বড় বোন জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন কাপুরকন্যা খুশি
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন দুনিয়ায় দুই বোনেরই দৃপ্ত পদচারণা। তবে এবার ইন্ডিয়া কতুর উইকে তরুণ ডিজাইনার রিমজিম দাদুর মেটালিক অনসম্বলে শো স্টপার হয়ে বড় বোন জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন যেন ছোট কাপুরকন্যা খুশি। এর আগে আরেক উদীয়মান ডিজাইনার জয়ন্তী রেড্ডির লেহেঙ্গায় চোখ ধাঁধিয়েছিলেন জাহ্নবী কাপুর। তবে খুশি কাপুরের মেটালিক হলটারনেক টপের সাহসী নেকলাইন আর পুরোপুরি থ্রিডি আমেজের ভবিষ্যতকামী ডিজাইনের স্কার্টের লুকটি সত্যিই মুগ্ধ করার মতো। অক্সিন নামের এই অক্সিডাইজড মেটালের এমবেলিশমেন্ট ও স্ট্রাকচার্ড পিসে সাজানো কালেকশনে রিমজিম ট্রিবিউট দিয়েছেন ভারতের বানজারা যাযাবর সম্প্রদায়কে। যারা এই অক্সিডাইজড মেটালের বৈচিত্র্যময় অনুষঙ্গ লালন ও ধারণ করে আসছে যুগ যুগ ধরে।

১/৮
মেটালিক অনসম্বলের ভবিষ্যতকামী ডিজাইনে তাক লাগিয়েছেন খুশি কাপুর ইন্ডিয়া কতুর উইকে
মেটালিক অনসম্বলের ভবিষ্যতকামী ডিজাইনে তাক লাগিয়েছেন খুশি কাপুর ইন্ডিয়া কতুর উইকে
বিজ্ঞাপন
২/৮
স্ট্রাকচার্ড হলটারনেক টপে বোল্ড নেকলাইন। লম্বা বডিকন প্যাটার্নের স্কার্টে থ্রিডি চেইনমেইল
স্ট্রাকচার্ড হলটারনেক টপে বোল্ড নেকলাইন। লম্বা বডিকন প্যাটার্নের স্কার্টে থ্রিডি চেইনমেইল
বিজ্ঞাপন
৩/৮
তরুণ ডিজাইনার রিমজিম দাদুর অক্সিন কালেকশনের শো স্টপার হয়েছেন খুশি কাপুর
তরুণ ডিজাইনার রিমজিম দাদুর অক্সিন কালেকশনের শো স্টপার হয়েছেন খুশি কাপুর
৪/৮
নিখুঁত মেটালিক স্ট্রাকচারে তৈরি এই অনসম্বলের অনুপ্রেরণা ভারতের বাঞ্জারা নামের যাযাবর সম্প্রদায়
নিখুঁত মেটালিক স্ট্রাকচারে তৈরি এই অনসম্বলের অনুপ্রেরণা ভারতের বাঞ্জারা নামের যাযাবর সম্প্রদায়
৫/৮
তাদের ঐতিহ্যবাহী অক্সিডাইজড মেটালের বৈচিত্র্যময় সব গয়না আর অনুষঙ্গের প্রতি সার্থক ট্রিবিউট বলা চলে খুশি কাপুরের এই পোশাককে
তাদের ঐতিহ্যবাহী অক্সিডাইজড মেটালের বৈচিত্র্যময় সব গয়না আর অনুষঙ্গের প্রতি সার্থক ট্রিবিউট বলা চলে খুশি কাপুরের এই পোশাককে
৬/৮
অতুলনীয় গ্রেস আর স্টাইল স্টেটমেন্টে খুশি তুলে ধরেছেন রিমজিমের অনবদ্য সৃজন
অতুলনীয় গ্রেস আর স্টাইল স্টেটমেন্টে খুশি তুলে ধরেছেন রিমজিমের অনবদ্য সৃজন
৭/৮
জগত জুয়েলসের সাদা ও সবুজ পাথরের গয়না পরেছেন এর সঙ্গে খুশি। খোলা চুলে সেমি স্মোকি আই মেকআপ আর ন্যুড ব্রাউন লিপকালার দেখা যাচ্ছে
জগত জুয়েলসের সাদা ও সবুজ পাথরের গয়না পরেছেন এর সঙ্গে খুশি। খোলা চুলে সেমি স্মোকি আই মেকআপ আর ন্যুড ব্রাউন লিপকালার দেখা যাচ্ছে
৮/৮
ফ্যাশনপ্রেমীরা বলছেন, এবার বোন জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন খুশি ফ্যাশন দ্বৈরথে
ফ্যাশনপ্রেমীরা বলছেন, এবার বোন জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন খুশি ফ্যাশন দ্বৈরথে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৪: ৩৩
বিজ্ঞাপন