ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাকের জন্য শিশু থেকে তরুণ–তরুণী সবার কাছেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জেন্টল পার্ক। ইতিমধ্যেই দেশীয় এই ব্র্যান্ডটি পৌঁছে গেছে দেশের ২২টি জেলায়। প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তিতে এবার নরসিংদীতেও পথচলা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক। ৫ অক্টোবর উদ্বোধন করা হয় এর ৫০তম শোরুমের। নরসিংদী জেলার স্টেশন রোড, বাজির মোড়ে এই শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী।
জেন্টল পার্কের ৫০তম এই শোরুমটির যাত্রা শুরুর দিনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আজিম চৌধুরী ও পরিচালক মোহাম্মদ নুরুদ্দীন জাহেদ চৌধুরী। স্থানীয় গণমাধ্যম ও ব্যবসায়ী নেতারাও এসেছিলেন অনুষ্ঠানে।
নরসিংদীবাসীর জন্য এই নতুন আউটলেটে বৈচিত্র্যময় পোশাক থাকছে শিশু, নারী, পুরুষ সবার জন্য। আরাম ও স্বস্তিকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এসব রেডি টু ওয়্যার পোশাক। রয়েছে গ্রীষ্মের উপযোগী প্লেন ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, নিটের জগিংওয়্যার ও তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক।
প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরীকে দেখতে ভিড় করেন তাঁর ভক্তরা। পাশাপাশি টোকেন অব লাভ হিসেবে বিশেষ ছাড়ে এ সময়ে কেনাকাটার সুযোগ পান স্থানীয় নরসিংদীবাসী। ফিতা ও কেক কেটে শোরুম উদ্বোধনের পর টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী জেন্টল পার্কের শোরুম ঘুরে দেখেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জেন্টল পার্ক শিগগিরই ট্যুরিস্টদের প্রিয় ডেস্টিনেশন কক্সবাজারে ভিন্ন ঘরানার নিরীক্ষাধর্মী পোশাক নিয়ে দেশের প্রথম বিচ প্রিমিয়াম ফ্যাশন আউটলেট চালু করবে। এ ছাড়া রিটেইল স্টোরের পাশাপাশি সারা দেশের গ্রাহকদের জন্য পোশাক মিলবে অনলাইন স্টোরেও।
ছবি: জেন্টল পার্ক