শরতে ‘ফ্ল্যানেল কালেকশন’
শেয়ার করুন
ফলো করুন

আবহাওয়ায় শীতের আগাম বার্তা বইছে। তবে গরম যে বিদায় নিয়েছে, তা কিন্তু নয়। নাতিশীতোষ্ণ আবহাওয়ার এ পরিবর্তনের সঙ্গে মানুষের পোশাক নির্বাচনেও একটা পরিবর্তন আসে। রেগুলার পোশাক তো রয়েছেই, সেই সঙ্গে হালকা শীতের প্রস্তুতি নেওয়ারও সময় চলে এসেছে।

একটু ভিন্ন ক্লাসি পোশাক পরতে পছন্দ করেন অনেকেই। এ পরিবর্তনশীল ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে ‘ফ্ল্যানেল কালেকশন’। শতভাগ সুতি ফ্ল্যানেল ফেব্রিকে তৈরি হয়েছে পোশাকগুলো। ব্র্যান্ডটি ‘আর্লি উইন্টার’ কালেকশনের অংশ হিসেবে ফ্ল্যানেল ক্যাটাগরি নিয়ে এসেছে, যা উষ্ণতা রক্ষা করে ঠান্ডা থেকে আরাম দেয়।

বিজ্ঞাপন

ফ্ল্যানেল কালেকশনটি অনেক বেশি আরামের জন্য ভেতরে ও বাইরে ব্রাশড করা থাকে। ব্রাশিং প্রক্রিয়াটি কাপড়ে একটি নরম পাইল তৈরি করে, যা উষ্ণতা ভালোভাবে ধরে রাখে। একই সঙ্গে ফ্ল্যানেলের তৈরি পোশাকটিকে আরও নরম ও আরামদায়ক করে তোলে।

এ বছর ব্র্যান্ডটি দুটি ভিন্ন ক্যাটাগরিতে ফ্ল্যানেল শার্ট এনেছে। একটিতে রয়েছে ট্র্যাডিশনাল প্লেড ফ্ল্যানেল চেক শার্ট। যাতে রয়েছে বাহারি রং ও অনন্য চেক প্যাটার্ন। আরেকটি হচ্ছে ট্রেন্ডি হেরিংবোন চেক ডিজাইনের সঙ্গে ট্র্যাডিশনাল প্যাটার্ন। দুটি শার্টেই স্টাইলিশ সাজের জন্য হর্ন বাটন ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে রেগুলার কলার ডিজাইন। এ ধরনের শার্ট সহজেই টি-শার্টের সঙ্গে ওপরে একটি ফ্ল্যানেল শার্ট লেয়ার আপ করে পরা যায়।

বিজ্ঞাপন

মেয়েদের জন্যও গ্রামীণ ইউনিক্লোর এ বছরের ফ্ল্যানেল কালেকশনে রয়েছে দুটি ভিন্ন প্যাটার্ন। শার্টগুলো শতভাগ ব্রাশড করা ফ্ল্যানেল সুতির কাপড় থেকে তৈরি হয়েছে। একটি রেগুলার শার্ট প্যাটার্ন ডিজাইনে তৈরি হাই টেক্সচারড ফ্ল্যানেল শার্ট। সামনের প্ল্যাকেটসহ ক্ল্যাসিক কলার, ভেতরের ফ্ল্যাপসহ ফুলহাতা এবং ফোল্ডিং সাজের জন্য বোতাম রয়েছে। কাউন্টারড ফিটের জন্য পেছনে কোমরে ডার্ট ফিনিশ আছে। যা লেয়ারিং করেও পরা যেতে পারে।

মেয়েদের ফ্ল্যানেল টিউনিক রয়েছে কালেকশনে, যা জেগিংস ও লেগিংসের সঙ্গে পরা যায়। ফ্ল্যানেল টিউনিকগুলো কিছুটা লম্বা প্যাটার্নের হয়, যেখানে ফ্ল্যানেল শার্ট রেগুলার শার্টের মতো হয়। শীতকালে ঠান্ডার জন্য ডাউন ভেস্ট বা আরামদায়ক সোয়েটারের নিচে ইনার হিসেবেও এগুলো পরা যেতে পারে। একটি সাধারণ টি-র্শাট বা ট্যাংক টপের ওপরে ফ্ল্যানেল টিউনিক লেয়ার করে পরা যেতে পারে।

ছবি: গ্রামীণ ইউনিক্লো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯: ১৯
বিজ্ঞাপন