রঙিন বসন্তে ভালোবাসার পোশাক
শেয়ার করুন
ফলো করুন

লা রিভ

আন্তর্জাতিক ফ্যাশন সিজনের উল্লেখযোগ্য সব প্যাটার্ন ও দেশীয় ফাল্গুন উৎসবের রঙের ফিউশনে তৈরি হয়েছে ফ্যাশন হাউস লা রিভের এবারের ফাল্গুন সংগ্রহ। ভালোবাসা দিবসের বিশেষ ক্যাপসুল সংগ্রহও থাকছে সঙ্গে।

ভালোবাসা দিবসের বিশেষ ক্যাপসুল সংগ্রহও থাকছে ।
ভালোবাসা দিবসের বিশেষ ক্যাপসুল সংগ্রহও থাকছে ।

নানা রঙের ও মোটিফের বর্ণিল প্রিন্ট এই কালেকশনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পোশাক তৈরিতে মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় কিন্তু অভিজাত প্রিন্টস্টোরিগুলো বাছাই করা হয়েছে এবার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালারফুল ক্যামোফ্লেজ; এতে অ্যাবস্ট্রাক্ট আর্টের ইম্প্রেশেন নিয়ে কাজ করা হয়েছে।ফ্লোরাল সেগমেন্টে সান-সোকড ও ভিনটেজ ফ্লোরালের দুটি প্রিন্ট পাওয়া যাবে। এ ছাড়া নকশা করা প্যাচওয়ার্ক পোশাকও নজর কাড়বে ক্রেতাদের। মিনিমাল প্রিন্টের পোশাক যাঁদের পছন্দ, তাঁদের জন্য গ্রাফিক প্লেসমেন্ট, টাইপোগ্রাফি, ন্যাচারাল স্ট্রাইপস ও প্লেফুল লাইনস শিরোনামের প্রিন্টস্টোরিও থাকছে কালেকশনে।

নানা রঙের ও মোটিফের বর্ণিল প্রিন্ট এই কালেকশনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
নানা রঙের ও মোটিফের বর্ণিল প্রিন্ট এই কালেকশনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

বসন্তে ‘রং’ একটা উল্লেখযোগ্য দিক। তাই ফাল্গুন সংগ্রহে এই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। উজ্জ্বল হলুদ, কমলা, নীল, লাল, গোলাপির সঙ্গে প্যাস্টেল, পাউডার ও নিউট্রাল শেডের কম্বিনেশনে তৈরি হয়েছে লা রিভের কালেকশন। প্যাটার্নে স্থান পেয়েছে পাওয়ার স্লিভস, স্টেটমেন্ট কলার, বাবল হেমলাইন, কাটওয়ার্ক ও ইউটিলিটি ফিচার। কামিজ, শর্ট ও মিড লেংথ টিউনিক, সালোয়ার–কামিজ, শ্রাগ-স্টাইলস, টপ-প্যান্ট সেট ও সিঙ্গেল টপস থাকছে মেয়েদের সংগ্রহে।

শাড়িেত ভিন্নধর্মী প্রিন্ট, পাড় ও আঁচল চোখে পড়বে শাড়িপ্রেমীদের।
শাড়িেত ভিন্নধর্মী প্রিন্ট, পাড় ও আঁচল চোখে পড়বে শাড়িপ্রেমীদের।

দিনে ও সন্ধ্যাায় যেন আরাম করে পরা যায়, তাই সুতি ও হাফ সিল্ক শাড়িও থাকছে। লেসের পাড় দেওয়া অরগাঞ্জা শাড়ি, সিল্ক ও মসলিন শাড়িতে ভিন্নধর্মী প্রিন্ট, পাড় ও আঁচল ও চোখে পড়বে শাড়িপ্রেমীদের। সান্ধ্য আয়োজনে পরার জন্য রয়েছে কারচুপি, কাটওয়ার্ক, এমব্রয়ডারি ও সিক্যুইনের কাজ করা জমকালো স্টাইলের সব পোশাক।  ছেলেদের বিশেষ সংগ্রহে রয়েছে ভিসকস, কটন ও জ্যাকার্ড-উইভের পাঞ্জাবি। পাঞ্জাবিগুলোতে স্টেটমেন্ট ও কারচুপি করা প্ল্যাকেটের ব্যবহার দৃষ্টি জুড়াবে। সঙ্গে পাওয়া যাবে ম্যাচিং ও মনোক্রোম পায়জামা। ক্যাজুয়াল ও কমফোর্ট শার্ট, কাবলি পাঞ্জাবি, টি–শার্ট, পোলো শার্টও থাকছে নতুন কালেকশনে।

বিজ্ঞাপন

কে ক্র্যাফট

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস—প্রিয় দুটি দিন একই দিনে হওয়ায় সাজপোশাক নির্বাচনে একটু দ্বিধা রয়েছে অনেকের। দুটি উৎসবকেই সমানতালে ফুটিয়ে তুলতে বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। সমসাময়িক মোটিফ ও প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন ও রংকে। বিশেষ দুটি দিন ঘিরে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী নানা পোশাকের আয়োজন করা হয়েছে।

সমসাময়িক মোটিফ ও প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে ডিজাইন, প্যাটার্ন ও রং
সমসাময়িক মোটিফ ও প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে ডিজাইন, প্যাটার্ন ও রং

শুধু বিশেষ দিনেই নয়, পোশাকটি যেন বছরজুড়ে পরা যায়, সেভাবেই ডিজাইন করা হয়েছে সংগ্রহটি। পোশাক সারিতে রয়েছে শাড়ি, সালোয়ার–কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস, কাফতান, টিউনিক, টপস-স্কার্ট, ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, পোলো, কোটি ও শার্ট।ফ্লোরাল, ঐতিহ্যবাহী কলকা, মানডালা, ওয়াল আর্ট, জ্যামিতিক, জামদানি ইত্যাদি মোটিফ ব্যবহার করা হয়েছে। কটন, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, টু-টোন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট ও টাইডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

পোশাকটি যেন বছরজুড়ে পরা যায়, সেভাবেই করা হয়েছে ডিজাইন
পোশাকটি যেন বছরজুড়ে পরা যায়, সেভাবেই করা হয়েছে ডিজাইন

 রং হিসেবে বেছে নেওয়া হয়েছে ইয়েলো, লেমন ইয়েলো, রেড, ক্রিমসন রেড, স্যালমন, অরেঞ্জ, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, কপার, মেরিগোল্ড, মেরুন, গ্রিন, ইন্ডিগো, ম্যাজেন্টা, অফ হোয়াইট, মাস্টার্ড ইয়েলোসহ নানান রং। ফ্যামিলি পোশাক বা পরিবারের সবাই একসঙ্গে একই কাপড়ের জামা পরার চল এখন ট্রেন্ডি। অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ পোশাকও রয়েছে।  

বিজ্ঞাপন

রঙ বাংলাদেশ

পাখির রং ও পলাশ ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের বসন্ত সংগ্রহে। রংধনুর প্রতিটি রংই আছে পাখিদের শরীরে। কখনো একরঙা, কখনো একই রঙের নানা শেড। এর মধ্যে থেকে রং বেছে নিয়ে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী। আর বসন্তের সঙ্গে পলাশ ফুলের রয়েছে এক নিবিড় যোগাযোগ। ডিজাইনাররা তাই পাখি ও পলাশ ফুলের রংকে নিয়ে এসেছে পোশাকের জমিনে।

পাখির রং ও পলাশ ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে বসন্ত সংগ্রহ
পাখির রং ও পলাশ ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে বসন্ত সংগ্রহ

ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাক এই সংগ্রহের বিশেষ আকর্ষণ।হলুদ, সোনালি হলুদ, প্যারোট গ্রিন, পেস্ট, নীল, মেজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ রঙের ব্যবহার হয়েছে বসন্ত সংগ্রহে।

হাফ সিল্ক, স্লাব কটন, পেপার সিল্ক, সুতি , লিলেন, নেট, ডুপিয়ান কাপড়ে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে স্ক্রিন ও ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি। শাড়ি, থ্রি–পিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট সবই পাওয়া যাবে রঙ বাংলাদেশের বসন্ত সংগ্রহে।

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫১
বিজ্ঞাপন