আগের মত শুধু শীত নিবারণ করাই এখন আর শীতের শপিংয়ের একমাত্র উদ্দেশ্য নয়। শীতে নিজের মতো করে উইন্টার লুক ক্রিয়েট করা, ট্রেন্ডি জামা কাপড় কেনা এখন বেশ জনপ্রিয় সবার মধ্যে। শেষ সময়ের শীত-শপিং করতে এক্সপোর্ট কোয়ালিটির শীতের জামা কাপড় কিংবা কম দামে ভালো কিছু কিনতে চাইলে ঘুরে আসতে পারেন উত্তরা থেকে। উত্তরায় হালকা বা বেশি শীতের শপিংয়ের জন্য স্থানীয়দের কাছে সবচেয়ে পছন্দের জায়গা রাজলক্ষী।
একই সঙ্গে অনেক দোকানের সমাহার এখানে। এই এলাকার রাস্তার ভ্যান কিংবা দোকান সবখানেই সবরকম ট্রেন্ডি শীতের জামাকাপড় পেয়ে যাবেন। মেয়েদের জামাকাপড় থেকে শুরু করে বাচ্চাদের কিংবা ছেলেদের সবার জন্য প্রয়োজনীয় কালেকশন আছে এখানে।
উত্তরায় মার্কেটগুলো সাধারণত প্রতি বুধবার বন্ধ থাকে। কিন্তু শপিং কমপ্লেক্স বন্ধ থাকলেও রাস্তার ওপরে ভ্যানে কিংবা স্তুপ করে বেচাবিক্রি চলতেই থাকে। দামের ক্ষেত্রে ৫০ টাকা থেকে শুরু করে হাজারও ছাড়িয়ে যায়।
প্রথমেই শুরু করা যাক রাস্তার ওপর বসা ভ্যানের কালেকশন নিয়ে। কি নেই এখানে! প্যান্ট, কোট, জ্যাকেট, ফরমাল, ইনফরমাল, কার্ডিগান, জিন্স ডেনিম আরো কত কি। চাইলে এখান থেকে করে ফেলতে পারেন সবচেয়ে কম বাজেটে ভালো শপিং।
শপিং করতে করতে হাঁপিয়ে গেলে করে ফেলতে পারেন স্ট্রিট ফুড এক্সপেরিমেন্ট। উত্তরায় সেক্টর ৩ এর ২ নম্বর রোড যেমন কম খরচে জামাকাপড় কেনার জন্য বিখ্যাত তেমনি বৈচিত্র্যময় খাবারদাবারও মিলবে এখানে।
শপিংয়ের জন্য আরেকটি ভালো জায়গা হতে পারে নিগার প্লাজার ৪ তলা। প্রতিবছর শীতের মৌসুমে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন থাকে নিগারে। নিরিবিলিতে দেখেশুনে পোশাক কিনতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন। কম বা বেশি দামী সবরকম রেঞ্জের জিনিস পেয়ে যাবেন। নিগার প্লাজায় মেয়েদের জামাকাপড়ের কালেকশন তুলনামুলক বেশি।
রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের তিনতলা কিংবা উত্তরা বঙ্গবাজারের নিচতলায়ও শীতের কাপড়ের ভালো কালেকশন পেয়ে যাবেন। ছেলেদের শীত-শপিংয়ের জন্য রাজলক্ষ্মী হতে পারে দারুণ অপশন।
ছেলেদের নানারকম হুডি আর জ্যাকেটসহ সবরকমের ট্রেন্ডি জিনিসের পসরা নিয়ে দোকানিরা বসেন এখানে। ঘুরে ফিরে দেখে কিনে ফেলতে পারেন পছন্দসই পোশাক।
মেট্রো থেকে নেমে সোজা রিকশা কিংবা বাসে করে চলে আসতে পারেন খালপাড়। খালপাড়ের মসজিদের সামনে সারি সারি ভ্যানে শীতের জামাকাপড় নিয়ে বসেন দোকানিরা। মেয়েদের বা ছেলেদের সবার জন্য প্রয়োজনীয় জিনিস আছে এখানে। রাস্তার বিপরীত পাশে কিছু দোকানে ওয়েস্টার্ন ও দেশি সবকিছু মিলিয়ে রয়েছে সবরকম শীতের জামাকাপড়।
তাছাড়া মাগুরা শপিং কমপ্লেক্সও হতে পারে শীত-শপিংয়ের জন্য ভালো একটা ডেস্টিনেশন।উত্তরায় শীতের শপিং করতে হলে হাতে একটু সময় নিয়ে ঘুরেফিরে দেখে কিনবেন। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে শপিংয়ের মাঝে ধোঁয়া ওঠা গরম গরম ভাপা পিঠা কিংবা নানারকম ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়ে নিতে পারেন। দেরি না করে আজই ঘুরেফিরে করে ফেলুন উত্তরায় শেষ সময়ের শীতের শপিং।
ছবি: লেখক