পূজাকে সামনে রেখে উৎসবধর্মী রঙিন সব পোশাকের পসরা সাজিয়েছে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ডগুলো। চট্টগ্রামের সুপরিচিত ফ্যাশন উদ্যোগ ডলস হাউসও বৈচিত্র্যময় শারদ সম্ভারএনেছে এবার। শাড়ি,পাঞ্জাবি আর কাপল সেট প্রাধান্য পেয়েছে তাদের এই সংগ্রহে।
পূজায় মোটিফভিত্তিক নকশার চাহিদা থাকে সবচেয়ে বেশি। বিভিন্ন ফ্যাশন হাউসের নকশায় উঠে আসে দুর্গা মোটিফের নকশা। ডলস হাউসও ব্যতিক্রম নয়। তাঁদের নকশায় দেখা যাচ্ছে দুর্গার মুখচ্ছবি। এছাড়াও আছে কাশবন, কৃষ্ণচূড়া, বাঁশঝাড়সহ প্রকৃতিপ্রাণিত নকশা। জ্যামিতিক মোটিফের ব্যবহারও চোখে পড়ে।
শরৎকালে যেহেতু নীল আকাশ, সাদা মেঘ, কাশফুলের প্রিন্টের চাহিদা বেশি থাকে, সেগুলোও গুরুত্ব পেয়েছে সমানভাবে।
ডলস হাউসের স্বত্বাধিকারী আইভি হাসান জানান, 'শরৎ মানেই যেন কাশফুল, সাদা মেঘ, নীল আকাশ। এসময় ক্রেতারাও পছন্দ করেন নিজেদেরকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে সাজাতে। আমরাও চাই নকশায় সেই জিনিসগুলোই ফুটিয়ে তুলতে চেয়েছি। হ্যান্ডপেইন্ট,স্ক্রিন প্রিন্ট ও ব্লকের মাধ্যমে রঙিন করে তোলা হয়েছে ডলস হাউসের এই শারদ সম্ভার। শাড়িগুলোর পাড়ে বিশেষভাবে নজর কাড়ছে প্যাচওয়ার্ক।
ফেব্রিক নির্বাচনে উৎসব আবহের পাশাপাশি আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। হুটহাট বৃষ্টি কিংবা তীব্র রোদ- এমন ঋতুতে স্বস্তিদায়ক সুতি কাপড়। তাই ডলস হাউসের বেশির ভাগ পোশাক নকশা করা হয়েছে সুতি কাপড়ে। এছাড়াও আছে সিল্ক, খাদি ও র সিল্ক। সব মিলিয়ে পূজা বা ঋতুর আমেজে নিজেকে সাজাতে বেছে নেওয়া যায় এই শাড়িগুলো অনায়াসে।
ছবি: ডলস হাউস