ঐতিহ্য ও ফিউশনের মেলবন্ধনে পূর্ণতা
শেয়ার করুন
ফলো করুন

দশমীর দিনের জন্য মেয়েরা বেছে নিতে পারেন ঐতিহ্যবাহী জামদানি। দশমীর সাজে ভিন্নতা আনতে ফিউশনধর্মী পোশাক, যেমন শারারা প্যান্টের সঙ্গে গর্জিয়াস ক্রপ টপ পরা যেতে পারে। সব ধরনের পোশাকের সঙ্গে সাবেকি গয়না খুব ভালো মানিয়ে যাবে।

মডেল: মৌটুসী ও নুর; শাড়ি: মোহাম্মদ আব্দুল জব্বার; পাঞ্জাবি: কিউরিয়াস, গয়না: সিক্স ইয়ার্ড স্টোরি, মেকআপ: হাসান খান, স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট

এদিনের সাজ জমকালো হলে ক্ষতি নেই। মেকআপে বেজ ভারী না হলেও একটু বেশি করে ব্লাশন বা ব্রোঞ্জার দেওয়া যেতে পারে। মুখের মেকআপের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখ ও ঠোঁট হালকা বা ভারী—দুইভাবেই সাজানো যেতে পারে।

বিজ্ঞাপন

ছেলেরা এদিন বেছে নিতে পারেন নরম সিল্কের পাঞ্জাবি ও ধুতি। রঙিন ধুতির ট্রেন্ড নতুন নয়। তাই জামদানি শাড়িকে ধুতির মতো করে পরলেও বেশ লাগবে।

মডেল: নুর; পোশাক: কিউরিয়াস, মেকআপ: হাসান খান, স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট

এ ছাড়া শার্ট ও গ্যাবার্ডিন জিনস পরেও বিজয়া দশমীর দিনটা কাটিয়ে দেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন
লাল শারারার সঙ্গে সোনালি এমব্রয়ডারি করা স্লিভলেস ক্রপ টপ। হাতে অষ্টধাতুর বালা। গলায় গোল্ড প্লেটেড হার।
লাল শারারার সঙ্গে সোনালি এমব্রয়ডারি করা স্লিভলেস ক্রপ টপ। হাতে অষ্টধাতুর বালা। গলায় গোল্ড প্লেটেড হার।
মডেল: মৌটুসী; পোশাক: সাহা অফিশিয়াল; গয়না: সিক্স ইয়ার্ড স্টোরি ও কিউরিয়াস; মেকআপ: হাসান খান; স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট
সিল্কের মেরুন পাঞ্জাবি। সঙ্গে টিয়া জামদানি শাড়ি দিয়ে ধুতি পরা হয়েছে। হাতে রুপার বালা।
সিল্কের মেরুন পাঞ্জাবি। সঙ্গে টিয়া জামদানি শাড়ি দিয়ে ধুতি পরা হয়েছে। হাতে রুপার বালা।
মডেল: নুর; শাড়ি: মোহাম্মদ আব্দুল জব্বার; পাঞ্জাবি: কিউরিয়াস; মেকআপ: হাসান খান; স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট
হালকা জামরঙা জামদানি। গলায় পাথরের তিন লহরের হার।
হালকা জামরঙা জামদানি। গলায় পাথরের তিন লহরের হার।
মডেল: মৌটুসী; শাড়ি: মোহাম্মদ আব্দুল জব্বার; গয়না: সিক্স ইয়ার্ড স্টোরি; মেকআপ: হাসান খান; স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট
ব্যান্ড কলারের সাদা ফিটেড শার্ট। সঙ্গে কালো গ্যাবার্ডিন।
ব্যান্ড কলারের সাদা ফিটেড শার্ট। সঙ্গে কালো গ্যাবার্ডিন।
মডেল: নুর; পোশাক: কিউরিয়াস; মেকআপ: হাসান খান; স্থান কৃতজ্ঞতা: জেফার রেস্টুরেন্ট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২: ১৯
বিজ্ঞাপন