মুক্ত মালার ছাতা মাথায় বর্ষা চলে এসেছে। আর বৃষ্টির দিনের সঙ্গে সাজপোশাকের একটা নিবিড় সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরে। এমন দিনে আনমনা মনের ইচ্ছা জাগে সুন্দর একটা পোশাক পরে বৃষ্টিবিলাস করতে।
আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো অবশ্য বর্ষা উদ্যাপনকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। আষাঢ়কে কেন্দ্র করে তাদের নানা আয়োজন প্রতিবছরই থাকে দেখার মতো।
এরই ধারাবাহিকতায় ফ্যাশন হাউস বর্ণন লাইফস্টাইল এনেছে বর্ষার সংগ্রহ। শুধু ক্রেতাদের জন্য পোশাকের নতুন সংগ্রহই থাকছে না; বরং আছে আরও আয়োজন।
নীল রংকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এই সংগ্রহের পোশাকগুলো। এই সময়ের ভ্যাপসা গরম, নাভিশ্বাস ওঠা আর্দ্রতা ও বৃষ্টি—এ তিনটি বিষয় বর্ষার পোশাকে বিশেষ গুরুত্ব পেয়েছে, যাতে পোশাক হয় এই সময়ের উপযোগী ও স্বস্তির।
এই সংগ্রহে রয়েছে শাড়ি, নজরকাড়া কাটিংয়ের রেডি ব্লাউজ, সিঙ্গেল কামিজ, টিউনিক, লেগিংস ও ছেলেদের পাঞ্জাবি। বেশির ভাগই আরামদায়ক সুতি ফেব্রিকে তৈরি। সঙ্গে সিল্ক ও অ্যান্ডি কটনও রয়েছে।
নীল ছাড়াও ফিরোজা ও সাদা—এই দুটি রং বাছাই করা হয়েছে পোশাক তৈরিতে। বিশেষ এই আয়োজনে অনলাইন কেনাকাটায় রয়েছে ১৫ শতাংশ ছাড়। বর্ণন লাইফস্টাইল- এর ওয়েবসাইট www.boronbd.com থেকে তো কেনা যাবেই, সঙ্গে আছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা।
পোশাক ও ছবি: বর্ণন লাইফস্টাইল