ভিডিওতে দেখুন আমাদের নন্দিনী ও রঞ্জনের ৩টি অন্যরকম লুক তৈরির গল্প
শেয়ার করুন
ফলো করুন

প্রতিটি লুক ডিজাইনের পেছনে থাকে অনেক গল্প। সেই সঙ্গে থাকে পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টা। অনেক সময় সেই সাজপোশাকের মাধ্যমে দেওয়া বার্তা ও এর উপস্থাপন ছুঁয়ে যায় সবাইকে। কখনো বা বিতর্কের জন্ম দেয়। তবু সৃজনশীল মন নানাভাবে লুক রিক্রিয়েট করার তাগিদ যোগায়। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর সবচেয়ে জনপ্রিয় নাটক রক্তকরবীর ১০০ বছর সময়কালের তিনটি ভিন্ন ভিন্ন লুক তৈরি করা চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। আর হাল ফ্যাশন এখানে এই প্রয়াসটিই করেছে।

প্রথমেই কালোত্তীর্ণ নন্দিনী ও রঞ্জনের জন্য ৩টি সময়কালের ৩টি ভিন্ন লুক ঠিক করা হয়। ১০০ বছর সময়ের শুরু, মাঝামাঝি আর ঠিক আখনকার সময়কে মাথায় রেখেই করা হয় পুরো আয়োজন। আমাদের নন্দিনী হয়েছেন অভিনয়শিল্পী ও মডেল রুনা খান। আর রঞ্জনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনয়শিল্পী গাজী আব্দুন নূরকে।

বিজ্ঞাপন

চরিত্র বললেও এখানে আসলে ব্যক্তি নন্দিনী আর রঞ্জনকেই তুলে আনার ভাবনাটিকে রূপ দেওয়া হয়েছে। উপযোগী আবহে সেট ডিজাইন আর শ্যুটের সকল কিছু করা হয়েছে ক্যানভাস স্টুডিওতে। স্টাইলিং করেছেন দিদারুল দীপু। আলোকচিত্রী হাদী উদ্দীন তুলেছেন ছবিগুলো। আর ভিডিওগ্রাফির দায়িত্বে ছিল টিম হাল ফ্যাশনের কানিজ ফাতেমা। গয়না, জুতা, পোশাক ও অনুষঙ্গ নেওয়া হয়েছে ক্যানভাস স্টুডিও থেকে। পারসোনা ছিল রূপসজ্জার দায়িত্বে। ডিজাইনার লেবেল জুরহেম থেকে নেওয়া হয়েছে কতুর লুকের গাউন আর স্যুট, ফিউশন লুকের ক্যামিসোল ও ব্লেজার। পটের বিবির রাধা সিরিজের হট পিংক জরীপাড় শাড়িটি ফিউশন স্টাইলে স্কার্টের মতো দেখা যাচ্ছে নন্দিনীর লুকে।

ক্ল্যাসিক বাঙালি লুকের লাল জামদানিটি দিয়েছেন ওস্তাদ বয়নশিল্পী মো: জামাল হোসেন। আর গাজী আব্দুন নূর নিজের কালেকশন থেকেই পরেছেন সাদা-লাল ধুতি পাঞ্জাবি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় হাল ফ্যাশনের এই রবি-তর্পন সার্থক হলেই আমরা ধন্য। আমরা আসলে এখানে ক্লিশে আর ধরাবাঁধা লুকে থাকতে চাই নি। রবীন্দ্রনাথ নিজেই ছিলেন সময়ের চেয়ে অনেকটা এগিয়ে। তিনি ফিউশনে অগ্রগণ্য। আবার পাশ্চাত্যের ফ্যাশন ও যাপন-ধারাকে আত্মস্থ করতে দ্বিধা করেন নি তিনি কখনো। এমন একজন কালোত্তীর্ণ মানুষের ভাবনাগুলোকে নিজের মতো করে ভাবার সাহস ও অনুপ্রেরণা তাঁর নিজের সাহিত্যে আর জীবনদর্শনের মাঝেই নিহিত আছে। আর এভাবেই তৈরি হয়েছে রক্তকরবীর নন্দিনী ও রঞ্জনের এই ভিন্ন তিনটি লুক।

ভাবনা: শেখ সাইফুর রহমান

সমন্বয়: নাদিমা জাহান ও জাহিদুল হক

কুশিলব: রুনা খান ও গাজী আব্দুন নূর

স্টাইলিং: দিদারুল দীপু

মেকওভার : পারসোনা

লোকেশন: স্টুডিও ক্যানভাস

পোশাক: জুরহেম, মো. জামাল হোসেন, গাজী আব্দুন নূর, পটের বিবি, ক্যানভাস

ছবি: হাদী উদ্দীন

ভিডিওগ্রাফি: কানিজ ফাতেমা

পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক

আয়োজন: টিম হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪: ৪৫
বিজ্ঞাপন