করেন অনেকেই। অনেকগুলো একই রকম গয়নার খোঁজে আপনিও ঢুঁ মেরে আসতে পারেন রাজধানীর চকবাজারের পাইকারি গয়নার মার্কেটে। চলুন তবে জেনে নেওয়া যাক চকবাজারের বাহারি গয়নার আদ্যোপান্ত।
সুলভ মূল্যে একই নকশার গয়নার পাইকারি সম্ভার এই মার্কেট। মূলত শহরের পাইকারি বেচাকেনার কেন্দ্রবিন্দু এটি। রাস্তার দুই পাশে সারি সারি সাজানো দোকান ছাড়াও বৈচিত্র্যময় কস্টিউম জুয়েলারি ঘরানার গয়নার খোঁজ পেতে চলে যেতে পারেন হাজী সেলিম টাওয়ার ও তার পার্শ্ববর্তী মার্কেটে।

চকবাজারের হাজী সেলিম টাওয়ারের দোতলায় দেখা মিলবে অনেক রঙের নকশা করা মিনাকারি গয়নার
চকবাজারের হাজী সেলিম টাওয়ারের দোতলায় দেখা মিলবে অনেক রঙের নকশা করা মিনাকারি গয়নার


সাবেকি নকশার মিনাকারি গয়না

এককালে নানি–দাদিদের গয়নার বাক্সে মিনাকারি গয়নার ছিল জোরাল উপস্থিতি। কালের বিবর্তনে পুরোনো গয়না আবার ফিরে আসছে আমাদের গয়নার বাক্সতেও—এমনই মত ফ্যাশনবোদ্ধাদের। সোনা, রুপা কিংবা যেকোনো মেটালে অন্য রঙের প্রলেপ দিয়ে নকশা করার নামই ‘মিনাকারি নকশা’। বিংশ শতাব্দীতে সুদূর পারস্য থেকে আসা নকশাকারেরা প্রথম ভারতবর্ষে এ গয়নার প্রচলন করেন। স্থানীয় কারিগরেরাও তাঁদের কাছ থেকে এ বিদ্যা রপ্ত করেন। ভারতের রাজস্থান ও গুজরাট মিনাকারি নকশার গয়না তৈরিতে সবচেয়ে বিখ্যাত।

কালের বিবর্তনে পুরোনো গয়না আবার ফিরে আসছে আমাদের গয়নার বাক্সতে
কালের বিবর্তনে পুরোনো গয়না আবার ফিরে আসছে আমাদের গয়নার বাক্সতে
মিনাকারি গয়নার চাহিদা রয়েছে তুঙ্গে
মিনাকারি গয়নার চাহিদা রয়েছে তুঙ্গে
 মিনাকারি নকশা করা ভারী গয়নার পাইকারি দাম ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা ছাড়িয়ে যায়
মিনাকারি নকশা করা ভারী গয়নার পাইকারি দাম ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা ছাড়িয়ে যায়

জয়পুরি গয়নার হাওয়া লেগেছে এবারের ঈদবাজারে। মিনাকারি গয়নার চাহিদাও রয়েছে তুঙ্গে। চকবাজারের হাজী সেলিম টাওয়ারের দোতলায় দেখা মিলবে এমন অনেক রঙের নকশা করা মিনাকারি গয়নার। জুয়েলারি আর্টের স্বত্বাধিকারী জানান, শুধু দেশীয় কারখানাতেও গয়না তৈরি করে থাকেন তাঁরা। ‘আইসি মিনা’ নামের নতুন ধরনের মিনাকারি নকশার প্রচলন হয়েছে ফ্যাশন পাড়ায়। এ ক্ষেত্রে মিনাকারির রংটি কম উজ্জ্বল ও কিছুটা ম্যাট ঘরানার হয়ে থাকে। মিনাকারি নকশা করা ভারী গয়নার পাইকারি দাম ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন

রংবেরঙের ভাংচুর পাথর ও ক্যাটস আই–এর মোহনীয় গয়না

এবারের ঈদে গয়নার বাজার দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকমের রংবেরঙের পাথর। ট্রেন্ডে আছে মুক্তাও। ক্যাটস আই বা বিড়ালের চোখের মতো জ্বলজ্বলে পাথর হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। গয়নার নকশায় শোভা পাচ্ছে ‘ভাংচুর পাথর’ বা ‘ক্রাশড স্টোনস’। এডি স্টোন দিয়ে তৈরি ঝাপটা ও রতনচূড়ের ব্যাপক চাহিদা।
ইমিটেশন ও মেটালের বিভিন্ন গয়নার সমাহার ছাড়াও নেপালি পাথর দিয়ে তৈরি ডুয়েল টোনের গয়নার দেখা মেলে পাশের দোকানেই। কেবল ঐতিহ্যবাহী গয়নাই নয়, বিভিন্ন ধরনের পাথরের কদর আছে স্টেটমেন্ট গয়নায়ও। সাধারণত ছয় পিসের নিচে বিক্রি হয় না এসব গয়না। তবে ক্রেতার চাহিদা বিবেচনায় দুয়েকটা গয়না আলাদা বিক্রি করতেও কার্পণ্য করেন না বিক্রেতারা!

ইমিটেশন ও মেটালের বিভিন্ন গয়নার সমাহার ছাড়াও আছে নেপালি পাথর দিয়ে তৈরি ডুয়েল টোনের গয়না
ইমিটেশন ও মেটালের বিভিন্ন গয়নার সমাহার ছাড়াও আছে নেপালি পাথর দিয়ে তৈরি ডুয়েল টোনের গয়না
ঈদে গয়নার বাজার দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকমের রংবেরঙের পাথর
ঈদে গয়নার বাজার দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকমের রংবেরঙের পাথর
ক্যাটস আই বা বিড়ালের চোখের মতো জ্বলজ্বলে পাথর হয়ে উঠেছে বেশ জনপ্রিয়
ক্যাটস আই বা বিড়ালের চোখের মতো জ্বলজ্বলে পাথর হয়ে উঠেছে বেশ জনপ্রিয়
ক্রেতার চাহিদা বিবেচনায় দুয়েকটা গয়না আলাদা বিক্রি করতেও কার্পণ্য করেন না বিক্রেতারা
ক্রেতার চাহিদা বিবেচনায় দুয়েকটা গয়না আলাদা বিক্রি করতেও কার্পণ্য করেন না বিক্রেতারা

হালের ফ্যাশনে স্টেটমেন্ট গয়নার রাজত্ব

সাবেকি ও ঐতিহ্যবাহী গয়নার প্রতি ভালো লাগা তো সবারই থাকবে, তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাও তো চাই। তাই হালের ফ্যাশনে স্টেটমেন্ট ও বিভিন্ন মেটালের আধুনিক গয়নার চাহিদাও আছে বেশ। এমনই এক গয়নার দোকান ঝুমকার কর্ণধার জানান, প্রতিবারের মতো এবারও বিভিন্ন মেটালে তৈরি এসব গহনার চাহিদা ব্যাপক। ক্রিস্টাল ও মেটালে তৈরি গয়না রয়েছে। বেশ বড় আকৃতির সোনার পরত চড়ানো গোল্ড প্লেটেড স্টাডগুলোর পাইকারি মূল্য ১৬০ টাকা থেকে শুরু। ছোট আকৃতির স্টাডের সেটের মূল্য ১১০ টাকা। ক্রিস্টালের হাতের গয়নাগুলোও বেশ নজরকাড়া। ব্রেসলেটের মূল্য ১৪০ টাকা আর গলার মালা ২৫০ টাকা। তবে এগুলো সর্বনিম্ন ১২টা করে পাইকারি মূল্যে বিক্রি করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সবার প্রিয় অক্সিডাইজড গয়না

অক্সিডাইজড সিলভার শেডের ব্রাস মেটালের তৈরি গয়না আর তামার ওপর কালো রঙের পরত দেওয়া ব্ল্যাক পলিশড গয়না বোহেমিয়ান ফ্যাশন থেকে শুরু করে ঐতিহ্যবাহী দেশীয় লুক—সবটাতেই মানানসই। এ কারণে ফ্যাশন–সচেতন তরুণীদেরও খুব প্রিয় এটি। অক্সিডাইজড গয়নার বিশাল পসরার খোঁজ মেলে চকবাজারের দোকানগুলোয়। বেশির ভাগই নাকি জয়পুর শহর থেকে আসা জয়পুরি গয়না। অক্সিডাইজড গয়নাতেও রয়েছে কুন্দন বা পলকির মতো পাথরের রেপ্লিকা বসানো। আছে বেশ অন্য রকম ঢঙের রিকশাচিত্র আঁকা অক্সিডাইজড রুপার গয়নাও। এসব গয়নার পাইকারি মূল্য ১৬০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা অবধি যায়। রিকশাচিত্র আর বিভিন্ন মোটিফ আঁকা গয়নার দাম একটু বেশি। পাইকারি মূল্য ৭০০ টাকা থেকে শুরু হয়।

 অক্সিডাইজড গয়নার বিশাল পসরার খোঁজ মেলে চকবাজারের দোকানগুলোয়
অক্সিডাইজড গয়নার বিশাল পসরার খোঁজ মেলে চকবাজারের দোকানগুলোয়
 রেশমি কাচের চুড়ি, তামার ওপর মখমলের কাজ করা চুড়ির চাহিদা সবচেয়ে বেশি
রেশমি কাচের চুড়ি, তামার ওপর মখমলের কাজ করা চুড়ির চাহিদা সবচেয়ে বেশি

রেশমি চুড়ি বেলোয়ারি

চুড়ি ছাড়া যেন ঈদের সাজ অসম্পূর্ণ রয়ে যায়। চকবাজারের পাইকারি দোকানগুলো হরেক রকমের চুড়ির জন্য বেশ প্রশংসা কুড়ায় বরাবরই। নেওয়াজ স্টোরসের কর্ণধার রায়হান হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, রেশমি কাচের চুড়ি, তামার ওপর মখমলের কাজ করা চুড়ির চাহিদা সবচেয়ে বেশি। সিরামিকসের ওপর পাথর বসানো চুড়িও বিক্রি হচ্ছে খুব। চব্বিশ মুঠো কাচের চুড়িতে একটা সেট করেন তাঁরা। পাইকারি দামে ৬২০ টাকায় বিক্রি হয় এটি। কাচের ওপর মিনাকারি কাজের চুড়িও বিক্রি হচ্ছে চকবাজারে।

ছবি: লেখক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১০: ৪৩
বিজ্ঞাপন