বিজ্ঞাপন
সাড়াজাগানো সংগ্রহে সূচনা

মেহের। বাংলাদেশের সবচেয়ে নবীন হাই-এন্ড ফ্যাশন ব্র্যান্ড। প্রতিষ্ঠাতা সামিনা সারা বাংলাদেশের ফ্যাশন ও বিউটিজগতে এক সুপরিচিত নাম। মাত্র ২০ বছর বয়সে তিনি গড়ে তোলেন এলিগ্যান্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন। ব্র্যান্ডটি তাদের মেকওভার সার্ভিস ও অভিনব ফ্যাশনেবল আউটফিট দিয়ে সাধারণ মানুষ ও সেলিব্রিটি ফ্যাশনিস্তাদের মন জয় করে নিয়েছে। এই উদ্যোগের সাফল্যের পর সম্প্রতি সামিনা সারা লঞ্চ করলেন তাঁর নতুন লাক্সারি ব্র্যান্ড মেহের।

মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের
মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের

ব্র্যান্ডটির নতুন কালেকশনে নারী, পুরুষ ও শিশুদের জন্য আকর্ষণীয় সব ডিজাইনের হাই-এন্ড ড্রেস পাওয়া যাবে। মেহেরের বিশেষত্ব হলো ফিউশন। পশ্চিমা ডিজাইনের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী সূচিকর্মের অলংকরণে আন্তর্জাতিক মানের পোশাক উপহার দেওয়াই তাঁর উদ্দেশ্য।

এই গাউনগুলো মেহেরের সূচনা সংগ্রহের এক্সক্লুসিভ লাইন থেকে নেওয়া।

বিজ্ঞাপন
রাস্টিক নি লেন্থ স্লিভলেস গাউনের পেছনে রয়েছে আলাদা ট্রেনের লেয়ার।
রাস্টিক নি লেন্থ স্লিভলেস গাউনের পেছনে রয়েছে আলাদা ট্রেনের লেয়ার।
মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের
রয়্যাল ব্লু বডি হাগিং স্লিভলেস গাউন। পেছনে রয়েছে আকর্ষণীয় লম্বা ট্রেন।
রয়্যাল ব্লু বডি হাগিং স্লিভলেস গাউন। পেছনে রয়েছে আকর্ষণীয় লম্বা ট্রেন।
মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের
বিজ্ঞাপন
পিংক অফ শোল্ডার টুইল গাউন
পিংক অফ শোল্ডার টুইল গাউন
মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের
আইভরি অফ শোল্ডার গাউন। এর বাস্টে আছে সিলভার সিকুইনের এমবেলিশমেন্ট।
আইভরি অফ শোল্ডার গাউন। এর বাস্টে আছে সিলভার সিকুইনের এমবেলিশমেন্ট।
মডেল: শিরিন শিলা; পোশাক: মেহের
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০০: ০২
বিজ্ঞাপন
হাল ফ্যাশন