ফ্যাশন দুনিয়ায় দুই বোনেরই দৃপ্ত পদচারণা। তবে এবার ইন্ডিয়া কতুর উইকে তরুণ ডিজাইনার রিমজিম দাদুর মেটালিক অনসম্বলে শো স্টপার হয়ে বড় বোন জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন যেন ছোট কাপুরকন্যা খুশি। এর আগে আরেক উদীয়মান ডিজাইনার জয়ন্তী রেড্ডির লেহেঙ্গায় চোখ ধাঁধিয়েছিলেন জাহ্নবী কাপুর। তবে খুশি কাপুরের মেটালিক হলটারনেক টপের সাহসী নেকলাইন আর পুরোপুরি থ্রিডি আমেজের ভবিষ্যতকামী ডিজাইনের স্কার্টের লুকটি সত্যিই মুগ্ধ করার মতো। অক্সিন নামের এই অক্সিডাইজড মেটালের এমবেলিশমেন্ট ও স্ট্রাকচার্ড পিসে সাজানো কালেকশনে রিমজিম ট্রিবিউট দিয়েছেন ভারতের বানজারা যাযাবর সম্প্রদায়কে। যারা এই অক্সিডাইজড মেটালের বৈচিত্র্যময় অনুষঙ্গ লালন ও ধারণ করে আসছে যুগ যুগ ধরে।
ছবি: ইন্সটাগ্রাম