রাখঢাক ছেড়ে আগামী মেট গালার জন্য যে বোল্ড 'ড্যান্ডি' থিমের ঘোষণা এল
শেয়ার করুন
ফলো করুন

আজকাল আমরা খুব বেশি পলিটিকালি কারেক্ট হতে চাই। সাদাকে সাদা, কালোকে কালো বলা এক মহা অপরাধ বলে গণ্য হয়। বডি পজিটিভিটি আর ইনক্লুসিভ ফ্যাশনের শেখানো বুলির ভীড়ে প্রতিটি আলাদা জাতিসত্তার যে সমৃদ্ধ ফ্যাশন ইতিহাস আছে, তা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এবার বেশ সাহসী পদক্ষেপ নিয়েছে বলা যায় সেদিক থেকে বিশ্বের অন্যতম প্রধান ফ্যাশন ইভেন্ট মেট গালার আয়োজকরা। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য আগামী মেট গালার জন্য এক বোল্ড থিমের ঘোষণা এল অতি সম্প্রতি। আর এই থিমটি হলো, 'সুপারফাইন, টেইলরিং ব্ল্যাক স্টাইল'।

উচ্চারণ করতেও যেন একটু অস্বস্তি হচ্ছে সবার কৃষ্ণাঙ্গদের জন্য বরাদ্দ এই নিষিদ্ধ সম্বোধনটি। আজকাল 'পিপল অব কালার'সহ বিভিন্ন ডিপ্লোম্যাটিক শব্দ ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে এই জনগোষ্ঠীর জন্য। অবশ্য কৃষ্ণাঙ্গরা নিজেরা 'ব্ল্যাক হিস্ট্রি', 'ব্ল্যাক লাইভস ম্যাটার' ইত্যাদি সগর্বে বলে থাকেন। এমনকি দাসপ্রথা চলাকালীন শ্বেতাঙ্গ পশ্চিমারা 'ন' দিয়ে যে অত্যন্ত আপত্তিকর নামে ডাকতো তাঁদেরকে, সেটি বলেও নিজেদেরকে পরিচয় দেন অনায়াসে। যাই হোক, ফিরে আসি প্রসঙ্গে। এখন চলছে এক কঠিন সময়। যে যা বলে তাতেই দোষ হয়ে যায় আর বিরুদ্ধ মতের আঘাত আসে কঠোরভাবে। আর সেখানে মেট গালার এভাবে সোনালী অতীতে ফিরে গিয়ে কৃষ্ণাঙ্গ পুরুষদের অত্যন্ত বিশিষ্ট ফ্যাশন স্টেটমেন্টকে নিজেদের থিমে তুলে আনার সিদ্ধান্তকে বাহবা জানাতেই হয়।

বিজ্ঞাপন

ব্ল্যাক স্টাইল। আসলেই সে এক অনন্যসাধারণ ফ্যাশন ইতিহাসের গল্প। অতীতে শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গ পুরুষদের সাজপোশাক ছিল অত্যন্ত আলাদা আর সমৃদ্ধ। তাতে বোরিং বলে কিছুর অস্তিত্বই ছিল না। টেইলরিং করার কায়দাও খুব আলাদা ছিল তাঁদের। 'সুপার ফাইন' তো বটেই, সেই সঙ্গে 'সুপার ড্যান্ডি' বলা হতো এই স্টাইলিংকে। 'ড্যান্ডি' কথাটি আসলে বলে বোঝানো মুশকিল। এইযে এখন হিপহপকেন্দ্রিক কৃষ্ণাঙ্গ কমিউনিটি নিজেদের স্টাইল বোঝাতে 'সোয়্যাগ' কথাটি ব্যবহার করে, ঠিক সেরকমই।

শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গ পুরুষদের সাজপোশাক ছিল অত্যন্ত আলাদা আর সমৃদ্ধ
শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গ পুরুষদের সাজপোশাক ছিল অত্যন্ত আলাদা আর সমৃদ্ধ
লেবরন জেমসের স্যুটের লুকে আছে একটু বেশি কিছু
লেবরন জেমসের স্যুটের লুকে আছে একটু বেশি কিছু

আবার ভোগ সাময়িকী অনুযায়ী, এবারের এই থিমটির অনুপ্রেরণা নেওয়া হয়েছে কিন্তু নিউ ইয়র্কের বিখ্যাত বার্নার্ড কলেজের আফ্রিকান স্টাডিজ বিভাগের অধ্যাপক ও লেখিকা মনিকা মিলারের এক ফ্যাশনগবেষণাধর্মী বই থেকে। বইটির নাম 'স্লেভস টু ফ্যাশন: ড্যান্ডিজম অ্যান্ড দি স্টাইলিং অব ব্ল্যাক ডায়াস্পোরিক আইডেন্টিটি'। এর অর্থ দাঁড়ায়, ফ্যাশনের দাস: ড্যান্ডিজম ও ঘরছাড়া কৃষ্ণাঙ্গদের আত্মপরিচয়ের স্টাইলিং। দাস বা স্লেভের কথা কেন এসেছে সে তো সবাই বুঝতে পারছি আমরা। কিন্তু এই দাস হিসেবে পশ্চিমা দেশে এসে আত্মপরিচয় গড়ে তোলা সাহসী, উদ্যমী আর স্টাইলিশ এই কৃষ্ণাঙ্গ পুরুষেরা নিজেদের উপস্থাপনে যে কতটা স্বতন্ত্র হয়ে উঠেছিলেন, ইতিহাস তাঁর সাক্ষী। আর সেই আঠারশ শতাব্দীতেই এর শুরু।

বিজ্ঞাপন

'ড্যান্ডি' মানে আসলে একটু বেশিই স্টাইলসচেতন। একদিকে বর্ণবাদ আর অন্যদিকে সৌন্দর্যের সংকীর্ণ সংজ্ঞায় নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে ঠিক এরকমই হয়ে উঠেছিলেন কৃষ্ণাঙ্গ ফ্যাশনসচেতন পুরুষেরা। তাদের স্যুট বা শার্টের ফিটিং হতো একেবারে পারফেক্ট। বো-টাই বা পকেট স্কয়্যারটা যেন এক চুলও এদিক ওদিক না হয়, সে নিয়ে তাঁরা ছিলেন সতর্ক। ধোপদুরস্ত আর ফিটফাট তো বটেই, রঙের দিক থেকেও অনেক নিরীক্ষাধর্মী ছিল এই ড্যান্ডি স্টাইলের লুক। এমন বৈচিত্র্যময় কালার প্যালেটের স্যুটিং ম্যাটেরিয়াল ব্যবহার করতেন তাঁরা, যে নজর কাড়তেন সহজেই। আর এই ব্যাপারটি প্রথমদিকে শ্বেতাঙ্গদের মধ্যে ছিলই না।

'ড্যান্ডি' মানে আসলে একটু বেশিই স্টাইলসচেতন
'ড্যান্ডি' মানে আসলে একটু বেশিই স্টাইলসচেতন
কোলম্যান ডমিঙ্গো এখনও বডিহাগিং স্যুট আর বুক খোলা স্টাইল ধরে রেখেছেন
কোলম্যান ডমিঙ্গো এখনও বডিহাগিং স্যুট আর বুক খোলা স্টাইল ধরে রেখেছেন

পরবর্তীতে এই বডিহাগিং কাটের স্যুট টেইলরিং আর বুক খোলা শার্টের স্টাইলের সঙ্গে সঙ্গে কটকটে রঙের ফেব্রিক বা চেক ফেব্রিকের ফর্মাল পোশাককে নিজের করে নিয়েছিলেন কিংবদন্তি শ্বেতাঙ্গ সঙ্গীত তারকা এলভিস প্রিসলি। তবে এই স্টাইলটিকে ব্ল্যাক হিস্ট্রির এক সমৃদ্ধ অংশ হিসেবেই বিবেচনা করে আসছে ফ্যাশন দুনিয়া। আর এবারে এই ব্ল্যাক স্টাইলের ভরপুর উদযাপনের আগাম সুখবর দিল মেটগালা। উল্লেখ্য, ২০২৫ এর মেটগালায় গবেষক ও অধ্যাপক মিলার থাকছেন মেট গালার কিউরেটর অ্যান্ড্রু বোল্টনের সঙ্গে কিউরেশন সহযোগী হিসেবে।

এর আগের বার অর্থাৎ ২০২৪ সালের থিমটিও ছিল দারুণ; 'স্লিপিং বিউটিস: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন'। তবে এবারের থিমের বোল্ড ধরণ একে আলাদা করবে, আশা করছেন সবাই। আর ২০০৩ সালে পুরুষের স্কার্টের থিমের পর মেনজ ফ্যাশন নিয়ে আর তেমন কিছুই করা হয়নি এক্সক্লুসিভভাবে এখানে। সেদিক দিয়েও সকলে অধীর অপেক্ষা করছেন আগামী আসরের জন্য।

এসাপ রকি একবার মেটগালায় এসেছিলেন এমন বর্ণিল কুইল্ট চাপিয়ে
এসাপ রকি একবার মেটগালায় এসেছিলেন এমন বর্ণিল কুইল্ট চাপিয়ে
লিউইস হ্যামিলটনের ড্যান্ডি লুক
লিউইস হ্যামিলটনের ড্যান্ডি লুক

আর এবার লিল নাস এক্স বা এসাপ রকির মতো নিরীক্ষাধর্মী ফ্যাশন আইকনেরা এই ব্ল্যাক স্টাইল নিয়ে কী করেন, তা এক দেখার মতো বিষয় না হয়ে যায় না। আরও মজার ব্যাপার হচ্ছে, ২০২৫ এর মেট গালার জন্য যাঁদেরকে কো-চেয়ার হিসেবে মনোনীত করা হয়েছে তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ পুরুষ। এই তালিকায় থাকছেন লিউইস হ্যামিলটন, এসাপ রকি, কোলম্যান ডমিঙ্গো, ফ্যারেল উইলিমাস আর লেবরন জেমস। ফ্যাশনপ্রিয় মানুষদের জন্য এই নামগুলো মোটেও অচেনা নয়।

মেট গালা কী মনে আছে তো?

প্রতি বছর আয়োজিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের কস্টিউম ইন্সটিটিউটের এই চ্যারিটি ইভেন্ট। ইন্সটিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর সময়ই বিশ্বের অন্যতম বড় ও প্রধান এই ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এটি আসলে ফান্ড রেইজিং ইভেন্ট। সারা বিশ্বের ফ্যাশন বোদ্ধা, পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি আর ফ্যাশন আইকনদের উপস্থিতিতে প্রতি বছর মুখরিত হয় মেট গালা প্রাঙ্গণ এ উপলক্ষে। আর সেই সঙ্গে প্রত্যেকবারই আট অঙ্কের বিশাল পরিমাণ অর্থ জমা পড়ে ইন্সটিটিউটের তহবিলে, যা ফ্যাশন শিক্ষা ও গবেষণায় ব্যয় করা হয়।

লিল নাস এক্স এবার কী করেন কে জানে! এর আগে এমন স্যুটের সঙ্গে লম্বা নখ নিয়ে হাজির হয়েছিলেন তিনি
লিল নাস এক্স এবার কী করেন কে জানে! এর আগে এমন স্যুটের সঙ্গে লম্বা নখ নিয়ে হাজির হয়েছিলেন তিনি
ব্ল্যাক স্টাইলের আধুনিক রূপ বলা যায় ফ্যারেল উইলিমাসের চশমা, টাইয়ের বদলে পরা গয়না আর নজরকাড়া স্যুটিং ম্যাটেরিয়ালের সঙ্গে বেসবল ক্যাপের লুককে।
ব্ল্যাক স্টাইলের আধুনিক রূপ বলা যায় ফ্যারেল উইলিমাসের চশমা, টাইয়ের বদলে পরা গয়না আর নজরকাড়া স্যুটিং ম্যাটেরিয়ালের সঙ্গে বেসবল ক্যাপের লুককে।

কবে হচ্ছে আগামী মেট গালা

২০২৫-এর মে মাসের প্রথম সোমবার অর্থাৎ ৫ মে অনুষ্ঠিত হবে মেট গালা ইভেন্ট। শুনলে মনে হবে বেশ আগে আগেই এল ঘোষণা। তবে যে পরিমাণ প্রস্তুতি দরকার হয় মেট গালায়, সে তুলনায় এই সময়কাল কমই। এখন শুধু কাউন্টডাউনের পালা।

সূত্র: ভোগ, কসমোপলিটন

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫: ০৮
বিজ্ঞাপন