মনীশ মালহোত্রার পোশাক পরবেন পাইলট আর কেবিন ক্রুরা
শেয়ার করুন
ফলো করুন

স্টাইল স্টেটমেন্টে এক ধাপ এগিয়ে গেল ভারতের এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া। তারকাখ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাক পরবেন এই এয়ারলাইনসের পাইলট আর কেবিন ক্রুরা এখন থেকে।


নারী ক্রুদের জন্য মনীশ ডিজাইন করেছেন আধুনিক আমেজের অম্ব্রে ডিজাইনের শাড়ি। পুরুষ কেবিন ক্রুরা বন্ধ গলা কোট পরবেন। ক্ল্যাসিক কালো স্যুট রয়েছে ককপিটের ক্রুদের জন্য।

বিজ্ঞাপন

শাড়িটির ব্যাপারে একটু বিস্তারিত বলতেই হয়। রেডি টু ওয়্যার এই শাড়িগুলো নারী ক্রুদের আরাম ও সুবিধার কথা ভেবে তৈরি। সূক্ষ্ম ঐতিহ্যবাহী ঝারোখা প্রিন্ট করা এতে। সঙ্গে থাকছে একরঙা ব্লাউজ আর ব্লেজার।

এর সঙ্গে আরাম করে প্যান্টও পরা যাবে। জ্যেষ্ঠ ক্রুদের জন্য অম্ব্রে শেডে বেগুনি-বারগ্যান্ডি আর কনিষ্ঠ সদস্যদের জন্য থাকবে লাল-বেগুনি শাড়ির সঙ্গে লাল ব্লেজার। জুতাও ডিজাইন করেছেন মনীশ সবার জন্য। নারীরা পরবেন কালো-বাদামি ব্লক হিলস আর পুরুষদের জন্য রয়েছে কালো ব্রোগ স্টাইলের জুতা।

ছবি: মনীশ মালহোত্রার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১: ০০
বিজ্ঞাপন