হাল ফ্যাশন শপিং গাইড: শেষ মুহূর্তের শপিংয়ে জুড়িহীন নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট
শেয়ার করুন
ফলো করুন

নারায়ণগঞ্জ ঢাকার খুব কাছের জেলা শহর। অল্প সময়েই পৌঁছে যাওয়া যায় এখানে। ঢাকার গুলিস্তান থেকে শীতল, উৎসব কিংবা বন্ধন বাসে করে আধা ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন নারায়ণগঞ্জ। শহরের প্রাণকেন্দ্রে বছরখানেক আগে গড়ে উঠেছে আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্স। নয়তলার এই বিশাল মার্কেটে রয়েছে সবার জন্য সবকিছু। চাষাঢ়া মোড়ের সান্ত্বনা মার্কেট থেকে বঙ্গবন্ধু সড়কের দিকে রিকশায় সাত-আট মিনিট সময়ে চলে যাওয়া যায় আলমাস পয়েন্টে। বেশ দূর থেকেই চোখে পড়ে নারায়ণগঞ্জ শহরের এই ঝলমলে শপিং মলটি।

এর বেজমেন্টে রয়েছে মীনাবাজার ও রাঙ্গুলি, নিচতলায় আল হারমাইন, ইয়েলো, ইও ইও সো, এক্সট্যাসি ও টাইম জোনের আউটলেট। প্রথম ও দ্বিতীয় তলায় আড়ং। প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলা জুড়ে সেইলর, দ্বিতীয় ও তৃতীয় তলায় পিং পং বাংলাদেশ। প্রথম তলায় আছে কে জেড জুয়েলারিজ, তৃতীয় তলায় লা রিভ আর চতুর্থ তলায় টুয়েলভ নবরূপা ও এভরিডে ফ্যাশন।

এরপর চোখে পড়বে পঞ্চম তলায় অ্যাপেক্স, ওরিয়ন,  জারা এক্সক্লুসিভ। ষষ্ঠ তলায় আছে বাটা, ভাইব্রেন্ট ও সোন পরী। সপ্তম তলায় গেলে পাবেন ইল্লিয়িন, জেন্টল পার্ক ও শু ওয়ার্ল্ড। আটতলায় বাবু ল্যান্ড কিডস জোন ও নবম তলায় আছে ফুড কোর্ট শেফস টেবিল।

বিজ্ঞাপন

নান্দনিক স্থাপত্যে আধুনিক মলটি নির্মাণ করা হয়েছে। ঈদের কেনাকাটার জন্য নারী, শিশু আর সববয়সী ক্রেতাদের ভিড় জমেছে এখানে। ঢুকতেই চোখে পড়েছে টার্কিশ আইসক্রিমের পারলার। হাতের ডানে দেখা মিলল বিশ্ববিখ্যাত আতরের চেইন শপ আল হারমেইনের আউটলেটের। তার পাশেই ইয়োলোর শোরুমে দেখা গেল ক্রেতাদের ভিড়। ওয়ান পিস, টু পিস, পাঞ্জাবি কিনছেন অনেকে। শিশুদের কর্নারেও দেখা গেল ভিড়। মডেস্ট ফ্যাশনে রোক্সানা মারিয়ামের ডিজাইনার লেবেল মারিয়ামাহ এনেছে এক্সক্লুসিভ কালেকশন। আবার এক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, আরামদায়ক সুতির কুর্তি আর কামিজের জন্যই এখানে আসা।

ইও ইও সো-র শোরুমে রয়েছে কালার কসমেটিকস, মেকআপ সামগ্রী, স্কিন কেয়ার পণ্যের বিশাল সংগ্রহ। এদিকে আড়ংয়ে সব সময়ই ঈদকেন্দ্রিক ক্রেতাদের ভিড় দেখা যায়। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি, শিশুদের পোশাক ও নারীদের গয়নার সেকশনে দেখা গেল প্রচুর ক্রেতাদের সমাগম। পাশেই রয়েছে সেইলরের বড় শোরুম যেখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা সেকশন রয়েছে।

সেইলরের আলমাস পয়েন্ট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফয়জুল ইসলাম বললেন, সেলাইবিহীন থ্রিপিসের চাহিদা এখানে বেশি। এ ছাড়া আছে হাই অ্যান্ড কুর্তি সেট, যার দাম শুরু হয় ৯০০০ টাকা থেকে ২৬০০০ টাকা পর্যন্ত। গাউন টাইপ কালেকশনের প্রতিও ক্রেতাদের আগ্রহ বেশি। ছেলেদের পাঞ্জাবির দাম ৯৯৯ থেকে ২৬ হাজার পর্যন্ত। ছেলেদের জন্য বিজনেস, ফর্মাল, ক্যাজুয়াল, শর্ট শাট রয়েছে। বাচ্চাদের জন্য টু–পিস, থ্রি–পিস, উয়োভেন টপস, ফ্রকের বড় সংগ্রহ আছে। এ ছাড়া ম্যাচিং জুতা, স্যান্ডেল, গয়না, বাচ্চাদের জুতা—সবই পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

আলমাস পয়েন্টে আরও রয়েছে পিং পং বাংলাদেশ, যেখানে থাইল্যান্ড, কোরিয়া, চায়না ও মালয়েশিয়া থেকে আনা গাউন, টপস, পার্টি ওয়্যার মডেস্ট ওয়্যার। লা রিভের শো রুমেও দেখা গেল ক্রেতাদের ভিড়। আউটলেট স্টাফ মেরিনা আক্তার জানালেন, মেয়েদের লং টিউনিকের চাহিদা অনেক বেশি। নারগিসাস কালেকশনের চাহিদা বেশি। বুকের অংশে আর নিচের দিকে ভারী কাজ নারীরা বেশি পছন্দ করেন।

ছেলেদের পাঞ্জাবি, পোলো, টি–শার্ট, আর ক্যাজুয়াল ও ফরমাল প্যান্টের মধ্যে চিনোস, বারমুডা বেশি চলছে। বটল গ্রিন, প্যাস্টেল গ্রিন, বেবি পিংক, লেমন ইয়েলোসহ বিভিন্ন হালকা রং সবাই পছন্দ করছেন। এক্সক্লুসিভ শাড়ির কালেকশন রয়েছে। দাম ৬০০০ থেকে ৩০ হাজার পর্যন্ত। বিলাসবহুল পাঞ্জাবির জন্য অনেকেই এসেছেন ইল্লিয়িন-এ।

টুয়েলভে মেয়েদের কুর্তি, কামিজ, টু–পিস, কো অর্ড বেশি চলছে। লেগিংস , জিনস, ওড়নাও পাওয়া যাবে। ছেলেদের পোলো টি–শার্ট, ফর্মাল শার্ট আর বেসিক থেকে প্রিমিয়াম পাঞ্জাবি রয়েছে। ১ হাজার ৮০০ থেকে ১২ হাজার পর্যন্ত দাম। কাবলি আর পাঞ্জাবি-কোটি সেটও আছে।

এবারের ঈদ কালেকশনগুলোতে আরামদায়ক কটন ও সিল্ক মিক্স কাপড় ব্যবহার করা হয়েছে। জরজেট, কটন লিনেন মিক্স, ব্লেন্ডেড কটন ও পলিয়েস্টার মিক্সও ব্যবহার করা হয়েছে। সব আউটলেটেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্যামিলি সেট। বাবা ছেলে, মা মেয়ে, পুরো পরিবারের জন্য রং মিলিয়ে পোশাক এনেছে প্রায় সব ব্র্যান্ড।


নবরূপার আউটলেটে দেখা গেল টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি, তন্তুজের সিল্ক শাড়ি, জামদানি শাড়ি, পাঞ্জাবি। রয়েছে সেলাইবিহীন থ্রি–পিস। জেন্টল পার্ক আউটলেটের ম্যানেজার নাজমুল হক জানালেন মেয়েদের ওয়ান পিস, বাচ্চাদের পোশাক, ছেলেদের পাঞ্জাবির চাহিদা বেশি। কটন ও ভিস্কস কাপড় ব্যবহার করা হয়েছে। কামিজের দাম ১ হাজার ৬০০ থেকে সাড়ে তিন হাজারের মধ্যে।

ছয় ও সাততলা জুড়ে অ্যাপেক্স, বাটা, ওরিয়ন, শু ওয়ার্ল্ড, ভাইব্রেন্টে দেখা গেল সব বয়সীদের বেসিক থেকে প্রিমিয়াম বিভিন্ন রেঞ্জের জুতার কালেকশন।
কেনাকাটা শেষে ইফতারের জন্য চলে যেতে পারবেন শেফস টেবিলে। ঢাকার বাইরে এই শপিং মলটি ঢাকাকেন্দ্রিক কেনা কাটা থেকে ক্রেতাদের কিছুটা ভিন্নতার স্বাদ দিতে পারে। আর শেষ মুহূর্তের ঈদ শপিংয়ে তুলনাহীন এই আলমাস পয়েন্ট।

ছবি: অনিক মজুমদার

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৭: ৩৫
বিজ্ঞাপন